এবিবি ফান প্রশ্ন- ৩২৪ || ডালের মজা তলে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রশ্নঃ ডালের মজা তলে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর মতামতঃ
ভাইরে শত চেষ্টা করে এর কোন উত্তর আমি পাইনি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ডাল মূলত অনেক বেশি রাগী 😡। সে তার রাগের কারণেই মূলত ভেসে উঠতে পারে না। পানির নিচেই থেকে যায় তাকে যত কিছুই করা হোক না কেন। কোন কিছু দিয়ে নাড়াচাড়া করলেও শেষ পর্যন্ত নিচেই নেমে যায়।
হাহাহা🤣🤣
ডালের তো পানির সাথে ভাব ভালো না। যার কারনে যতই নাঁড়াচাড়া করা হোক ডাল কিন্তু চুপচাপ তলায় গিয়ে বসে থাকে। আর এজন্য ডালের মজাটা তলায়ই থাকে।
আসলেই আপু ডালের সাথে পানির ভাব ভালো না তাই নাড়াচাড়া করা হলেও ডাল নিতে গিয়ে চুপচাপ বসে থাকে।
ডালের মধ্যে যে পুষ্টি থাকে সেই পুষ্টি খুবই চালাক পানির তলদেশে পালিয়ে থাকে সেজন্য ডালের মজা তলদেশে। 🤩🤩
অনেক ভালো বলেছেন আসলেই অনেক বেশি চালাক সে জন্যই ধরা দিতে চায় না।
ওয়াও বন্ধু তুমি কিন্তু বেশ দারুন বলেছো। ডালের আসল পুষ্টিগুণ তো নিচেই থাকে এটা তো বুঝতে হবে।
একদম ঠিক বলেছেন ডাল পানির তলদেশে গিয়ে পালিয়ে থাকে। আর তাকে খোঁজার জন্য তল দেশ পর্যন্ত যেতেই হবে।
আমার তো মনে হয় ডাল একটু গম্ভীর টাইপের। গম্ভীর টাইপের মানুষগুলো যেমন সবার সাথে মিশতে পছন্দ করে না। আর ঠিক তেমনি ডালও উপরে থাকতে পছন্দ করে না। ডালের আবার পানির সাথে ঝামেলা হয়েছিল অনেক আগেই। তাইতো ডাল পানি দেখলেই তলে চলে যায়।
মজা পাইলাম আপু।
ডাল হচ্ছে বাঙালি খাবার, আর বাঙালি তেল দেওয়া এবং নেওয়া দুইটাই পছন্দ করে। তাই বাঙালির সাথে তাল মিলিয়ে ডালের মজা তেলে হয়।হা হা😂😂
ঠিক বলেছেন আপু বাঙালিরা তেল যেমন পছন্দ করে তেমনি ডাল পছন্দ করে। তাইতো তার মিলিয়ে ডালের মজা খোঁজে।
একদমই আপু।বাঙালি বলে কথা
ডালের মজা যতই তলে থাক না কেন তাকে উপরে উঠতেই হয়। চামচ দিয়ে নাড়া দিলেই সে মিশে যায় সর্বত্রই। কেউতো আর ডালের পাতিলের ভেতর অক্সিজেন নিয়ে নেমে তলের ডাল সংগ্রহ করে না যেমন করে ডুবুরিরা সমুদ্রের তলদেশে গিয়ে মণিমুক্তা আহরণ করে।😜 তাই বলা যায় ডালের মজা তলে হলেও উপরের পানি ছাড়া উপায় নাই।☺️
কারন ডালের উপরে পাতলা জল থাকে আর নীচে গাড় স্বাদ।তো শুধু শুধু জল চুমুক দেওয়ার থেকে তলের গাড় মজাটাই তো ভালো!কমসে কম তাতে সঙ্গে কিছু মিলবে তো, হি হি
ডালের উপরের অংশে শুধু পানি থাকে আর নিচের অংশে ঘন ডাল জমা হয় তাই বলা হয় ডালের মজা তলে।
ডাল দিয়ে তেল তৈরি হয়, রান্না করলে তেল গুলো উপরে ভেসে ওঠে। আর ডালের নির্যাস গুলো নিচে থেকে যায়। এজন্যই ডালের মজা তলে।
ভালো ব্যাখ্যা।🥹
ডালে দেওয়া মসলাগুলো সব তলায় গিয়ে লুকিয়ে পড়ে, সেইজন্যেই ডালের মজা তলায় পাওয়া যায়। যাইহোক, মসলা যতই চালাক হোক, আমরা তো আর কম চালাক নই! আমরা ডালের তলা থেকেই তাদের খুঁজে এনে মজা দিয়ে উপভোগ করে থাকি।