আজ আমি আবার রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছি। রঙিন কাগজ দিয়ে আমি দু একদিন পরপরই ট্রাই করি কিছু না কিছু বানানোর জন্য। কখনো কোন কিছু বানাতে গেলে ঝটপট বানিয়ে ফেলতে পারি আবার কখনো একটা জিনিস নিয়ে বসলে এতটাই কঠিন যে বানাতে গেলে অনেকটা সময় পার হয়ে যায় ।আজ আমি একটি পিয়ানো তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। এটা বানাতে আমার অনেক বেশি সময় লেগেছিল পিয়ানোটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে যে না বানানো পর্যন্ত ভালই লাগছিল ।এটি বানাতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে তারপরও বানানোর পরে যখন পিয়ানোটা দেখছি তখন এতটাই ভালো লাগছে যে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি আমার পিয়ানোটি আপনাদের সামনে উপস্থাপন করছি। |
- কালো রংয়ের কাগজ
- কাঁচি
- পেন্সিল
- কম্পাস
প্রথমে ৬/ ৫ ইঞ্চি সাইজের একটি কালো রঙের কাগজ নিয়েছি। তারপর কাগজটি লম্বা সাইড থেকে তিনটা দাগ দিয়ে নিয়েছি এবং পাশের সাইড থেকে ও দুইটা দাগ দিয়ে নিয়েছি ।প্রতিটা দাগ আমি কয় ইঞ্চ করে নিয়েছি তা ছবিতে লিখে দেওয়া আছে। তারপর একটি গোল রঙের কাগজ নিয়ে সেই কাগজটা দিয়ে একটু গোল গোল করে দাগিয়ে নিয়েছি কাগজটার উপরে ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই রকম ভাবে। |
তারপর কাগজটা পেন্সিলের দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে আরো একটি লম্বা ১০/১.৫ ইঞ্চি সাইজের একটি রঙিন কাগজ নিয়ে একপাশ থেকে কোনা কোনা করে কেটে নিয়েছি ।তারপর আরো একটি কাগজ নিয়ে গোল করে কেটে নিয়েছি। |
তারপর লম্বা যে কাগজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেটা গ্লু দিয়ে আগে থেকে বানিয়ে রাখা ওই গোল কাগজটার উপরে লাগিয়ে দিয়েছি। তারপর আরো একটি যে কাগজটা বানিয়েছিলাম সেটা গ্লু দিয়ে উপরের দিকে লাগিয়ে দিয়েছি। আবার ৬/৩ ইঞ্চি সাইজের একটি কাগজ নিয়ে লম্বা করে তিনটা দাগ দিয়ে নিয়েছি এক ইঞ্চি সাইজের করে। ওপরের ছবিতে প্রত্যেকটা জিনিস দেখানো আছে। |
তারপর লম্বা কাগজটা দাগে দাগে কেটে দিয়ে গ্লু দিয়ে লাগিয়ে একটি বক্সের মত বানিয়ে নিয়েছে এবং ওই বক্সটা নিয়ে আগে থেকে বানিয়ে রাখা ওই কাগজটার মাঝখানে লাগিয়ে দিয়েছি গ্লু দিয়ে। |
এ পর্যায়ে আবার ১০/৬৮ সেন্টিমিটার সাইজের একটি সাদা কাগজ নিয়ে কাগজটি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তারপর দাগেদাগে ভাঁজ দিয়ে ভেঙ্গে নিয়েছি তারপর গ্লু দিয়ে লাগিয়ে কাগজটি একটা বক্সের মতো তৈরি করে নিয়েছি ।তারপর আরো একটি কালো রংয়ের কাগজ নিয়ে ছোট ছোট চিকন চিকন করে কয়েকটা কেটে নিয়েছি। তারপর সেই কাগজগুলো নিয়ে আগে থেকে সাদা বক্সের উপরে পেন্সিল দিয়ে দাগিয়ে রাখা তার উপরে গ্লু দিয়ে একটা একটা করে লাগিয়ে দিয়েছি। উপরের ছবিতে প্রত্যেকটা জিনিস দেখানো আছে। |
তারপর সাদা কাগজটা নিয়ে আগে থেকে যে কালো রঙের বক্সটা লাগিয়েছিলাম তার সামনে লাগিয়ে দিয়েছি। আরো একটি কাগজ নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা কাঠির মত বানিয়ে নিয়েছি। তারপর সেই কাঠিটা নিয়ে ওই বক্সের উপরে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর একই সাইজের আরো তিনটি কালো রংয়ের কাগজ নিয়েছি। |
তারপর কাগজগুলো ভাঁজ দিয়ে দিয়ে গোল করে কেটে লাগিয়ে পিয়ানোর পায়া তৈরি করে নিয়েছি। তারপর পিয়ানোটি উল্টিয়ে তিন মাথায় গ্লু লাগিয়ে দিয়েছি। |
তারপর পায়া তিনটি নিয়ে পিয়ানোর পেছনে লাগিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার কালো রংয়ের কাগজ দিয়ে বানানো খুব সুন্দর একটি পিয়ানো। |
বিভিন্ন সাইড থেকে কয়েকটি ছবি তুলেছে দেখুন কত সুন্দর একটি পিয়ানো হয়েছে, একেবারে সত্যিকারের পিয়ানোর মতোই লাগছে কিন্তু। |
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
