দোল যাত্রার প্রস্তুতি! (Happy Holi)
![]() |
---|
আজ বিকেলে বাজারে গিয়েছিলাম, বাঙালির কোনো উৎসব পালন কার্পণ্যতা নেই সেটা বাজারে উপচে পড়া ভিড় দেখলে অনুমান করা যায়।
আমি বেমালুম ভুলে গিয়েছিলাম আগামীকাল পূর্ণিমা, সাথে হোলিকা দাহ, যেটি কলকাতা তথা পশ্চিমবঙ্গে ন্যাড়া পোড়া নামে পরিচিত তেমনি দক্ষিণ ভারত তথা নেপাল প্রভৃতি স্থানে এর অন্যান্য নাম রয়েছে।
পৌরাণিক কাহিনী রয়েছে এই হোলিকা দহনের পিছনে তবে এই দোল যাত্রার আগের দিন সন্ধ্যের পর শুকনো ডালপালা একত্র করে যে আগুন জ্বালানো হয়, সেটা আসলে অধর্মের উপরে ন্যায়ের বা ধর্মের জয়ের প্রতীকী!
সহজ ভাষায় মন্দের পরাজয় আর ভালোর জয়।
প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি হিরণ্যকশিপুর পুজো করতে অস্বীকার করেন, কারণ রাক্ষস হয়েও ব্রহ্মার আশীর্বাদে সে অমরত্ব পেয়েছিলেন বাঁকা পথে!
যেখানে তাকে জলে, স্থলে মারা যাবে না, দিন কিংবা রাতে মারা যাবে না, অস্ত্র কিংবা শস্ত্র দ্বারা মারা যাবে না, কোনো মানুষ কিংবা প্রাণী তাকে হত্যা করতে পারবেন না!
![]() |
---|
এই হোলিকার কাছে এমন একটি বস্ত্র ছিল যেটি পরিধান করলে আগুন তাকে স্পর্শ করতে পারত না, যেহেতু প্রহ্লাদ হিরণ্যকশিপু কে পুজো করতে সম্মত হয়নি, তাই দাদা বোনকে প্রহ্লাদকে হত্যার আদেশ দেন।
তবে, আগুনে বসতেই হোলিকার গা থেকে বস্ত্র সরে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবিষ্ট করে ফেলে, আর প্রহ্লাদ বেঁচে যায় অগ্নি থেকে আর হোলিকা দাহ হয় সেই আগুনে।
বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হবার কারণে প্রহ্লাদ বেঁচে গেলেও হোলিকা পুড়ে যায়, কারণ তার উদ্দেশ্য ছিল প্রতিহিংসা!
এইভাবে প্রহ্লাদ পরাজিত করেছিল হিরণ্যকশিপুর বোন হোলিকাকে!
![]() |
---|
অন্যদিকে নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন স্বয়ং বিষ্ণু! সে কাহিনী নয়তো আরেকদিন আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাবে।
আজকে উপরিউক্ত পৌরাণিক কাহিনী উল্লেখের কারণ হলো, যুগ বদলে গেছে, আধুনিক হয়েছে সমাজ, তবে আজও মন্দের উপরে ভালোর জয় অব্যাহত রয়েছে।
আর ঠিক সেই কারণে হয়তো পৃথিবীর অস্তিত্ব অক্ষত আছে। আসুন এই দোলযাত্রা রঙে নিজেদের নতুন করে রাঙিয়ে তুলি;
ভুলে গিয়ে প্রতিহিংসা, ঈর্ষা, বিদ্বেষ, বিভাজন আর যতকিছু অধর্ম আছে জ্বালিয়ে ফেলি হোলিকা দহনের সাথে।
![]() |
---|
পবিত্রতার রঙে রাঙিয়ে তুলি নিজেদের যেখানে থাকবে না কোনো বিভিন্নতা, থাকবে একসাথে মিলে মিশে পথ চলা।
যেখানে আমার আপনার নয়, আমাদের বলে একটি শব্দ জায়গা পাবে। যতদিন মনের সীমারেখা দুর না হবে, ততদিন সীমান্তের বেড়াজাল থেকে আমরা কেউ বেরোতে পারবো না।
![]() |
---|
সৃষ্টির আদিতে কিন্তু গোটা পৃথিবী ছিল সকলের, আমরা সভ্যতার হাত ধরে বিভাজন বয়ে নিয়ে এসেছি।
কারণ, সেখানে আমাদের পরিবর্তে ঢুকে গিয়েছিল আমার চোরা পথে!
শক্তিকে সৃষ্টির কাজে ব্যবহার করতে হবে, ধ্বংসের জন্য নয়।
কোনো ধর্মই বোধহয় হানাহানির শিক্ষা দেয় না, যারা সেই পথ বেছে নিয়েছে, সেটা তাদের একান্তই নিজস্ব শিক্ষা।
সকলকে আগাম দোলযাত্রা শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম। আপনাদের জীবন আনন্দময় হোক, গ্লানি দূরীভূত হোক, ফিরে আসুক শান্তি।


Oh! Amiga, me encantó toda la historia y relato, gracias por enseñarnos acerca de tú cultura. Cómo dijiste una vez en una publicación mía "El conocimiento no tiene fronteras". Y tienes razón cuando dices que ninguna religión se hizo con la finalidad de dividir. Te mando un saludo y abrazo desde la distancia ❤️🫂. Encantada de tú reporte, espero sigas contándonos más. Un abrazo 🤗.
Thank you for your kind words and the feelings are mutual 💕🫂
প্রথমেই আপনাকে দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দোলযাত্রা শুরু হবে সেজন্য আগে থেকেই মানুষ পদ্ধতি গ্রহণ করছে কোন জায়গা থেকে দোল যাত্রার শুরু হয়েছিল সেটাও আপনি আমাদের দেশের শেয়ার করেছেন। আপনি ঠিকই বলেছেন কোন ধর্ম ঝগড়া-বিবাদ হানাহানি করার শিক্ষা দেয় না কিন্তু অনেক মানুষ এই বিষয়গুলো গ্রহণ করে নেয়। সমাজের মধ্যে সবার সাথে মিলেমিশে বসবাস করার মধ্যেই কিন্তু আনন্দ আছে অসংখ্য ধন্যবাদ দোল যাত্রার শুরু থেকেই আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেয়ার জন্য।
Boleh saya bertanya temanku? Saya sering menonton film Bollywood dan menyebutnya perayaan Holi dan masih banyak lagi perayaan di lakukan di India
Saya penasaran dengan benda warna warni tersebut apakah itu terbuat dari tepung, kalau terkena mata apakah tidak perih, atau kena baju putih bisakah di bersihkan.
Maaf kalau saya menjadi banyak pertanyaan, karena saya sangat penasaran sekali, sekali lagi terimakasih semoga anda tidak tersinggung dengan pertanyaan saya ini.
Salam hangat untukmu temanku 🙏🌹
আমিও আপনার মতন মনে করি, এই পৃথিবী একটি মহাসমুদ্র, যেখানে প্রতিটি ধর্ম, ভাষা ও সংস্কৃতি একে অপরের সাথে মিশে, একে অপরকে সমর্থন করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই মিশ্রণকে কখনো-কখনো বিভাজন এবং সংঘর্ষে রূপান্তরিত করেফেলি। আপনার পোস্টটি পড়ে দোলযাত্রা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। এবং জেনে অনেক ভালো লাগলো। আপনাকে দোলযাত্রার শুভেচ্ছা রইল, এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।