আর্ট :- কেকের বোর্ডের মধ্যে টেক্সচার পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ9 days ago

IMG-20241109-WA0100.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কেকের বোর্ডের মধ্যে টেক্সচার পেইন্টিং করলাম।

ঘরে দেখলাম একটা কেকের বোর্ড রয়েছে। তাই ভাবলাম এটার মধ্যে নতুন করে একটা সুন্দর পেইন্টিং করি। তবে অনেকদিন টেক্সচার পেইন্টিং করা হয়নি তাই জন্য টেক্সচার পেইন্টিং করবো বলে চিন্তা করলাম। তবে এই টেক্সচার পেস্টটা আমি নিজেই তৈরি করলাম। এখানে আমি চক পাউডার, ফেবিকল গ্লু, অ্যাক্রোলিক হোয়াইট কালার এর সাথে পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করলাম। এরপর এটাকে একটা প্লাস্টিকের পলিথিনের মধ্যে নিয়ে এরপরে ডিজাইনগুলো করলাম। তবে এখানে আমি একটা ফুলের ডিজাইন করেছি। ফুলের চারপাশে আমি প্রথমে গোল্ডেন কালার দিয়ে রং করেছিলাম। তবে এটা আমার কাছে দেখতে ভালো লাগেনি। তাই জন্য আবারো গোল্ডেন কালারের উপরে কালো রং করলাম। তবে কালো রং করার কারণে অনেকটাই ফুটেছে বলে আমার মনে হয়েছে। এইজন্য এই পেইন্টিং অনেক বেশি টাইম দিতে হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241109-WA0097.jpg

আঁকার উপকরণ

• কেকের বোর্ড
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কেকের বোর্ড নিলাম। এরপর আমি এর মধ্যে প্রথমে সাদা অ্যাক্রলিক কালারের সাথে গ্লু মেশিয়ে রং করে নিলাম। এরপর এর উপরে টেক্সচার পেস্ট দিয়ে ডিজাইন করা শুরু করি।

IMG-20250114-WA0066.jpg

ধাপ - ২ :

এখানে আমি আস্তে আস্তে করে ফুলের কিছুটা অংশে সুন্দরভাবে ডিজাইন করে নিলাম। এই কাজটা একদম সাবধানে করতে হবে।

IMG-20250114-WA0067.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি যে ফুলটা একেছিলাম তার উপরে খুব সুন্দর ভাবে টেক্সচার পেস্ট দিয়ে ডিজাইন করে নিলাম। এর পরে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

IMG-20250114-WA0065.jpg

ধাপ - ৪ :

এরপরে শুকিয়ে গেলে এর উপরে সাধারণ দিয়ে পুরোটাকে রং করে নিলাম।

IMG-20250114-WA0068.jpg

ধাপ - ৫ :

এরপরে কিছুটা অংশে হালকা গোলাপি কালার দিয়ে ছোট ছোট করে ডিজাইন করে নিলাম।

IMG-20250114-WA0069.jpg

ধাপ - ৬ :

এরপর ফুলের আরো কিছুটা অংশে হালকা আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250114-WA0070.jpg

ধাপ - ৭ :

এরপরে ফুলের পাতা আর নিচের অংশটায় হালকা সবুজ কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250114-WA0071.jpg

ধাপ - ৮ :

এরপর আমি চারপাশের অংশটার মধ্যে গোল্ডেন কালার দিয়ে রং করে নিয়েছি।

IMG-20250114-WA0072.jpg

ধাপ - ৯ :

এরপর গোল্ডেন কালার এর উপরে কালো রং দিয়ে চারপাশের অংশের রং করে নিলাম।

IMG-20250114-WA0073.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241109-WA0100.jpg

IMG-20241109-WA0099.jpg

IMG-20241109-WA0096.jpg

IMG-20241109-WA0098.jpg

IMG-20241109-WA0097.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 9 days ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি পেইন্টিং তৈরি করেছেন। আপনার তৈরি পেইন্টিংটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বরাবরই আপনি খুব সুন্দর ভাবে গুলো তৈরি করে থাকেন। আর তৈরিতে ধাপগুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেন ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

সব সময়ের মতো এবারেও চেষ্টা করেছি সুন্দর পেইন্টিং করে শেয়ার করার জন্য।

 9 days ago 

কেকের বোর্ডের মধ্যে এত সুন্দর একটা টেক্সচার পেইন্টিং করার আইডিয়া কিন্তু দারুন ছিল। পুরোটা দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। এটার কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ছিলেন। এরকম সুন্দর কাজগুলো দেখলে অনেক মুগ্ধ হয়ে যাই। ব্যাকগ্রাউন্ড কালো কালার হওয়াতে দেখতে বেশি সুন্দর লাগছে। তোমার করা সুন্দর পেইন্টিং এর প্রশংসা করতেই হচ্ছে।

