আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ - ফলাফল ঘোষণা ।

in আমার বাংলা ব্লগ6 days ago

Contest-Cover_Results.webp

বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৯ শেষ হয়েছে, বেশ কিছুদিন আগেই । ওই প্রতিযোগিতায় মোট ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল । সবাই বেশ ভালো করেছে । প্রতিযোগিতার বিষয় ছিল ঃ ফসলের মাঠে কৃষকের হাসি। সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন । যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন । যারা হতে পারেননি আশা করছি পরবর্তীতে অন্য কোন প্রতিযোগিতায় আপনারা ভালো করবেন।


প্রতিযোগিতার বিষয় ছিলো :
ফসলের মাঠে কৃষকের হাসি।

প্রতিযোগিতার সময় ছিলো:
২০ ই ফেব্রুয়ারি হতে ২৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছিলো:
সর্বমোট ১০ জন ।

প্রতিযোগিতার ঘোষণার পোষ্ট:
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯


আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ , এর বিজয়ীদের নাম ও পোষ্ট লিংক -
স্থাননামপোষ্ট লিংকপ্রাইজ
১ম@shahid540লিংক৩৫ স্টিম
২য়@abubakar121লিংক২৫ স্টিম
৩য়@bristy1লিংক২০ স্টিম
৪র্থ@ripon40লিংক১৪ স্টিম
৫ম@riyadx2লিংক১২ স্টিম
৬ষ্ঠ@shapladattaলিংক১০ স্টিম
৭ম@tasonyaলিংক৯ স্টিম

বিজয়ীদের পুরস্কার প্রেরণ -

image.png


প্রতিযোগিতাটির স্পন্সর : আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।


Sort:  
 6 days ago 

অভিনন্দন সকল বিজয়ীদের, বেশ দারুণ ছিলো এই প্রতিযোগিতার বিষয়টি। অনেকেই বেশ কাংখিতভাবে অংশগ্রহণ করেছেন যদিও বেশীর ভাগ ইউজার অংশগ্রহণ করেন নাই। ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 6 days ago 

সকল বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। যদিও পর্যাপ্ত পরিমাণে পার্টিসিপেন্ট অংশগ্রহন করেন নি, কিন্তু তারপরও অনেক ভালো কিছু ছবি আমরা দেখতে পেয়েছি। আবারো ধন্যবাদ।

 6 days ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খুব ইচ্ছে ছিলো। কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলার কারণে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তবে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছি। যাইহোক বিজয়ীদেরকে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 days ago 

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের সকলকেই অভিনন্দন । সব সময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবারও করার খুব ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি।এই প্রতিযোগিতার মাধ্যমে ইউনিক ফটোগ্রাফি দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 yesterday 

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আর এই প্রতিযোগিতায় যে সকল ইউজাররা অংশগ্রহণ করে বিজয়ী হতে পেরেছিল তাদের নাম উল্লেখ করা হয়েছে। বিজয়ীদেরকে অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 83907.96
ETH 1882.01
USDT 1.00
SBD 0.77