এবিবি ফান প্রশ্ন- ৫২৪ || কেউ আপনাকে শুধু শুধু সন্দেহ করলে কী করেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কেউ আপনাকে শুধু শুধু সন্দেহ করলে কী করেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি যা করি সন্দেহের বিষয়টি নিয়ে কথা বলা এড়ায়ে চলি, আর এতে মানুষের আরও সন্দেহ বাড়ে আর তাতে মনে মনে শান্তি পাই 🤓🤓
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কেউ আমাকে শুধু শুধু সন্দেহ করলে বসে বসে তাকে তামাক সেজে,পান বেটে আপ্যায়ন করি।যাতে ভবিষ্যতে সন্দেহ করার আর সুযোগ না পায়।।☺️☺️
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
যারা আমাকে নিয়ে সন্দেহ করে তাদেরকে আমি একটু এড়িয়ে চলতে পছন্দ করি। কারণ যারা বিশেষ করে না তাদেরকে এড়িয়ে চলাই ভালো।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
হ্যাঁ এড়িয়ে চললেই ভালো হয়।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু যারা সন্দেহ করে তাদেরকে এড়িয়ে চলাই ভালো। না হলে বিপদে পড়তে হয়।
হাসি দেই আর চুপ থাকি, কারণ সত্য নিজেই একদিন প্রকাশ পাবে। অযথা ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করি না!💞
সময় নষ্ট না করাই ভালো।
জ্ঞানী মানুষের সব সময় জ্ঞানী কথা। সত্যি আপু সত্যটা এক সময় প্রকাশ পাবেই। সেখানে অযথা ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন নেই।
এটা নিঃসন্দেহে সেরা একটা উপায়, সব কিছুর ব্যাখ্যার প্রয়োজন হয় না।
সন্দেহ করলে তখন তার থেকে সম্পূর্ণ বিষয়টা জানার চেষ্টা করি, আর যেটা সত্য সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই।না হলে আজীবন সে সন্দেহের চোখেই দেখবে,সবাইকে নিজের মতই ভাববে।
যেটা নিয়ে সন্দেহ করে, সেটা সত্যি সত্যিই করে ফেলি। অর্থাৎ সন্দেহটাকে বাস্তবে রূপ দিয়ে দেই 🤣🤣।
কেউ যদি আমাকে নিয়ে শুধু শুধু সন্দেহ করে তাহলে তার সাথে ওই বিষয়ে কোন কথা বলবো না এদের যে আমাকে সন্দেহ করবে সে আরও বেশি এই বিষয় নিয়ে চিন্তা করতে থাকবে এতে তার সময় নষ্ট হবে আর আমার ভালো লাগবে।
যারা বিনা কারণে সন্দেহ করে তাদের এইটা একটা রোগ হয়ে যায় আপু। এজন্য তাদের সময় নষ্ট করাই ভালো।
আমি প্রথমে অবাক হয়ে ভাবি, “আমার এত প্রতিভা ছিল জানতামই না!” তারপর চোখ বড় বড় করে জিজ্ঞেস করি, “আপনার গোয়েন্দাগিরির কোর্সটা কোথায় করেছেন?” শেষে এক গাল হেসে বলি, “ভাই, সন্দেহ করে লাভ নেই, আমার চরিত্র এত ক্লিন যে সাবান কোম্পানি স্পন্সর দিতে চায়।
আমি তো বিভিন্ন ভাবে সেই সন্দেহ টাকে আরো বেশী বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি😁🤪🤣।
আমি যা করিনি সেটা একটু করার চেষ্টা করি এবং তার সন্দেহ টা অনেক গুণে বাড়িয়ে দেয়। এবং তারপর মজা দেখি চুপ করে হা হা।
তখন বেশ ভালোই মজা দেখা যায় মনে হয়।
সমাজে ভালো মানুষের শত্রু অনেক, সব সময় তারা সন্দেহের চোখে রাখে। ভালো কথা উপকারের জন্য বলা হলেও সন্দেহ মন মাইন্ড সৃষ্টি হয়। তবে আমি এই ক্ষেত্রে কোনো আলোকপাত করি না। তবে যারা সন্দেহ করে তারা সব কথার মাঝে সন্দেহ মনোভাব সৃষ্টি করে। এমন মানুষদের থেকে বাঁচা খুবই মুশকিল।
ঠিক বলেছেন আপনি, এরকম মানুষের থেকে বাঁচা মুশকিল।
কিছু কিছু মানুষ আছে সন্দেহ করাটা তাদের স্বভাব। তাদের ভালো কিছু দেখলেও সহ্য হয় না। শুধু শুধু সন্দেহ করে।