"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮২ [ তারিখ : ২৫ - ০২ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। তিনি অনার্সের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর ভালোলাগা। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি। by @bristy1 ( date 24.02 .2025 )
DIY কনটেন্ট এমন একটি কন্টেন্ট যেটা বাংলা ব্লগের প্রথম কোয়ালিটি কন্টেন্টের সূচনা ঘটায়। কমিউনিটি জুড়ে কোয়ালিটি কন্টেন্টের অভাব ছিল। যে যার ইচ্ছামত পোস্ট করতো, তেমন কোন সুন্দর ইভেন্ট ছিল না। এরপর দাদা সিদ্ধান্ত নিলেন ডাই পোস্টের একটা ইভেন্ট চালু করবেন।
ইভেন্ট চালু করার পর এতটাই সাড়া পাওয়া যায়, যার প্রমাণ এখনো কমিউনিটিতে দৃশ্যমান। বাংলা ব্লগের ইউজাররা এত সুন্দর সুন্দর ডাই উপহার দিয়েছেন এখন পর্যন্ত যা না দেখলে বিশ্বাস করা সম্ভব না। কিছু ইউজার আছে যারা নিয়মিতই অনেক কোয়ালিটি সম্পন্ন ডাই পোস্ট শেয়ার করেন। এমনই একজন ইউজার বৃষ্টি আপু।
তিনি অনেক সুন্দর একটি আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি করেছেন। এ ধরনের ডাই বানাতে সুন্দর একটি চিন্তাশক্তি এবং ধৈর্যের প্রয়োজন হয়। পারদর্শিতার ব্যাপার তো আছেই। আর্টিফিশিয়াল এই পাতাবাহারটি ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য দারুন একটি শোপিস হিসেবে কাজ করবে। অথরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই কনটেন্টি উপর দেওয়ার জন্য।
চমৎকার একটি ক্রিয়েটিভিটি সম্পন্ন পোস্ট কে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। বৃষ্টি আপুকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদও জানাচ্ছি তার এই ক্রিয়েটিভিটি কে আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তার কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।
দারুন একটি পোস্ট আজ ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করা হয়েছে। আপু সব সময় দারুন দারুন সৃজনশীল পোস্ট কমিউনিটিতে শেয়ার করেন। অভিনন্দন বৃষ্টি আপুকে। সেই সাথে অপেক্ষায় রইলাম আরও নতুন নতুন সৃজনশীল ব্লগ দেখার।
চমৎকার একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করা হয়েছে। বৃষ্টির আপুর পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অভিনন্দন বৃষ্টি আপুকে।আর্টিফিশিয়াল পাতাবাহার গাছটি সত্যিই অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।
আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা ডাই পোস্ট দেখলাম। বৃষ্টি আপু অনেক সুন্দর করে এই ডাই তৈরি করেছে। আপুর তৈরি করা এই আর্টিফিশিয়াল পাতাবাহার দেখতে দারুন লাগছে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের এই ফিচার্ড আর্টিকেলে। পোস্টটা কিন্তু খুবই দারুণ ছিল। বৃষ্টি আপু নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি হয়েছে। আর এটা অনেক বেশি সুন্দর ছিল। উনার এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করেছেন এজন্য ধন্যবাদ।