গতকাল আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা(
@rme) এবং বৌদির (
@tanuja)শুভ বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত হলো। দাদা এবং বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল। তাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক এবং তাদের দুই সন্তান মত মানুষ হয়ে উঠুক। তারপর আজকে আবার আমাদের দাদার জন্মদিন।শুভ জন্মদিন দাদা। আপনি আমাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ। আমাদের কমিউনিটি প্রত্যেকেরই দাদা এবং বৌদির জন্য অনেক সুন্দর সুন্দর উপহার তৈরি করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম আমিও কিছু উপহার দেই। অনেক ভেবে চিন্তে তাদের তিনজনের ছবি যদি এক ফ্রেমে আমি আঁকিয়ে দেই কেমন হয়। সেই ভাবা অনুযায়ী আমি কাজ শুরু করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
![IMG_20241204_215255.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSBJomoHsJiaX9V5khMNhfz8yvUDwnBxRBGNakKD13zcQ/IMG_20241204_215255.jpg)
১. এ ফোর সাইজের কাগজ ।
২. 6b পেন্সিল।
৩. জল রং।
৪. পেন্সিল রং।
![IMG_20241205_121954.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeCZRPuLAyXxyv1ujzNimu2oqcP2SU7vzahgTC3CiB3Zh/IMG_20241205_121954.jpg)
![IMG_20241205_122005.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSFJhxRzFuhx8iyNAQ5Jedfz7Tjtq2oAVXxZgq7zFHC3N/IMG_20241205_122005.jpg)
প্রথমেই বৌদির ছবি তার প্রোফাইল থেকে বের করে নিলাম এবং সেটা দেখে তার মুখটা পেন্সিল দিয়ে আকৃতি দিয়ে নিলাম।এখন সবার প্রিয় টিনটিন বাবুর ছবি দেখে তার ছবিটা পেন্সিল দিয়ে স্কেচ করে নেব।
![IMG_20241204_222015.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNrXAw5UtBNahtzcwRBhYvRZcVfgGyVgEYhSfjDEz9eMY/IMG_20241204_222015.jpg) | ![IMG_20241205_122132.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNhHhLxf5x45Aq6rcZvTuEiSQLaeLZcEBxi3vrAuCXpBD/IMG_20241205_122132.jpg) |
দাদার ছবি পেন্সিল দিয়ে এঁকে নিয়ে, এখন টিনটিন বাবুর মুখটা রং করতে শুরু করলাম।
![IMG_20241205_003038.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfBCxPppumKFrjeXmfvSYZFnmGxBHJn8eJNssTdQ8mXBL/IMG_20241205_003038.jpg) | ![IMG_20241205_002940.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcmcJ5LpJKBH4Lky3cShnMLQkQAsbGFYSU4jLNvQVYMLm/IMG_20241205_002940.jpg) |
এখন টিনটিন বাবুর পুরো মুখটা এবং জামাটা রং করা সম্পূর্ণ করলাম।
![IMG_20241205_021239.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbhC8w1AZ3LY88cXFTrRDp6hFkU3QRjiRwi1kePoct2XT/IMG_20241205_021239.jpg)
এখন বৌদির পুরো মুখটা এবং শাড়ি, গহনা সব রং করা সম্পন্ন করলাম।
![IMG_20241205_120700.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVtCmPHBEb65fA3GuJTRUiUGEUPJzQL2bzshpF66boHGc/IMG_20241205_120700.jpg)
![IMG_20241205_122358.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUCA3AHFqYtThAKPXGS5k4NYowSRxxQxvVQspkZAwzd7o/IMG_20241205_122358.jpg)
অবশেষে দাদার মুখ তার প্রোফাইল থেকে দেখে একইভাবে আঁকানোর চেষ্টা করলাম। এভাবেই আমি তাদের ফ্যামিলি ফটো শেষ করলাম আঁকানো। অবশ্য এখন তাদের নতুন সদস্য আরেকজন রয়েছে তাকে আঁকাইনি।দাদা, বৌদি এবং তাদের সন্তানদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল ।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
![Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTqW5PS3n6oyDnnDB82Y9RoNBsKfEVaLRM9qEVbcbBaXT/Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png)
ধন্যবাদ সকলকে✨💖
