"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৯৮ [ তারিখ : ২৫.১১.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।**
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @sabbirakib
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকেন ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছেন। বিবাহিত এবং একটি পুত্র সন্তান রয়েছে।স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২৪ সালের জুন মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স ৫ মাস চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মেডিসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোক্তা পর্যায়ে ভোগান্তি ... @sabbirakib (25/11/2024 )
আজকে এবিবি ফিচার্ড এর জন্যে যখন পোস্ট বাছাই করছিলাম তখন এই পোস্টের টাইটেলটি নজরে আসে।আর এই পোস্ট এর টাইটেলটে দেখেই মনো হলো যে পোস্টটি বেশ ইনফরমেটিভ হবে।তাই পোস্টটি সম্পূর্ণ পড়ার পর বুঝলাম যে সত্যিই তাই।
আমি মনে করি এই পোস্টটি শুধু সকলের পড়া ই উচিত নয়।এই ব্যাপারে সকলের লেখালেখি করা উচিত,কথা বলা উচিত।কারণ ডাল,ভাত,তেল,সাবান এর দাম যখন হুহু করে বাড়ছে। তখন হয়তো মানুষ দু কেজির জায়গায় এক কেজি কিনছে,দু লিটার এর জায়গায় এক লিটার কিনছে।হয়তো বছরে দুটো ট্যুর এরেঞ্জ করলে এখন একটি করছে।কিন্তু ওষুধ?
প্রথমে এই প্রশ্নটিই আমাদের নিজেদেরকে করা উচিত।আর আশা করি এই প্রশ্নের উত্তর সকলের একই ই হবে।আসলে ওষুধের দাম স্বাভাবিক ভাবে বাড়ছে এমনটাই ধারণা আমার ছিলো।আর ওষুধ এর দাম যে কি পরিমাণ বাড়ছে তা আমিও বেশ ভালো ভাবেই জানি।যেহেতু আমার রেগুলার ওষুধ খাওয়া হয়ে থাকে।তবে উনার পোস্টটি যখন পড়লাম তখন সবটা না বুঝলেও কিছুটা হলেও বুঝতে পেরেছি।সে সাথে ব্যাপারগুলো যে মোটেও স্বাভাবিক নয় সেটাও বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি।আসলে আমাদের দেশের সবকিছুর যা পরিস্থিতি তাতে মানুষ বোধহয় ওষুধ না খেয়েই থাকবে কদিন পর।কারণ?
কারণ এ অনিয়ম দেখার দায় কারোর নেই,কারো নেই দায়িত্ব।আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। দেশ,সমাজ,আইন,নিয়ম নিয়ে আমরা ব্যস্ত নেই।কে ন্যায্য পেলো, পেলো না তা দেখার চেয়ে শুধু 'আমি নিজে' পেলাম কিনা সেটাই মুখ্য বিষয়।তাই সমাজের অসৎ ব্যবসায়ীরা যা ইচ্ছে তাই করে পার পেয়ে যায় আর আমরা দিনশেষে শুধু দেশের দোষ দেই।অথচ যেখানে আমরা নিজেরাই সচেতন নই,নিজেরাই কোনো বিশেষ ব্যাপার ঘটলে সেদিকে নজর দিচ্ছিনা।কারণ মেডিসিনের দাম দিনকেদিন এভাবে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে আমরা কয়জন কথা বলেছি?
আসলে এ ব্যাপারগুলো নিয়ে যতো কথা বলা হবে মানুষ ততো সে বিষয় সম্পর্কে ন্যায়, অন্যায় বুঝতে পারবো।তাই আমি মনে করি এই ব্যাপারটি নিয়ে আলোচনা হওয়া উচিত।আর লেখাটিও বেশ ইনফরমেটিভ ছিলো।অনেককিছু জানতে পারলাম।
ছবিগুলো @sabbirakib এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
ফিচার্ড পোস্ট হিসাবে আমার লেখা মনোনীত হওয়ায় খুবই ভালো লাগছে। এটা ঠিক, এই বিষয়ে আমাদের লেখালেখি করা উচিৎ, আওয়াজ তোলা উচিৎ।
সাব্বির ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছে এই পোস্ট। উনার এই পোস্টটা ফিচার্ডে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে রিপোর্টটা সবার মাঝে উপস্থাপন করা হয়েছে। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
আসলেই আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে যে লেখাটি নির্বাচন করেছেন, সেটি বেশ গুরুত্বপূর্ণ এবং আসলেই সবার ই সোচ্চার হওয়া উচিত এই বিষয় নিয়ে!
ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। আকিব ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট লিখেছেন। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
এই পোস্টটা সবার জন্যই পড়া গুরুত্বপূর্ণ হবে। আর এই পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট। অনেক ধন্যবাদ এটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।