 7 days ago 

চেষ্টা করেছি সুন্দর করে এই পেইন্টিংটা করার জন্য।

 9 days ago 

দারুণ কেকের বোর্ডের মধ্যে টেক্সচার পেইন্টিং করেছেন আপু। সত্যি প্রসংশার দাবীদার আপনি।দারুণ হয়েছে। ধাপে ধাপে কেকের বোর্ডের মধ্যে টেক্সচার পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 7 days ago 

টেক্সচার পেইন্টিং আপনার কাছে সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো।

 9 days ago 

Screenshot_2025-02-10-09-04-57-94_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-10-08-57-19-10_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 9 days ago 

দিনে দিনে যতই আপনার প্রতিভা দেখেছি তত বেশি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আজও আপনার নতুন একটি প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক দারুন একটি টেক্সচার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা সত্যি অসাধারণ হয়েছে।

 7 days ago 

সব সময় সুন্দর করে পেইন্টিং করার চেষ্টা করি।

 9 days ago 

আপু, আপনি যে কেকের বোর্ডে টেক্সচার পেইন্টিং করেছেন, তা সত্যিই অসাধারণ। আপনার কাজের সৌন্দর্য এবং নিখুঁত দক্ষতা প্রশংসার দাবিদার। ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি শেয়ার করার জন্য আমরা খুবই কৃতজ্ঞ, কারণ এটি আমাদের জন্য এক দারুণ শেখার অভিজ্ঞতা হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এমন একটি অসাধারণ এবং সৃজনশীল পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 days ago 

ধৈর্য ধরে এবং অনেক সময় ব্যবহার করে এই টেক্সচার পেইন্টিং করেছি।

 9 days ago 

কেকের বোর্ডের মধ্যে যে টেক্সচার পেইন্টিংটি আপনি করে আমাদের সঙ্গে শেয়ার করলেন, এক কথায় অসাধারণ হয়েছে আপু। আপনি দারুন সুন্দর ছবি আঁকেন তার বারেবারে প্রমাণ পেয়েছি। আপনার আঁকা আরো আমরা দেখতে চাই। এই ছবিটিও ভীষণ সুন্দরভাবে আপনি এঁকেছেন।

 7 days ago 

সব সময় আমার পেইন্টিং গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো।

 9 days ago 

টেক্সচার পেইন্টিং করতে বেশ ভালোই সময়ের প্রয়োজন হয়। কারণ এক্ষেত্রে আঠা তৈরি করে তারপর কাজ করতে হয়। যাই হোক খুব সুন্দর করে এটা তৈরি করেছেন আপু। চারপাশে কালো রং দেয়ার কারণে এটা দেখতে আরো বেশি উজ্জ্বল লাগছিল। গোল্ডেন কালারটা তেমন একটা ফুটে নি। যাই হোক খুব সুন্দর হয়েছে এটা দেখতে।বেশ ভালো সময় নিয়েই করেছেন বোঝা যাচ্ছে।

 7 days ago 

হ্যাঁ অনেক সময় নিয়ে করেছি আমি এই টেক্সচার পেইন্টিং।

 9 days ago 

যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। আপনার এমন দারুন আর্ট দেখে শুধু আমি না যে কেউ মুগ্ধ হয়ে যাবে। বেশ সুন্দর কালার কম্বিনেশন করেছেন আপনি। আমার কাছে পুরো আর্ট দেখতে বেশ ভালোই লেগেছে। এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য্ অনেক অনেক ধন্যবাদ।

 7 days ago 

আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে সত্যি খুব খুশি হলাম আপু।

 9 days ago 

টেক্সচার পেইন্টিং কখনো ট্রাই করা হয়নি। ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে। আপনি প্রত্যেকটা পেইন্টিং ই বেশ দক্ষতার সাথে করেন। আজকের পেইন্টিং টা দেখেও মুগ্ধ হয়ে গেলাম। কেকের বোর্ডের উপর সুন্দরভাবে পেইন্টিংটা করেছেন আপনি। ধন্যবাদ আপু দারুন একটা পেইন্টিং শেয়ার করার জন্য।

 7 days ago 

তাহলে একদিন ট্রাই করে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95661.50
ETH 2709.59
SBD 0.62