"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮০[ তারিখ : ২৩.০২.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nevlu123


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - ইমদাদ হোসেন নিভলু। স্টিমিট আইডি- @nevlu123।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে তিনি স্টিমিট এ কাজ করেন। এই প্লাটফর্মে জয়েন করেন শখের বসে। জাতিগতভাবে তিনি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে বাঙালি।উনার সবচেয়ে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে, সে সাথে আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার। শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


Screenshot_2025-02-24-15-05-50-103-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovrpSN27KVDepeKuukzFDEwCoY8U3NQCkAjieFT53TDmV3S5cYn2JGizyGrN7AXofYeDA3qm7SaYtDwCPAkFa8N2J.jpeg

২০২৪ সালের টপ এমাউন্ট পাওয়ার আপকারী হিসেবে সম্মাননা পদক। ... @nevlu123 (24.02.2025 )

আসলে এই পোস্টটি অনেক আগেই করার কথা ছিল তবে ফটোগুলো উঠানোর পরে ভুলে গিয়েছিলাম পোস্ট করতে। হঠাৎ গ্যালারিতে ফটো খুঁজতে খুঁজতে এই ফটোগুলো চোখে পড়লো সাথে সাথে ..


পাওয়ার আপ কতো বেশি প্রয়োজনীয় এটা আমরা শুরুতে অনেকেই বুঝতে পারি না। কিন্তু যতো দিন যায় ততো সেটার গুরুত্ব আমরা ধীরে ধীরে বুঝতে পারি। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে পাওয়ার ডাউন দিতেই সবচেয়ে বোধহয় বেশি পছন্দ করি। তবে এক্ষেত্রে আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজার কিংবা আমার বাংলা ব্লগ পুরো কমিউনিটি একেবারেই ব্যতিক্রম। অর্থাৎ আমার বাংলা ব্লগ কমিউনিটির কেও ই এটা খুব একটা পছন্দ করেন না।

আসলে পাওয়ার আপ মানে হলো আমাদের ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় করে রাখা। যে সঞ্চয় আমাদেরকে শক্তি যোগাবে কিংবা যে সঞ্চয় আমাদেরকে আসলে খুব ভালোভাবে ব্যাকআপ দিবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমরা সেটা করতে চাই না। অর্থাৎ পাওয়ার আপ করতে কিন্তু বেশ অনেক সময় লাগে। অর্থাৎ ধীরে ধীরে পাওয়ার আপ করলেই কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এর এসপি আমাদের অ্যাকাউন্টে জমা হয়। তো এটা আসলে উনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সে কারণেই কিন্তু উনি এই পুরস্কার পেয়েছেন। আসলে আজকে এই আর্টিকেলটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার একমাত্র কারণ হলো, উনার এই কাজের প্রশংসা করার জন্য এবং সেই সাথে যারা নতুন রয়েছে উনারাও যেনো এর মর্ম কিংবা গুরুত্ব বুঝতে পারে সে কারণে। আশা করছি সকলেই উনার এই কাজটি থেকে কিংবা এই পাওয়ার আপ করার মনোভাব থেকে অনুপ্রাণিত হয়ে প্রতি মুহূর্তে কিছু কিছু পাওয়ার আপ করার চেষ্টা করবে। এতে করে আমরা সকলেই আসলে সমৃদ্ধশালী হতে পারবো।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovrpSN27KVDepeKuukzFDEwCoY8U3NQCkAjieFT53TDmV3S5cYn2JGizyGrN7AXofYeDA3qm7SaYtDwCPAkFa8N2J.jpeg

ছবিগুলো @nevlu123 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last month 

নেভলু ভাই ২০২৪ সালের সেরা পাওয়ার আপ প্রতিযোগী হিসাবে স্মারক পেয়েছিলেন এবং সেই পোস্ট আমাদের সকলের সঙ্গে শেয়ার করেছেন। আর সেই পোস্ট যখন ফিচার হিসেবে নির্বাচিত হয় তখন একেবারে যোগ্য পোস্ট বলেই মনে হয়। সুন্দর একটি পোস্টকে ফিচার হিসেবে নির্বাচিত করা হলো বলে খুব ভালো লাগছে। ভাইয়ের পোস্টগুলো আমার সব সময় ভালো লাগে।

 last month 

বেশ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ২০২৪ সালে নেভলু ভাই পাওয়ার আপ প্রতিযোগিতা পুরস্কৃত হয়েছেন সেই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই পোস্টটি দেখে সকলের পাওয়ার আপ করার প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে।

 last month 

পাওয়ার আপ করা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আর পাওয়ার আপ করে নিজেকে স্বাবলম্বী করা সম্ভব।যাইহোক এই পোস্টটি ফিচারড আর্টিকেলের জন্য মনোনীত করাতে অনেক বেশি আনন্দিত হলাম।অনেক অনেক ধন্যবাদ।

 last month 

নেভলু ভাইকে অভিনন্দন জানাচ্ছি ২০২৪ সালে টপ এমাউন্ট পাওয়ার আপ কারি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। তার এই অনুভূতিমূলক পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করে আমাদের সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যেকেরই উচিত পাওয়ার আপ এর প্রতি মনোযোগী হওয়া। যাতে ভবিষ্যতে ভালো কিছু পাওয়া যায়।

 last month 

নেভলু ভাইকে অভিনন্দন জানাচ্ছি ২০২৪ সালে টপ এমাউন্ট পাওয়ার আপ কারি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। তার এই অনুভূতিমূলক পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করে আমাদের সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যেকেরই উচিত পাওয়ার আপ এর প্রতি মনোযোগী হওয়া। যাতে ভবিষ্যতে ভালো কিছু পাওয়া যায়।

 last month 

একদম ঠিক বলেছেন এই ধরনের পোস্ট যদি ফিচারড এর জন্য মনোনীত হয় তখন বাকিরা দেখে অনুপ্রেরণা পায়। আর পাওয়ার আপ করতে উৎসাহিত হবে। ধন্যবাদ ফিচারড পোস্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা পোস্ট দেখা মাত্রই আমার অনেক ভালো লেগেছে। পাওয়ার আপ করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়ার এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে, এটা অনেক ভালো ছিল। অনেক অনেক অভিনন্দন জানাই ভাইয়া কে। ধন্যবাদ এই পোস্ট সিলেক্ট করার জন্য।

 last month 

আসলে আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। কারণ স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ মেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের কোনো বিকল্প নেই। যাইহোক নেভলু ভাই এক সিজনে সর্বোচ্চ অ্যামাউন্টের পাওয়ার আপ করেছে। এই পোস্টটি আজকে পড়েছিলাম। এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82238.60
ETH 1635.86
USDT 1.00
SBD 0.71