"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬২৫ [তারিখ : ১৪/০৪/২০২৫]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মনিরা মুন্নী। জাতীয়তা- বাংলাদেশী। শখ- পেইন্টিং করা, গল্প লিখা, কবিতা লিখা, বাগান করা ও পাখি পালন করা। বৈবাহিক অবস্থান-বিবাহিতা। শিক্ষাগত যোগ্যতা-ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করেছিলেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
লাইফস্টাইল-ঈদের দিনের সকালবেলার কিছু সুন্দর মুহূর্ত । @monira999 (তারিখ: ১৪/০৪/২০২৫)
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উদযাপনা, ঈদ মানে হচ্ছে পরিবারের সকলে একত্রিত মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ঠিক তেমনি আজ ফির্চাড পোস্টে আজকে স্থান পেয়েছে এই ঈদের আনন্দ। পোস্টে মনিরা আপু তার ঈদের সকাল বেলার অনুভূতিগুলো এই পোষ্টের মধ্যে ভালোভাবেই ব্যক্ত করেছেন।
ঈদের প্রথম দিনই তিনি বাবার বাড়িতে চলে গেছেন এবং গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলেন। সেই সাথে নদী দেখতেও গিয়েছিলেন কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল না। হয়তো কিছুদিন পরেই সেই নদীতে আবার পানি ফিরে আসবে। তবে পরিবার পরিজনের সাথে এবং গ্রাম বাড়িতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার মজাটাই অন্যরকম ছিল। সে সব অনুভূতিগুলোই তিনি এই পোস্টের মধ্যে ভালোভাবে উপস্থাপন করেছেন।
সব মিলিয়ে ঈদের আনন্দ তিনি আমাদের সাথেও ভাগাভাগি করতে চেয়েছেন তাই এই পোস্টটিতে তিনি ভালোভাবেই সব বিষয়গুলো উপস্থাপনা করেছেন। সবমিলিয়ে আজকের এই পোস্টটি ফিচার্ড পোস্ট হিসাবে মনোনীত করা হলো।
ঈদের দিনের এরকম ঘোরাঘুরি গুলি মনের মধ্যে একেবারে স্মৃতি হয়ে থেকে যায়। মনিরা আপুর এই পোস্টটি ফিচার পোস্ট হিসেবে দেখতে পেরে ভালই লাগলো। চমৎকার একটি পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ঈদের দিনের আনন্দটা সত্যি অন্যরকমের ছিল। গ্রামের দিকে ঘুরতে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি আর মুহূর্তগুলো দারুন কেটেছিল।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদের আনন্দগুলো আমাদের সকলের হৃদয়ে থেকে যায়। ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।ঈদের বেশ সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।