এবিবি ফান প্রশ্ন- ৫৩৩ | বসন্তকালেই মনের কোকিল উঁকি মারে কেন??
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বসন্তকালেই মনের কোকিল উঁকি মারে কেন??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে হয়, বসন্তে গাছে যেমন কচি পাতা জন্মে তেমন মন বাগানে কচি প্রেম জাগে☺️☺️। আপনারা কি বলেন-
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কিসের বসন্তকাল আর কিসের শীতকাল,আমার মনে তো সারাবছরই মনের কোকিল উঁকি মারে 😂😂। এককথায় বলতে গেলে মনটা করে উরু উরু 🤣🤣।
0.00 SBD,
3.47 STEEM,
3.47 SP
ভাইয়া আপনার মনটা মনে হয় অনেক বড় হা হা।
শুধু বড় নয়, আকাশের মতো বিশাল। তাইতো সবসময় উরু উরু করে।
শীত শেষে বসন্ত আসে আর বসন্তকালে প্রকৃতি আলাদা একটা সৌন্দর্য ফিরে পায়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য প্রিয় মানুষকে সাথে নিয়ে উপভোগ করার আলাদা একটা আগ্রহ জাগে তাই বসন্তকালেই মনের কোকিল উঁকি মারে যেন কোকিলাকে খুঁজে পাওয়া যায়।
0.00 SBD,
3.46 STEEM,
3.46 SP
শুধু কি বসন্তের প্রিয় মানুষ নাকি ভাইয়া!
আমি তো ভাবছি, কোকিলাকে শেষ পর্যন্ত পায় কিনা।
কচি মনে কচি প্রেম তো জাগবেই৷ তবে কি স্থান কাল পাত্র বুঝে সেই প্রেমের প্রকাশ বাঞ্ছনীয়৷ নইলে কোথায় বলতে কোন কাকের বাসায় ডিম পাড়ার মতো প্রেম পেড়ে দেবে৷ সে আরেক বিপত্তি৷ গণপিটুনি খেতে খেতে দিন যাবে৷ হে হে হে।
0.00 SBD,
3.44 STEEM,
3.44 SP
☺️☺️ হি হি,দারুণ মজার ছিল এটা দিদি।
গণপিটুনি খেতে খেতে তো মারাই যাবে।
একদম ঠিক বলেছেন কচি মনে কচি প্রেম তো জাগবে।
মনের কোকিলের সাথে বনের কোকিলের একটা মিল আছে। তাছাড়া, আমাদের দেশে বসন্ত শুরু হয় মেয়েদের একটি উৎসব দিয়ে। পহেলা ফাল্গুন, যেদিন মেয়েরা সব সেজেগুজে বের হয়। সবুজ শাড়ি, মাথায় ফুলের মুকুট! হাতে গোলাপ! দেখলেই কোকিল জেগে ওঠে। এজন্যই বসন্ত কালে বনের কোকিলের সাথে মনের কোকিলও উঁকি মারে।
0.00 SBD,
3.43 STEEM,
3.43 SP
শীতকালে যেমন ছেলেরা বিয়ের আনন্দে উঁকি ঝুঁকি মারে🤣, তেমনি ভাবে বসন্তে কোকিল উঁকি ঝুঁকি মারে নতুন নতুন প্রেমের আনন্দে🤓😁😃।
0.00 SBD,
3.42 STEEM,
3.42 SP
কারণ, বসন্ত এলেই প্রেমের বাতাসে কোকিলের ডিউটি বেড়ে যায়। সে তখন মনের বারান্দায় বসে "কুহু কুহু" গেয়ে প্রেমের টেন্ডার পাস করানোর চেষ্টা করে! 😆🎶
বসন্তকালে কোকিলও ছুটি কাটাতে চায়! সে সারাবছর গান গেয়ে ক্লান্ত, তাই বসন্তে সে মনের জানালায় উঁকি দিয়ে বলে, আমিও পার্টি চাই!
বসন্তে সবাই নতুন করে সাজে,সেই সাজ দেখেই সবার মন ফিদা হয়ে যায়।আর তাই মনের মাঝে থাকা কোকিলও উঁকি মারে,হাহাহা।
ঠিক বলেছেন। এই জন্য কোকিলও উঁকি মারে।
বসন্তকাল মানেই নতুনের আবির্ভাব। গাছে গাছে নতুন কচি পাতা, প্রকৃতির সতেজতা সবকিছুতেই অন্যরকম ভালোলাগা। আর এই সৌন্দর্য দেখে বসন্তকালে কোকিলেরও মনে জাগে প্রেম।
কারন বসন্তের শুরুতেই সুন্দরী আপুরা রং বেরঙের শাড়ি পড়ে উঁকিঝুঁকি মারতে উৎসাহ দেয়, হা হা হা।😁
সুন্দরী আপুরা রংবেরঙের শাড়ি পরলে তো ছেলেরা উঁকি ঝুঁকি দিবে।