"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮৫ [ তারিখ : ২৮ - ০২ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম তানজিমা। তিনি একজন বাংলাদেশী। তিনি মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করেস। তিনি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছেন। তিনি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করেন। আবার তিনি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করেন। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করেন। তিনি স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালেন আগষ্ট মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
পাউরুটি দিয়ে ভিন্ন স্বাদের বিকালের নাস্তা রেসিপি by @tanjima ( date 28.02 .2025 )
আজকে ফিচার্ড আর্টিকেলে দারুণ একটি রেসিপি পোস্টকে স্থান দেওয়া হয়েছে। তানজিমা ম্যাডাম আমাদের কমিউনিটিতে একজন সুপরিচিত ভেরিফাইড মেম্বার। তিনি সবসময়ই সুন্দর সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকেও অসাধারণ একটি পোস্ট করেছেন। তার এই পোস্টটা আমার অনেক ভালো লেগেছে কারন আমি ও ভোজন প্রেমী মানুষ।
রেসিপি পোস্ট সব সময় আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আজকের এই রেসিপি পোস্ট শুধুমাত্র একটি রেসিপি পোস্ট নয় বরঞ্চ একটি বিকেলের নাস্তা। যেটা আসলেই স্বাস্থ্যসম্মত এবং সকলেই অনেক বেশি পছন্দ করবেন। তিনি প্রত্যেকটি ধাপ অনেক চমৎকারভাবে এই পোস্টের মধ্যে বিশ্লেষণ করেছেন এবং খুব পরিকল্পিতভাবেই সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এছাড়াও তিনি তার পোষ্টের মধ্যে বাইরের খাবার সম্পর্কেও কিছু তথ্য শেয়ার করেছিলেন। বাহিরের খাবার আমাদের সকলের জন্যই অনেকটা বেশি ক্ষতিকর এর জন্য আমরা বাসার মধ্যে খুব সহজেই স্বাস্থ্যসম্মত নাস্তা তৈরি করতে পারি। তাই আমার কাছে এই বিষয়টি অনেক ভালো লেগেছে। সবকিছু বিবেচনা করে আজকের এই পোস্টটি ফিচার্ড পোস্ট হিসাবে মনোনীত করা হলো।
আজকের ফিচার্ড পোস্টে দারুন একটা রেসিপি পোস্টকে স্থান দেয়া হয়েছে। আসলে রেসিপি পোস্টগুলো বরাবরই ভীষণ ভালো লাগে। আর ভিন্ন রকম রেসিপি হলে তো কথাই নেই। তানজিমা আপু খুব সুন্দর একটা পোস্ট করেছে যেটা আমাদের বিকেলের নাস্তায় সবাই তৈরি করতে পারি। এই পোস্টটাকে ফিচার্ড আর্টিকেলে স্থান দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তানজিমা আপুর এই পোস্টটি ওনার পোস্টেই পড়েছিলাম। খুবই লোভনীয় লাগছিলো তার এই রেসিপিটি। বিকেলের জন্য একেবারে পারফেক্ট একটি নাস্তার রেসিপি তৈরি করেছিলেন তার পরিবারের জন্য। তানজিমা আপুকে অভিনন্দন জানাচ্ছি তার পোস্ট টি ফিচার পোস্ট হিসেবে মনোনীত হওয়ার জন্য।
অনেক দিন পর আমার পোস্ট ফিচারড হয়েছে দেখে খুব ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া এটি শুধু রেসিপিই নয় বরং বিকালের নাস্তার জন্য পারফেক্ট রেসিপি। আমার পরিবারের সবাই খেয়ে খুব মজা পেয়েছিল। তাছাড়া বাহিরের খাবার থেকে ঘরের খাবার বেশি স্বাস্থ্যসম্মত। সেজন্য আমাদের উচিত ঘরের তৈরি খাবার খাওয়া। যাই হোক ধন্যবাদ ভাইয়া আমার রেসিপি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।