এবিবি ফান প্রশ্ন - ৫৪৯ || আমাদের সহ-প্রতিষ্ঠাতার জন্মদিনে, কি শুভেচ্ছা বার্তা জানাতে চাইবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আমাদের সহ-প্রতিষ্ঠাতার জন্মদিনে, কি শুভেচ্ছা বার্তা জানাতে চাইবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সহ-প্রতিষ্ঠাতা ব্ল্যাকস-কে 👑 জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আরো সমৃদ্ধি আসুক, সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। আর আমাদের, কমিউনিটিকে এইভাবে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো। 💞
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শুভ জন্মদিন ছোট দাদা 💜 আপনার দূরদর্শী চিন্তা ও অক্লান্ত পরিশ্রম আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস। আপনার নেতৃত্বে আমরা প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছাতে পারছি। এই দিনটি হোক আপনার জীবনের আরও একটি মাইলফলক।
0.00 SBD,
3.67 STEEM,
3.67 SP
সহ-প্রতিষ্ঠাতা ব্ল্যাকস দাদাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 👑 💐
সৃষ্টিকর্তার কাছে দাদার জন্য দীর্ঘায়ু কামনা করছি।
দাদার আগামী প্রতিটি দিন পরিবারের সঙ্গে সুস্থ এবং সুখে শান্তিতে যেন কাটাতে পারেন এই কামনায় ব্যক্ত করছি এবং কমিউনিটিকে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে নিয়ে যান সে আশাই করি। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
0.00 SBD,
3.66 STEEM,
3.66 SP
প্রিয় ব্ল্যাকস দাদাকে জন্মদিনের রিমঝিম বর্ষার কদম ফুলের শুভেচ্ছা জানাই। জন্মদিনের এই শুভক্ষণে হৃদয়ের প্রত্যাশা রইলো সৃষ্টিকর্তা তাকে এমন মানুষ হিসেবে পরিণত করুক যেন তার হৃদয় হয় মানবিক । মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। সত্যকে আঁকড়ে ধরবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মিথ্যা জুলুম শোষণকে ঘৃণা করবে মন থেকে। তার ঠোঁটের হাসিতে যেন অন্যেরা মুখে হাসি ফুটায়। তার চোখের জলে যেন অন্যদের চোখে শ্রাবণ নামে। তাকে যেন সবাই ভালোবাসে কোন কিছু পাওয়ার জন্য নয় নিঃস্বার্থ ভাবে অন্তরের মায়াতে। পৃথিবীর সেরা ধনী হতে না পারলেও যেন তিনি হতে পারে মানবিক হৃদয়ের আধার রাতের পূর্ণিমার আলো। যে আলোতে আলোকিত হবে হাজারো মানুষ। মানুষ হিসেবে তার ক্ষণস্থায়ী জীবন অবসানে তাকে যেন মানুষ মনে রাখে শতাব্দী পর থেকে শতাব্দী । তার রেখে যাওয়া ভালো কাজ গুলো যেন ভেসে উঠে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে।
0.00 SBD,
3.64 STEEM,
3.64 SP
প্রিয় ছোট দাদা,
বছরে ৩৬৫ দিনের মধ্যে আজকের এই স্পেশাল দিনে আপনি ধরায় এসেছিলেন। ধরা দেখেছিলো আপনার মত একজন সৎ,নির্ভীক,দয়ালু এবং শিষ্টাচার মানুষ। ফলশ্রুতিতে আমরা পেয়েছি আপনার মত একজন নেতা। তাই স্রষ্টার কাছে এই প্রার্থনাই করছি, আপনার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক। জীবনটা হয়ে উঠুক পুষ্প সজ্জিত, আগামীর পথ চলা হোক সুগম এবং পরিমার্জিত। দুঃখ কষ্টরা সব নিপাত যাক সুখে শান্তিতে ভরে উঠুক আপনার জীবন। মিলেমিশে থাকুন আপনার পরিবারের সাথে। সেই সাথে কামনা করছি আগামীতেও আপনি আমাদেরকে এভাবেই নেতৃত্ব দিয়ে যাবেন। স্রষ্টার কাছে আজকের এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করছি প্রিয় দাদা।
শুভ জন্মদিন শ্রদ্ধেয় ছোট দাদা।🎂🎂🎂
0.00 SBD,
3.63 STEEM,
3.63 SP
প্রথমেই ছোট দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি "শুভ জন্মদিন দাদা"। আর পরের বছর জন্মদিনের আগেই যেন দাদার পরিবারে নতুন অতিথি আসে এই কামনাই করি।
0.00 SBD,
3.62 STEEM,
3.62 SP
আপনার জন্মদিনে জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা।
আপনার মেধা, নেতৃত্ব ও দূরদর্শিতার ছোঁয়ায় কমিউনিটি আজ এগিয়ে চলছে সাহসিকতার পথ ধরে। আপনি শুধু একজন সহ-প্রতিষ্ঠাতা নন—আপনি আমাদের প্রেরণা, আমাদের শক্তি।
এই বিশেষ দিনে প্রার্থনা করি—আপনার জীবন হোক আনন্দ, শান্তি ও সফলতায় পূর্ণ।
আপনার প্রতিটি দিন হোক নতুন সম্ভাবনায় ভরপুর এবং আপনার স্বপ্নগুলো হোক বাস্তবতার চেয়েও সুন্দর।
ভালো থাকুন, এগিয়ে চলুন—আমরা আছি আপনার পাশে সবসময়।
আবারও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
সহ-প্রতিষ্ঠাতা ছোট দাদাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 💐প্রতিটি মুহূর্ত রঙিন হোক খুশিতে ও আনন্দে।শুভকামনা অফুরন্ত।
উনার জন্য অনেক অনেক দোয়া রইল। দোয়া করি সব সময় তিনি যেন ভালো এবং সুস্থ থাকেন। এভাবেই যেন সুখে দিন কাটাতে পারেন🙂। উনার দীর্ঘায়ু কামনা করি। আমাদের সবার প্রিয় সহ-প্রতিষ্ঠাতা ব্ল্যাকস দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা🥰🤗।
সুন্দর আয়োজন, এটা ভালো লাগার মত তবে আমি এখানে সক্রিয় সদস্য নই।
এইমাত্র এখানে উপস্থিত হয়েছি, তাই অংশগ্রহণের সাহস দেখালাম না। তবুও বলবো জন্মদিনে জীবনের সবথেকে বেশি খুশি হওয়ার মতো জিনিসটি আপনি অর্জন করুন এবং দিনটি আপনার ভালো কাটুক।
প্রথমেই দাদাকে অনেক অনেক অভিনন্দন জানাই উনার জন্মদিনের জন্য। দাদার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দোয়া করি তিনি যেন অনেক সুখী এবং সুস্থ থাকেন।