"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৯৩ [তারিখ: ০৯-০৩-২০২৫]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর বড় একটা শখ। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।তিনি ২০২১ সালে স্টিমিটে যুক্ত হয়েছেন।তার স্টিমিট জার্নি ৩বছর চলছে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-03-09 163426.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


fbgfbgf.jpg

ভ্রমণ-:ডিসি পার্কে নৌকা প্রদর্শনীর মুহূর্তগুলো। by @bristy1(০৯/০৩/২০২৫ )

গত সপ্তাহে আপনাদের মাঝে ডিসি পার্কে ঘোরাঘুরি করার মুহূর্তটা শেয়ার করেছিলাম। যেখানে ছিল ফুলের বাহার। তবে অনেকগুলো ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। কিন্তু সেই ফটোগ্রাফি গুলো চেষ্টা করবো রেনডম ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তবে আজকে ডিসি পার্কে ঘুরাঘুরি করার আরেকটা পর্ব শেয়ার করব। এই পর্বে থাকবে নৌকা প্রদর্শনী নিয়ে বিভিন্ন রকম ফটোগ্রাফি। যেখানে অনেক রকমের নৌকা, হাজার হাজার বছর পুরনো নৌকাগুলো প্রদর্শনী করে রাখা হয়েছে।ডিসি পার্কের ফুলের বাগানের একদম শেষের দিকে এ প্রদর্শনীর আয়োজনটা করা হয়েছে। বিশাল আকারের জায়গা জুড়ে ডেকোরেট করা হয়েছে। জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দূর থেকে দেখেই সে দিকে গিয়েছিলাম। তবে প্রচন্ড রোদ ছিল। রোদের কারণে অনেক বেশি অসহ্য লাগছিল। যাইহোক সেখানে গিয়ে বাইরে থেকে বেশ কিছু ফটোগ্রাফি করা শুরু করে দিলাম। আসলে ভেতরে যাওয়ার অনুমতি নেই। ভেতরে গেলে অনেক মানুষ ঢুকে যাবে আর নৌকাগুলো যে কোন ভাবে নষ্ট করে ফেলবে। সে জন্যই মূলত ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। ....


আজকে ফিচার্ড আর্টিকেলে দারুণ একটি ভ্রমণ পোস্টকে স্থান দেওয়া হয়েছে। বৃষ্টি ম্যাডাম আমাদের কমিউনিটিতে একজন সুপরিচিত ভেরিফাইড মেম্বার। তিনি সবসময়ই সুন্দর সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকেও অসাধারণ একটি পোস্ট করেছেন। তার এই পোস্টটা হলো ডিসি পার্কের নৌকা প্রদর্শনীকে ঘিরে।

ডিসি পার্কে এত সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যেটা আপুর পোস্টের মাধ্যমে জানতে পারলাম।আসলে সচরাচর এমন প্রদর্শনী গুলো দেখা যায় না।ফুলের রাজ্যে এত সুন্দর করে হাজার হাজার বছরের পুরনো নৌকাগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দেখেই অবাক লাগলো।কারণ এখানে ছোট বড় অনেক ধরনের এবং ডিজাইনের নৌকার ছবি তিনি শেয়ার করেছেন। আসলে এমন নতুন কিছু দেখলে এমনিতেই ভালো লাগে। আপুর পোস্টে তিনি সবকিছু খুব সুন্দর করে আলোচনা করেছেন। আর সবদিক বিবেচনা করে আজকে এই নৌকা প্রদর্শনীর পোস্টটাকে ফিচার্ড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে।


dfsdfds.jpg

ছবিটি @bristy1 আপুর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Sort:  
 4 days ago 

আজকের ফিচার্ড আর্টিকেল পোস্টে আমার নামটা দেখতে পেরে খুবই ভালো লাগছে। আসলে নৌকা প্রদর্শনীর মুহূর্তগুলো খুব সুন্দরভাবে উপভোগ করেছি। সেখানে দারুন দারুন কিছু নৌকা ছিল। যদিও সবগুলো তুলে ধরতে পারিনি। তবে যতটুকু পেরেছি ততটুকুতেই অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক আমার পোস্টটা ফিচার্ড হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 days ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে বৃষ্টি আপুর সুন্দর একটা পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপু ওনার ভ্রমণ পোস্টটা অনেক সুন্দর করে তুলে ধরেছিলেন। পোস্টটা যদিও পড়া হয়নি, তবে ফিচারডে দেখে ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 days ago 

বৃষ্টি আপুর এই পোস্টটি সত্যিই দারুণ ছিলো। ডিসি পার্কে খুব সুন্দর সুন্দর নৌকা প্রদর্শনী করা হয়েছিল তখন। বেশ ভালো লেগেছিল পোস্টটি দেখে। যাইহোক এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 81053.42
ETH 1873.17
USDT 1.00
SBD 0.73