এবিবি ফান প্রশ্ন- ৫২১ | ভুলের ক্ষমা হয়, মিথ্যের ক্ষমা নেই কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভুলের ক্ষমা হয়, মিথ্যের ক্ষমা নেই কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অতি চালাকের গলায় দড়ি তেমনি মিথ্যেও খুব চালাক তাই তার ক্ষমা নেই। আপনাদের কি মনে হয়---
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভুল করলে সংশোধন করা যায়, কিন্তু মিথ্যাবাদীরা নিজের স্বার্থের জন্য একটার পর একটা মিথ্যা বলেই যায়। দশ জনের সাথে প্রেম করেও বলে আমি সিঙ্গেল, হা হা হা।😁😅
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
হাহাহা,সেই সিঙ্গেলদের এজন্যই কপাল খারাপ থাকে। একটাকেও পায় না।
একজনে কি আদৌ দশ জনের সাথে প্রেম করতে পারে ভাই?আর পারলেও ওদের ধরে গণধোলাই দিতে হবে কারণ ওদের জন্যেই আমি আজও সিঙ্গেল।আমারটা সহ নিয়ে গেছে😅😅।
☺️☺️
হি হি,যাতে আবার একটা নতুন মেয়ে পটানো যায়।এটা শুধু ছেলেরাই বলে থাকে☺️☺️।
ভুল তো মনের অজান্তে করা হয়,তাই তার ক্ষমা হয়। কিন্তু মিথ্যা তো নিজের ইচ্ছাতে বলা হয়,তাই তার ক্ষমা নেই।
ভুল করলে বলে, "মানুষ মাত্রই ভুল করে!" কিন্তু মিথ্যা বললে বলে, "এইটা ইচ্ছা করে করছে।" ভুলের পেনাল্টি কম, কিন্তু মিথ্যার ভাড়াটা একদম ফিক্সড সরাসরি বিশ্বাসের রেড কার্ড! 😆
হি হি,দারুণ বলেছেন ভাইয়া।
ভুল মানুষকে শিক্ষা দেয় আর মিথ্যা মানুষকে অন্ধকারে নিপাতিত করে। সেজন্য ভুলকে ক্ষমা করা যায় মিথ্যা কে ক্ষমা করা যায় না।
ঠিক বলেছেন ভাইয়া।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া।
মিথ্যা এবং ভুলের মধ্যে পার্থক্য হলো—ভুল সাধারণত অনিচ্ছাকৃত হয়, কিন্তু মিথ্যা ইচ্ছাকৃতভাবে সত্য লুকানো বা বিকৃত করার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করে। ভুল হলে মানুষ তা থেকে শিখতে পারে, তাই ক্ষমার সুযোগ থাকে। কিন্তু মিথ্যা বিশ্বাসের মূলকে নষ্ট করে, আঘাত দেয়, প্রতারণার অনুভূতি সৃষ্টি করে।যার ফলে সম্পর্ক আর আগের মতো থাকে না। তাই অনেকেই মনে করেন, ভুলের ক্ষমা হয়, কিন্তু মিথ্যার নয়। তবে সত্যিকারের অনুশোচনা থাকলে, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যাকেও ক্ষমা করা সম্ভব।
হুম, যথার্থ বলেছেন।
মানুষ অজান্তে ভুল করে কিন্তু মিথ্যা বলার ক্ষেত্রে জেনেশুনে মিথ্যে বলে। তাই ভুলের ক্ষমা আছে কিন্তু মিথ্যের ক্ষমা নেই।
একদম ঠিক বলেছেন।
একদম সত্য কথা বলেছেন ভাই।জেনে শুনেই মানুষ মিথ্যে বলে।
ভুল সেটা অনিচ্ছাকৃত হয়ে যায় আর মিথ্যা বলা মহাপাপ সেই কারণেই ভুলের ক্ষমা হয় আর মিথ্যার কোন ক্ষমা হয় না। কারণ একটা মিথ্যা থেকে অনেকগুলো মিথ্যার সূচনা হয়।
আর এই জন্যই তো মিথ্যাকে ক্ষমা করা উচিত নয়।
ভুল হয় অজান্তে,মিথ্যে হয় সাদরে। তাই ভুলের ক্ষমা থাকলেও মিথ্যের জন্য আপোষ নেই।
দারুণ ভলেছেন, সত্যি ভুল বেশীর ভাগ ক্ষেত্রে অনিচ্ছায় হয়ে থাকে।
ঠিক বলেছেন আপু।
ভুল মানুষ না জেনে করে, আর ভুল বুঝতে পেরে মানুষ অনুতপ্ত হয়ে। ভুল পথ ছেড়ে দেয়। অন্যদিকে, মিথ্যা মানুষ ইচ্ছাকৃতভাবে বলে। একটি মিথ্যা ডাকতে হাজারো মিথ্যার জন্ম হয়। যার কারণে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আর মিথ্যার কোন ক্ষমা হয় না। কারণ একটি মিথ্যা অনেকগুলো সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে। আর একটি ভুল মানুষকে পরিবর্তন করিয়ে দিতে পারে। ভুল আর মিথ্যা কখনো এক হতে পারে না। তাই ভুল করলে ক্ষমা পাওয়া যায়, তবে মিথ্যা বললে ক্ষমা পাওয়া যায় না।
ভুল হলে ভুল কে শুধরানো যায় তাই ভুলের ক্ষমা আছে কিন্তু মিথ্যে কথা মুখ দিয়ে বের হলে সেটাকে আর ফেরানো যায়না বা শুধরানো যায়না তাই মিথ্যার ক্ষমা নেই।