এবিবি ফান প্রশ্ন- ৫৪৫ || কয়লা ধুলে ময়লা যায় না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কয়লা ধুলে ময়লা যায় না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে, কয়লা পুরোটাই ময়লা। তাই কয়লাকে যত বারেই ধৌত করি না কেন শেষ না হাওয়া প্রযন্ত ময়লা বের হতেই থাকবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কয়লা ধুলে ময়লা যায় না, কারণ কয়লার চরিত্রে ধোঁয়ার DNA আছে! পানি দেখলেই সে রং পাকায়, আর ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনেও ওর ঢুকতে মানা! কয়লা, ভাই, জন্মেই কালো রঙের ব্র্যান্ড অ্যাম্বাসেডর.
0.00 SBD,
4.49 STEEM,
4.49 SP
কারণ সে ভাবছে, আমি তো অলরেডি ব্ল্যাক বিউটি!
তাছাড়া কয়লারও আত্মসম্মান আছে, সে নিজের কালো রঙ যদি ধুয়ে সাদা হয়ে যায়, তাহলে লোকে চিনবেই না যে সে কয়লা!
তবে কয়লার সাথে কথা বলে দেখলাম সে বলল, ফেয়ার অ্যান্ড লাভলি তে বিশ্বাস নেই। আর সাবান ভাবে তার গায়ে লাগলে নাকি সাবানও কালো হয়ে যাবে। তাই মাখে না৷ ময়লাও যায় না।
0.00 SBD,
4.43 STEEM,
4.43 SP
দারুন বলেছেন আপু। তবে আবারো কয়লার সাথে কথা বলে যে কোন ধরনের নাইট ক্রিম ব্যবহার করতে বলবেন। তাহলে ফর্সাও হতে পারে 😄।
হাহাহা! কি লজিক মাইরি 😁😁
কয়লা ধুলে ময়লা যায় না, কারণ কয়লা নিজেই ময়লার হেড অফিসে থাকে। যতই সাবান দেবনা কেন ও তো কালো থাকে গর্ব করে।আর কয়লার ফেসওয়াশের বা মেকাপ দেওয়ারও দরকার নেই, ও তো ফ্যাশনই অলটাইম ব্ল্যাক।
0.00 SBD,
4.41 STEEM,
4.41 SP
বহুকাল আগে কয়লা একবার এক গিরগিটির কঠিন প্রেমে পড়েছিলো। কিন্তু গিরগিটির রঙ-বদলের ফলে কঠিন ছ্যাঁকাও খেয়েছিলো। তারপর থেকেই কয়লা পণ করেছে যে সে কখনো, কোন পরিস্থিতি তেই রঙ পাল্টাবে না। তাই সে ময়লা, ময়লাই থাকে। হাজার ধুলেও সেই ময়লা পরিষ্কার হয় না।
0.00 SBD,
4.41 STEEM,
4.41 SP
কয়লা জাতিগত ময়লা এই কারনে যায় না। তারপরেও পার্লার ফেক্টরীতে গিয়ে আটা, ময়দা, সবজি, বালু কত কিছু দিয়ে চেষ্টা করে তারপরেও কোন কাজ হয় না,হা হা হা।😆😃
0.00 SBD,
4.39 STEEM,
4.39 SP
আসলেই। হা হা হা 🤣🤣
তাহলে কয়লার জন্য পার্লারের ব্যবস্থা করতে হবে ভাইয়া। না হলে ঘষতে ঘষতে কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না।
কারন কয়লা মানেই ময়লার খনি।আর এই ময়লার খনি যতই ধোওয়া হোক না কেন তা কঠিন থেকে তরল হবে তবে কখনোই জাত পরিবর্তন করবে না।☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
একদম ঠিক কথা বললেন দিদি।
ধন্যবাদ ভাইয়া😊.
কয়লা ধুলে ময়লা যায় না, কারণ কয়লাও মনে করে আমি তো কালোতেই সুন্দর। আবার সে মনে করে ফেয়ার অ্যান্ড লাভলিই তো শেষমেশ আমাকে সাদা করতে পারেনি, পানি দিয়ে কী হবে?হাহাহাহ।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
বাংলাদেশে কয়লার খনির অভাব নেই। যার কারণে কয়লা যতই ধোয়া হোক না কেন, খনি থেকে কয়লা বের হবে এবং ময়লা থাকবেই হাহাহা।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
বাংলাদেশে আর কিছু থাক বা না থাক কয়লার অভাব নেই। সব জায়গায় তো কয়লার খনি আর খনি।
কয়লারে যতই সাবান দাও, সে ময়লা ছাড়বে না। কারণ কয়লা হলো একমাত্র জিনিস, যেইটা গোসল করালেও ফর্সা না হয়ে আরো কালারফুল হয়।কয়লা বলে আমি কালা ছিলাম, কালা আছি,কালাই থাকব। হেয়ার কালার পাল্টায় তবে আমি না।তাকে যদি পার্লারে নিয়েও যাও, সে বলবে আমি কয়লা মশা মারার কয়েল না যে ঘুরলেই বদলাই।
কয়লা ধুলে ময়লা যায় না, কারণ সে সারা জীবন শুধু BBQ-তেই ব্যস্ত থাকে, স্নানের টাইমই পায় না ।
কিংবা,
কয়লা ধুলে ময়লা যায় না, কারণ সে নিজেই ময়লা।তাকে ধোয়ার মানে তো ঠিক যেন মাটিকে সাবান দিয়ে পরিষ্কার করার চেষ্টা।