এবিবি ফান প্রশ্ন- ৫২০ | সিয়াম ভাইয়ের বিয়ে। নব দম্পতির জন্য শুভেছা বার্তা দিয়ে যান...


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সিয়াম ভাইয়ের বিয়ে হয়েছে। নব দম্পতির জন্য শুভেছা বার্তা দিয়ে যান।

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আগামীর সাংসারিক জীবন খুব ভালো কাটুক। দুজনে খুশি হোক।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

সিয়াম ভাই যেন আর না বলতে পারে আগে ভালো ছিলাম 😄😁। তাদের দুজনের ভালোবাসার সাগরের যেন কোন দিন দুঃখের তরী না ভাসে💘💔। তাদের দুজনের ভালোবাসা যেন বাজপাখি মতোন হয় দুজনের আবেগ, অনুভূতি, সুখ-দুঃখ একে অন্য জনে দূর থেকে যেন উপলব্ধি করতে পারে💙💞। তাদের সম্পর্ক যেন জোড়া কবুতরের মতোন হয় যেন কোনভাবে একজন অপরজনকে ছাড়া একা থাকতে না পারে। তাদের সম্পর্কে যেন পৃথিবীর কোন শক্তি ফাটল ধরাতে না পারে মৃত্যু ছাড়া যতোই প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়💔💔। তাদের ঘরে আগামী প্রজন্ম যেন উজ্জ্বল নক্ষত্রের মতো হয়। শেষ বয়সে তারা যেন দুজনে সে উজ্জ্বল আলোতে বসে প্রশান্তি অনুভব করতে পারে ❤️🧡💛💚🩵💙💜🤎।

 last month 

সিয়াম ভাইয়ের বিয়ে হয়েছে। নব দম্পতির জন্য শুভেছা বার্তা দিয়ে যান।

জীবনের নতুন অধ্যায় প্রিয় জীবন সঙ্গিনীর সাথে হোক শুভময়। আগামী জীবনের প্রতিটা মুহূর্ত হোক আনন্দে ভরপুর, দুঃখরা নিপাত যাক। আগামীর পথ চলা হোক ফুলের পাপড়ি বিছানো কোমলতার মতই। বিবাহ জীবন হয়ে উঠুক পুষ্প সজ্জিত। সর্বোপরি ওনার দাম্পত্য জীবন হয়ে উঠুক সীমাহীন আনন্দে ভরপুর এই প্রার্থনায় রইলো।

 last month 

উনাদের নতুন জীবনে শুভকামনা। খুব সুন্দর লিখলেন।

 last month 

খুব সুন্দর হল আপনার শুভেচ্ছাবার্তাটি। ভালো থাকুক নবদম্পতি।

 last month 

পায়ে পায়ে অনেক বছর আনন্দে খুনসুটিতে কাটুক এই কামনা করি। সিয়াম ও টুম্পা দুজনেই আনন্দে থাক। ভালো থাক। পরিবার নিয়ে দুজনের প্রতিটি দিন আলোকময় হয়ে উঠুক।

 last month 

আপনার মধুর বাণীর মতই পরিস্ফুটিত হোক সিয়াম ভাইয়ের আগামী জীবনের প্রতিটি ধাপ।

 last month 

উনাদের জন্য সব সময় দোয়া থাকবে।

 last month 

টুম্পা কই পাইলেন দিদি।।।এখন তো বেজাল লেগে যাবে হাহাহহা।

 last month 

"অভিনন্দন সিয়াম ভাই! 🎉 অবশেষে ‘সিঙ্গেল’ ট্যাগকে বিদায় জানিয়ে ‘হাজবেন্ড লিমিটেড’ ক্লাবে যোগ দিলেন! 😂 এখন থেকে রাত জেগে গেম খেলা আর বন্ধুদের সঙ্গে হুটহাট ট্রিপ সব স্বপ্ন! নবদম্পতিকে শুভেচ্ছা, তবে ভাই, মনে রাখবেন! 'হ্যাঁ জান’ স্কিল আপগ্রেড করাই এখন আপনার প্রধান কাজ! 😆 শুভ দাম্পত্য জীবন!"

