"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৯০ [ তারিখ : ০৬ - ০৩ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @aongkon
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- অংকন বিশ্বাস। জাতীয়তা- বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা- বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন। তিনি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করে। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার- ২০২২ সালের আগস্ট মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বান্দরবান ভ্রমণ- নীলাচলের নীলাচল থেকে বিন্ন চালের পিঠা খাওয়া। by @aongkon( date 04.03 .2025 )
বেশিরভাগ সময়ই রেসিপি কন্টেন্ট গুলোই আমাকে বেশি আকৃষ্ট করে। আমি নিজেও একজন ভ্রমণ প্রেমী মানুষ। হঠাৎ সুন্দর একটি ভ্রমণের পোস্ট চলে আসলে সামনে। মজার বিষয় হচ্ছে এই বিন্নি চালের পিঠা যে খেয়েছে সে আমাদের সাথে একই ট্যুরে ছিল। আজকে পোষ্টের মধ্যে দেখতে পারলাম সে এগুলো খেয়ে আসছে, কিন্তু আমি জানতাম না। আজ পোস্ট দেখে তবেই জানতে পারলাম।
চাউলের কালার টা দেখেছেন? ভীষণ সুন্দর না? লোভ লাগছে আমার এখন দেখে। যাই হোক ভ্রমনটা সুন্দর ছিল আর বিন্নি চালের পিঠার স্বাদের এক্সপিরিয়েন্স নেওয়ার ব্যাপারটাও সুন্দর ছিল। পিঠা খাওয়া শেষ করে তারা নাকি আবার রং চা-ও খেয়েছে। পোস্ট পড়ে বুঝতে পারলাম। এটা যদি আগে জানতাম পরে আমি যখন কফির অর্ডার দিলাম তখন ওদের জন্য কফি অর্ডার দিতাম না। ব্যাপারটা মনে থাকলো। ফিচার পোস্ট হিসেবে সিলেক্ট করে আরো বেশি করে মনে রাখলাম। 😡
আজকে অংকন দাদার সুন্দর একটি ভ্রমণ পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত হয়েছে দেখে খুব ভালো লাগলো। তবে বেশি ভালো লেগেছে ভাইয়া আপনার লেখাগুলো। একসাথে ঘুরতে গিয়েও তারা এত কিছু খেলো আপনাকে কিছুই বলেনি।ফিচারড পোস্ট হিসেবে সিলেক্ট করে মনে রাখার ব্যাপারটা দারুন।
মাননীয় @rex-sumon ভাই আমার বাংলা ব্লগের প্রথম আনকমন ফিচারড আর্টিকেল হিসাবে আমার পোস্ট মনোনীত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিন্নি চাউলের পিঠা খাবার এতদিন পরেও মনে হচ্ছে আবার বদ হজম হচ্ছে। ফিচারড আর্টিকেল পোস্টটা পড়ার পরে পেটের ভিতরে পিঠাগুলো লাফালাফি করছে। আমার মত ওরাও বলছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন।
অংকন ভাইয়ের ভ্রমণ পোস্টগুলি সবসময় আমার বেশ ভালো লাগে। আর যে পোস্টটি এখানে ফিচার হিসেবে নির্বাচিত হয়েছে, সেটিও একেবারে যোগ্যতম একটি পোস্ট। তিনি সবসময় ভীষণ সুন্দর করে বেড়ানোর সমস্ত টুকিটাকি ডিটেল ব্লকের মধ্যে তুলে আনেন। ভাইকে অনেক অভিনন্দন জানাই।
অংকন ভাইয়ার অনেক সুন্দর একটা পোস্ট আজকের ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে, এটা দেখেই খুব ভালো লেগেছে। উনার এই ভ্রমণ পোস্টটি সত্যি খুব সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
ফিচার্ড আর্টিকেলে অঙ্কন ভাইয়ের দারুন একটি পোস্ট সিলেট করা হয়েছে। পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।ভাইয়ার ভ্রমণ পোস্টটি সত্যিই অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।