![45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTAFfjq13gJzqrVnJAM7fDaoQJAQwVH4WepAU2BzPwqK6/45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png)
![banner-abbVD.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdneEsosooEaR5g9u1PV9S5gDZBfEBgm7xCVc9h29MbJd/banner-abbVD.png)
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | ডাই🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
![6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmW8FXcfJENDdMBWZnr8CtLVbkPkY9BuaPkYpReY3n1wwH/6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif)
![6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmVCy6Cx1FNcQx8xZkjm3eBGB5LQN1C5Sdc2cfSouAHXji/6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif)
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
আমাদের শ্রদ্ধেয় দাদা বৌদির জন্মদিন উপলক্ষে চমৎকার একটি চিত্রকর্ম প্রদর্শন করেছেন আপু দেখে অনেক ভালো লাগছে। সত্যি বলতে আপনার প্রশংসা করতেই হয়। আর এই পোস্টাই আপনি দাদার উপহারস্বরূপ পেয়ে যাবেন ১০০ ডলারের একটি আপলোড এটা শোনার পরে আরো বেশি ভালো লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
দাদার উপহার সত্যিই আমার অনুপ্রেরণা পরবর্তীতে আরো ভালো কাজ করার।
https://x.com/JannatulF57996/status/1864563072352092455?t=P5opPmqpTFfDtLQS_EfLfg&s=19
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে আমাদের শ্রদ্ধেয় দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী এবং দাদার জন্মদিন উপলক্ষে উপহার আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। সত্যিই আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। আসলে দাদা বৌদির আরেকটি ছোট্ট সন্তান আছে আরেকটি ছোট্ট বাবুর ছবি যদি আপনি পোস্টের মধ্যে অঙ্কন করতেন দেখতে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
দাদা বৌদির ছোট সন্তানের ভালো ছবি খুঁজে পাইনি। পরবর্তীতে আঁকানোর চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া।
দাদা বৌদির জন্য চমৎকার একটি উপহার আর্ট করে পোস্ট করেছেন। দেখতে সত্যি কারের মতোই হয়েছে। সম্পুর্ন কাজটি এত নিখুঁত ভাবে তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। দাদা এবং বৌদি দেখলে অনেক বেশি খুশি হবে আশাকরি। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী এবং আজকে দাদার জন্মদিন উপলক্ষে আমাদের শ্রদ্ধেয় দাদার পরিবারকে অনেক সুন্দর ভাবে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছো।বিশেষ করে আমাদের সকলের প্রিয় টিবটিন বাবুকে দেখতে অনেক বেশি কিউট লাগছে।দাদার জন্মদিন এবং দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদেরকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
দাদা বৌদির বিবাহ বার্ষিকী আর দাদার জন্মদিন উপলক্ষ্যে আপনি এত সুন্দর একটা আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। এগুলো দেখতে একেবারে বাস্তবিক মনে হচ্ছে। যেন ছবির থেকে এগুলো কাটা হয়েছে। আপনি অনেক নিখুঁত ভাবে আর্টটি করেছেন। কালার কম্বিনেশন টাও ছিল একেবারে মনোমুগ্ধকর। আশা করছি দাদার কাছে দেখলে এটা অনেক বেশি ভালো লাগবে।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
আপনার আর্টের হাত সব সময় খুব ভালো। এর আগেও আপনারা আর্ট দেখেছি। খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই আর্ট। কমিউনিটির সবার প্রিয় মানুষগুলোকে আর্ট করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী এবং দাদার জন্মদিন উপলক্ষে উপহার অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। সত্যি আপনার দক্ষতা দেখে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর ভাবে তৈরি করেছেন, আমার খুবই ভালো লেগেছে
আপনার মুগ্ধতায় আমার প্রেরণা। ধন্যবাদ আপনাকে।