 last month 

তাদের দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা সেই সাথে দোয়া থাকবে সৃষ্টিকর্তা তাদেরকে নেক সন্তান দান করুক আমিন। আর হ্যাঁ অবশ্যই ভাবি যেন সিয়াম ভাইকে টর্চার না করে 😜

 last month 

নতুন জীবনের অনেক শুভেচ্ছা সিয়াম ভাই💐💐।নতুন জীবন অনেক শুভকর হোক সেই প্রত্যাশা করি।সেইসঙ্গে আপনাকে সিঙ্গেলদের যুবসমাজ থেকে বহিস্কার করা হলো।হি, হি☺️☺️

 last month 

ব্যাচেলর থেকে আরেকটা উইকেট ঝরে পড়ে গেল কি আর শুভেছা বার্তা দিবো দাদা।তবুও যেনো সুখ-শান্তিতে বসবাস করতে পারে সেই কামনা করি।

 last month 

সিয়াম ভাইয়ের বিয়ে হয়েছে। নব দম্পতির জন্য শুভেছা বার্তা দিয়ে যান।

সিয়াম ভাই এবং আমাদের ভাবীর দাম্পত্য জীবন সুখের হোক, সেই কামনা করছি। তাছাড়া মহান সৃষ্টিকর্তা উনাদেরকে বেশি বেশি বাচ্চা দান করুক,সেই দোয়া করছি 😂😂। তাহলে আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য আরও বৃদ্ধি পাবে🤣🤣।

 last month 

হাহাহা,বেশি বেশি দিলে দুজনে পাগল হয়ে যাবে।

 last month 

কিছুদিন পরে টুইন বেবির কারণে আমরা পাগল হয়ে যাবো। তাই ভাবলাম আমাদের মতো সবাই পাগল হয়ে যাক হা হা হা।

 last month 

হাহাহা,এই বদদোয়া দিচ্ছেন তাহলে।

 last month 

হাহাা 😂😂😂

 last month 

হা হা৷ দারুণ বলেছেন ভাইয়া। সিয়ামের অনেকগুলো ছানাপোনা হলে আমি ভাবছি দৃশ্যটা কেমন হবে। সিয়াম কোন একদিন কাজ শেষে বাড়ি ফিরল আর সকলে আব্বু আব্বু বলে পা জড়িয়ে ধরল বলল আব্বু কি এনেছ দাও। সিয়ামের মুখটা কল্পনা করার চেষ্টা করছি।

 last month 

আপনি তো দেখছি একেবারে গভীরভাবে সম্পূর্ণ ব্যাপারটা ভেবেছেন আপু হা হা হা। বেশ মজা পেলাম আপনার কমেন্ট পড়ে। ধন্যবাদ আপনাকে।

 last month 

অভিনন্দন সিয়াম ভাই ও তার জীবনসঙ্গীকে! আপনাদের নতুন জীবনের প্রতিটি দিন হোক ভালোবাসা, সুখ ও আনন্দে পরিপূর্ণ। একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্মরণীয় ও মধুর। আপনাদের দাম্পত্য জীবন হোক শান্তি, সমৃদ্ধি ও সুখময়। শুভ কামনা রইল সিয়াম ভাইয়া ও আমাদের নতুন ভাবির জন্য।

 last month 

দারুণ লিখেছেন আপু।

 last month 

খুবই সুন্দর বলেছেন। অনেক অনেক দোয়া রইল উনাদের জন্য।

 last month 

ভাবীর জন্য বলবো সিয়াম ভাইয়ের মত মানুষ আর দুটো হয় না।তাকে আগলে রাখতে।আর ভাইয়াকে বলবো টুম্পাকে ভুলে যেতে।হিহিহি।

 last month 

বেচারা নতুন বিয়ে করে বউ এনেছে, আর আপনি এর মধ্যে টুম্পার কথা মনে করিয়ে দিলেন। এখন সিয়াম ভাই কোন দিকে যাবে...🤔

 last month 

নতুন বউ যাতে করে আগের টুম্পার কথা না জানে সেজন্যই সাবধান করে দিচ্ছি।বুঝতে হবে,হিহিহি।

 last month 

নতুন ভাবীরে পেতে না পেতেই পুরাতন ভাবির কথা মনে করায় দিলেন আপু 😀😀।

 last month 

আরে ভাইয়া, পুরাতন ভাবীকে ভুলে যাওয়া নির্দেশ দিচ্ছি, নাহলে কপালে খারাপ কিছু আছে।

 last month 

নতুন বউই টুম্পা। হা হা হা। টুম্পাকে আমরা ছাড়ব কি?

 last month 

নতুন বউ যদি টুম্পার নাম শুনে তাহলে কেলেঙ্কারি বেঁধে যাবে।

 last month 

নতুন বউকেই টুম্পা বানিয়ে দেওয়া হবে৷ হা হা হা

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 88172.16
ETH 2070.28
USDT 1.00
SBD 0.80