"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮২ [ তারিখ : ২৫ - ০২ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। তিনি অনার্সের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর ভালোলাগা। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি। by @bristy1 ( date 24.02 .2025 )

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগে তো ভিন্নরকম ডাই প্রজেক্ট শেয়ার করা হয় যেটা আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা হয়ে থাকে। আসলে আমরা আমাদের ক্রিয়েটিভিটি গুলোকে ডাইপ্রজেক্টের মাধ্যমে শেয়ার করে থাকি। আর ঠিক তেমনি আজকেও আমি একটা ক্রিয়েটিভ ডাই প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা হলো আর্টিফিশিয়াল পাতাবাহার গাছ। যদিও পাতা বাহারের বিভিন্ন রকম রং বা বৈশিষ্ট্য আছে। তবে আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকম ভাবেই পাতা বাহার তৈরি করতে। মাঝখানে একটা ফুল দিয়েছিলাম যাতে করে দেখতে আরো সুন্দর লাগে। আমি এক্ষেত্রে মাস্কিং টেপ,তার এবং ককশিট তার পাশাপাশি মাটির একটা কাপ ব্যবহার করেছি। যাতে করে এগুলো খুব সুন্দর করে টবের মতো আকৃতি দেয়া যায়। দোকানে গেলে কিংবা বিভিন্ন ক্রোকারীজ শপে বা বিভিন্ন জায়গায় এখন আর্টিফিশিয়াল ফুল গাছগুলো অনেক বেশি দেখা যায়। এরকম পাতাবাহার গাছগুলোও অনেক দেখা যায়। তাই ভাবলাম মাস্কিং টেপ দিয়ে আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি করার চেষ্টা করা যাক। সেই চেষ্টা অনুযায়ী গতকাল রাতে বসে এটা তৈরি করেছিলাম। আর ভাবলাম আজকে সকাল সকাল আপনাদের মাঝে এই ডাই প্রজেক্টটা শেয়ার করে ফেলি।--


DIY কনটেন্ট এমন একটি কন্টেন্ট যেটা বাংলা ব্লগের প্রথম কোয়ালিটি কন্টেন্টের সূচনা ঘটায়। কমিউনিটি জুড়ে কোয়ালিটি কন্টেন্টের অভাব ছিল। যে যার ইচ্ছামত পোস্ট করতো, তেমন কোন সুন্দর ইভেন্ট ছিল না। এরপর দাদা সিদ্ধান্ত নিলেন ডাই পোস্টের একটা ইভেন্ট চালু করবেন।

ইভেন্ট চালু করার পর এতটাই সাড়া পাওয়া যায়, যার প্রমাণ এখনো কমিউনিটিতে দৃশ্যমান। বাংলা ব্লগের ইউজাররা এত সুন্দর সুন্দর ডাই উপহার দিয়েছেন এখন পর্যন্ত যা না দেখলে বিশ্বাস করা সম্ভব না। কিছু ইউজার আছে যারা নিয়মিতই অনেক কোয়ালিটি সম্পন্ন ডাই পোস্ট শেয়ার করেন। এমনই একজন ইউজার বৃষ্টি আপু।

তিনি অনেক সুন্দর একটি আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি করেছেন। এ ধরনের ডাই বানাতে সুন্দর একটি চিন্তাশক্তি এবং ধৈর্যের প্রয়োজন হয়। পারদর্শিতার ব্যাপার তো আছেই। আর্টিফিশিয়াল এই পাতাবাহারটি ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য দারুন একটি শোপিস হিসেবে কাজ করবে। অথরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই কনটেন্টি উপর দেওয়ার জন্য।


2.PNG

ছবিটি bristy1 আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 19 hours ago 

চমৎকার একটি ক্রিয়েটিভিটি সম্পন্ন পোস্ট কে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। বৃষ্টি আপুকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদও জানাচ্ছি তার এই ক্রিয়েটিভিটি কে আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তার কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।

 19 hours ago 

দারুন একটি পোস্ট আজ ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করা হয়েছে। আপু সব সময় দারুন দারুন সৃজনশীল পোস্ট কমিউনিটিতে শেয়ার করেন। অভিনন্দন বৃষ্টি আপুকে। সেই সাথে অপেক্ষায় রইলাম আরও নতুন নতুন সৃজনশীল ব্লগ দেখার।

 5 hours ago 

চমৎকার একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করা হয়েছে। বৃষ্টির আপুর পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অভিনন্দন বৃষ্টি আপুকে।আর্টিফিশিয়াল পাতাবাহার গাছটি সত্যিই অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 5 hours ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা ডাই পোস্ট দেখলাম। বৃষ্টি আপু অনেক সুন্দর করে এই ডাই তৈরি করেছে। আপুর তৈরি করা এই আর্টিফিশিয়াল পাতাবাহার দেখতে দারুন লাগছে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 hours ago 

অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের এই ফিচার্ড আর্টিকেলে। পোস্টটা কিন্তু খুবই দারুণ ছিল। বৃষ্টি আপু নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি হয়েছে। আর এটা অনেক বেশি সুন্দর ছিল। উনার এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করেছেন এজন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 89055.55
ETH 2487.96
USDT 1.00
SBD 0.70