@tauhida
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
আপু আপনি কাগজের খুব সুন্দর একটা পিয়ানো বানিয়েছেন। বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সত্যি কারের কোন পিয়নো। সত্যি আপু আপনার প্রতিভার তুলনা হয় না। আপনি প্রায় সময় কাগজের এমন নতুন নতুন জিনিস দেখিয়েআমাদেরকে চমকে দেন।
ধন্যবাদ আপু সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।
আপু আপনার কাগজের তৈরি পিয়ানো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার এই পিয়ানো অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
একদম ঠিক বলেছেন আপু কালো রঙের বানানোর কারণে আরও বেশি সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার কাগজের তৈরি পিয়ানোটি। দেখতে একদম সত্যিকারে পিয়ানোর মত হয়েছে। খুব সুন্দর করে কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনার মাধ্যমে দেখিয়েছেন। সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আমার কাগজের তৈরি পিয়ানোটি দেখে আপনার সত্যিকারে পিয়ানো মনে হয়েছে তাহলে তো আমার বানানটি সার্থক হয়েছে আপু অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপু কিভাবে আপনার তৈরি রঙিন কাগজের পিয়ানোটির প্রশংসা করব তার ভাষা হারিয়ে ফেলেছি। দেখতে এতটাই সুন্দর হয়েছে আপু তা আর কি বলব। রঙিন কাগজ দিয়েও যে এত সুন্দর পিয়ানো তৈরি করা যায় শুধুমাত্র আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। আপু এই পিয়ানোটি তৈরি করতে আপনার অনেকটা সময় লেগেছে তা দেখেই বুঝতে পারছি। এত ধৈর্য সহকারে এবং দক্ষতার সাথে এত সুন্দর একটি পিয়ানো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার যেভাবে ইচ্ছা সেভাবে প্রশংসা করে ফেলেন আমিতো প্রশংসা শুনতেই চাই। ধন্যবাদ আপনাকে আপনার এত ভালো লেগেছে শুনে সত্যি অনেক ভালো লাগছে।
কাগজের তৈরি পিয়ানো টা দেখতে সত্যি একদম প্রফেশনাল এর মত লাগছে আমি প্রথম দেখাতে চিনতেই পারিনি এটা কাগজের পিয়ানো। আসলে আপনার প্রতিভা অসাধারণ ধন্যবাদ আপনাকে আপনার প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি প্রথম দেখাতে চিনতে পারেনি যে এটি কাগজের তৈরি পিয়ানো তাহলে তো আসলেই অনেক ভালো হয়েছে মনে হচ্ছে ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
মাশাআল্লাহ আপু। ইউনিক একটা কাগজের তৈরি পিয়ানো শেয়ার করেছেন। খুবই ক্রিয়েটিভেটি একটা কাজ করেছেন আপু। আমার কাছে খুবই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে না যে এটা কাগজের তৈরি। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। শুভ কামনা রইলো আপনার জন্য।
আমার পিয়ানোটি আপনার কাছে ইউনিক লেগেছে শুনে সত্যিই অনেক ভালো লাগছে। সব সময় এরকম প্রশংসা মূলক মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ আপু রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি পিয়ানো তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার পিয়ানো টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার পিয়ানোটি আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে অনেক খুশি হয়েছি আপু। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা রইল।
কাগজ দিয়ে আপনি খুব সুন্দর পিয়ানো তৈরি করেছেন। সত্যি বলতে অসাধারন হয়েছে আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কাগজ দিয়ে বানানো পিয়ানোটি আপনার কাছে অসাধারণ একটি আইডিয়া মনে হয়েছে শুনে সত্যি অনেক ভালো লাগছে ধন্যবাদ।
অনেক সুন্দর হয়েছে আপু। বাজাইতে মন চাইতেছে,যদিও বাজাইতে পারি না।ধন্যবাদ বানানোর প্রক্রিয়া শেয়ার করার জন্য।
বাজাতে যেহেতু পারেননা তাহলে এটি দেখে মনে মনে বাজাতে পারেন ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
হাহাহা ভাল একটি কথা বলেছেন।মনে মনেই বাজাই।