এবিবি ফান প্রশ্ন- ৫৩১ |লোক দেখানো ভালো ব্যবহার এর মাধ্যমে যারা.....

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

লোক দেখানো ভালো ব্যবহার এর মাধ্যমে যারা অন্যকে সরিয়ে নিজে জায়গা করে নিতে চায়।তাদের উদ্দেশ্যে কি বলতে চান?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো এদের একেবারে বয়কট করার পক্ষে!কারণ এরা সত্যিই অমানুষ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

"লোক দেখানো ভালো ব্যবহার করে যাদের লক্ষ্য অন্যকে সরিয়ে নিজের জায়গা করে নেওয়া, তাদের বলবো, ‘ভাই, তুমি যদি এতই ভালো হতে, তাহলে মানুষ তো আর সরিয়ে যেতে না। আর যদি এত ভালোই হও, তাহলে তুমি তো হয়তো জান্নাতের সিটও পেয়ে যাবে, এখানে আমাদের মতো ছোটলোকদের মধ্যে কেন!’" 🤭

 last month 

বাংলা সিরিয়ালে অডিশন দিতে বলব। আর কি? যার যেখানে স্থান। সাধারণ মানুষের জীবনে এসব করে তো তার মূল্য পাবে না৷ তার থেকে সিরিয়াল করা ভালো৷ নাম যশ অর্থ সবই উপার্জন হবে৷

 last month 

একদম ঠিক,এককাজে সব পাবে।

 last month 

লোক দেখানো কাজ এমনিতেই একটি নিন্দনীয় এবং অসৎ কাজ। যারা এগুলো করে তাদেরকে স্বাভাবিক ভাবেই এড়িয়ে চলা উচিৎ। তারা যেকোনো সময় যে কারো ক্ষতি করতে পারে।

তার যখন অন্যদের সরিয়ে নিজে সে জায়গা দখল করতে চায়, তাদেরকে সমুচিত জবাব দেয়া উচিৎ। অন্যথায় প্রশ্রয় পেয়ে যাবে।

 last month 

অন্যায়ের প্রশ্রয় দেয়া নেহাৎ বোকামি।রুখে দাড়াতে হবে।

 last month 

লোক দেখানো ভালো ব্যবহার এর মাধ্যমে যারা অন্যকে সরিয়ে নিজে জায়গা করে নিতে চায়।তাদের উদ্দেশ্যে কি বলতে চান?
প্রথমত আমি বলব লোক দেখানো কোন কাজই ভালো না। এসব সুবিধাবাদী লোক থেকে দূরে থাকা উচিত। তারা পারে না এমন কোন কাজ নেই।

 last month 

আসলেই এরকম সুবিধাবাদী লোকদের থেকে দূরে থাকা উচিত।

 last month 

লোক দেখানো ভালো ব্যবহার এর মাধ্যমে যারা অন্যকে সরিয়ে নিজে জায়গা করে নিতে চায়।তাদের উদ্দেশ্যে কি বলতে চান?

"তাদেরকে প্রতিদিন এক ঘণ্টা করে ‘ভালোবাসার নাটক’ খেলতে হবে, যেখানে তারা একে অপরকে অভিনয় করে প্রেমের কবিতা শোনাবে, কিন্তু কেউ কাউকে কখনও পছন্দ করবে না! আর যদি তারা ভুলে গিয়ে লোক দেখানোর ভালো ব্যবহার করে, তাদেরকে আবারও সবার সামনে গিয়ে 'আমি একজন অভিনয় শিল্পী' বলেও কুর্নিশ করতে হবে, তারপর সবাই তাদের জন্য রেড কার্পেট বিছিয়ে বলবে, 'এটা আরেকটি শো, ভাই!' 🤭🤭 হা হা হা।

 last month 

এদের মুখোশ সবার সামনে নিয়ে এসে উচিত শিক্ষা দেয়া।যাতে করে অন্যের ক্ষতি করে, হক নষ্ট করে নিজে ভালো সাজতে না পারে।

 last month 

তারা সুবিধাবাদী লোক, সবখানে শুধু নিজের সুবিধা খোঁজে এ ধরনের ব্যক্তিবর্গ কে সমাজে আলাদাভাবে চিহ্নিত করে রাখা হোক যেন তাদের দ্বারা কেউ না ঠকে।

 last month 

একদম ঠিক বলেছেন ভাইয়া, এদের সাঁজা দেয়া দরকার।

 last month 

আসলে তারা শুধুমাত্র সব জায়গায় নিজের সুবিধা খুঁজে থাকে।

 last month 

লোক দেখানো ভালো ব্যবহার এর মাধ্যমে যারা অন্যকে সরিয়ে নিজে জায়গা করে নিতে চায়।তাদের উদ্দেশ্যে কি বলতে চান?

লোক দেখানো ভালো ব্যবহার করে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন? মনে রাখবেন, নকল নোটের মতো নকল ব্যবহারও একদিন ধরা পড়ে যায়। তখন আপনার 'জায়গা' টিকটক শব্দ করে ভেঙে পড়বে!

 last month 

এই ধরনের মানুষকে বয়কট করলেই হবে না। গন থাপ্পড়ের অনুষ্ঠান করে তাদেরকে থাপ্পড় মারতে হবে,হা হা হা।😄😅

 last month 

হাহাহা,মজার কথা আর বাস্তব কথা বলেছেন।

 last month 

থাপ্পর মারতে মারতে আবার তাদের মুখ না বাঁকা হয়ে যায়।

 last month 

বর্তমানে এ ধরনের লোক প্রতিটি ঘরে ঘরে রয়েছে। এদের উদ্দেশ্য হচ্ছে অন্যদের ক্ষতি করা এবং নিজে ভালো সাজা। লোক দেখানো ভালো ব্যবহারে যারা নিজের স্বার্থ হাসিল করে, তাদের চিনে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সতর্ক হয়ে নিজের জায়গা দৃঢ় রাখা, যেন তারা আমাদের ব্যবহার করতে না পারে।

 last month 

হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন।

 last month 

একদম বাস্তব বলেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 92603.73
ETH 1769.64
USDT 1.00
SBD 0.86