"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮৯ [ তারিখ : ০৫ - ০৩ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - তানজিমা।। জাতীয়তা - বাংলাদেশী। পেশাঃ ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছে এবং বর্তমানে একজন গৃহিনী । শখঃ নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে তার খুব ভাল লাগে ,এছাড়াও তাঁর ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ তাঁর । এর বাইরেও তিনি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করে। স্টিমিটে যুক্ত হনঃ ২০২১ সালের অগস্ট মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
গল্প// ভালোবাসার শেষ চিঠি by @tanjima( date 05.03 .2025 )
আমাদের কমিউনিটিতে প্রতিদিন প্রচুর পরিমাণে রেসিপি পোস্ট শেয়ার হলেও গল্প ও অন্যান্য পোস্ট ও শেয়ার করা হয় । তেমনিভাবে তানজিমা আপু যে গল্পটি শেয়ার করেছেন সেটি ছোট হলেও অনেক ভালো একটি গল্প লিখেছেন। আমার অনেক ভালো লেগেছে গল্পটি পড়ে । গল্পটি সারাংশ হচ্ছে এমন,
রুদ্র ও সাদিয়ার প্রেম সমাজের বাঁধায় অসম্ভব হয়ে পড়ে। এক বিকেলে তারা শেষবারের মতো নদীর ধারে দেখা করে, যেখানে রুদ্র সাদিয়াকে একটি চিঠি দেয়। চিঠিতে সে জানায়, ভালোবাসা মানে কষ্ট না দেওয়া, আর তারা একসঙ্গে থাকতে পারবে না। পরদিন সংবাদপত্রে প্রকাশিত হয়, এক তরুণ আত্মহত্যা করেছে, যার পকেটে ছিল আরেকটি চিঠি। সাদিয়া বুঝতে পারে, সেই তরুণ রুদ্র। গভীর শোকে ডুবে থাকা সাদিয়া জানালার পাশে বসে ভাবে—ভালোবাসা কি একসঙ্গে থাকার নাম, নাকি একে অপরের জন্য বিসর্জন? কিন্তু সে জানে, রুদ্র আর কখনো ফিরবে না।
গল্পটি এমন ছিল , আমার বেশ ভালো লেগেছে ।
সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
ফিচারড আর্টিকেলে আমার নাম দেওয়া রয়েছে কিন্তু বিগত সপ্তাহের পোস্টের মধ্যে পূর্ণিমা আপুর পোস্ট রয়েছে, ভাইয়া এটা ঠিক করে নেবেন। যাই হোক আমার লেখা গল্পটি আজ ফিচারড হয়েছে দেখে খুব ভালো লাগলো। কিছ কিছু গল্প থাকে যার মধ্যে বাস্তবের অনেক মিল খুঁজে পাওয়া যায়। এই গল্পটি তেমনি একটি গল্প ছিল। ধন্যবাদ ভাইয়া আমার গল্পটি আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।
আজকের ফিচার্ড হিসেবে তানজিমা আপুর পোস্টে সিলেক্ট করলেও, বিগত সপ্তাহের পোস্ট গুলো পূর্ণিমা আপুর। আশা করি এটা দেখে একটু ঠিক করে নিবেন। তানজিমা আপু অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছে। ওনার পোস্টটা দেখে অনেক ভালো লাগলো। পোস্টটি সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ।