"Edited by canva" |
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে। আজ সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন। গত সপ্তাহে কমিউনিটিতে করা আমার সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আজ এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের লেখা শুরু করি, -
"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী" |
আপনারা প্রত্যেকে জানেন, প্রতি সপ্তাহে কমিউনিটিতে সাপ্তাহিক কনটেস্টের আয়োজন করা হয়ে থাকে। যার মধ্যে দুটি অ্যাডমিন ম্যাম কর্তৃক ও অন্য দুটি কমিউনিটি কর্তৃক আয়োজিত হয়। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের শেষ দিন ছিল আজ। তাই এই কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস আজ মেলের মাধ্যমে আমি অ্যাডমিন ম্যামকে পাঠিয়েছিলাম।
সত্যি কথা বলতে এটা খুবই দুর্ভাগ্যজনক যে, আমাদের কমিউনিটিতে কনটেস্ট আয়োজন করা হয়, অথচ কমিউনিটির সক্রিয় ইউজারদের মধ্যে থেকে খুব কম সংখ্যক ইউজারের অংশগ্রহণের পোস্ট নজরে আসে। তবে এই সপ্তাহের বিষয়টিকে কেন্দ্র করে বেশ কিছু ইউজারের লেখা সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। ইতিমধ্যে অ্যাডমিন ম্যাম উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছেন, তবে যারা এখনও পোস্টটি পড়েননি, তাদের জন্য লিংকটি আমি নিচে শেয়ার করলাম, -
Winners announcement Post
"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
শুরুর থেকেই আমাদের কমিউনিটিতে এনগেজমেন্টের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই প্লাটফর্মে এনগেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একথা অ্যাডমিন ম্যাম শুরুর থেকেই বলেছেন। তাই আমরা সকলকেই অনুরোধ করি নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য। আর সকলের এনগেজমেন্ট যাতে সকলে জানতে পারেন, সেই কারণে সপ্তাহিক একটা এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করা হয়।
যেখানে কমিউনিটিতে সেই সপ্তাহে সকল অ্যাক্টিভ ইউজারদের কার্যক্রম উপস্থাপন করা হয়, যাতে একটা রিপোর্টের মাধ্যমে প্রত্যেকের কাজ একবারে দেখা সম্ভব হয়। গত সপ্তাহেও তার অন্যথা হয়নি। নির্দিষ্ট দিনে আমি এনগেজমেন্ট রিপোর্ট শেয়ার করেছিলাম, যার লিংকটি আমি আরও একবার নিচে দিলাম।
এনগেজমেন্ট রিপোর্ট
পোস্ট ভেরিফিকেশন করা একটা যথেষ্ট দায়িত্যের কাজ। প্রতিটি মডারেটরের উচিত সেই দায়িত্ব গুলোকে অনেক বেশি সচেতনতার সাথে পালন করা। অনেক সময় অসচেতনতার কারণে জানা জিনিসগুলো আমরা ভুল করে থাকি। সেটা ক্লাব মেইনটেইন করা থেকে বানান ভুল, কিংবা কমিউনিটিতে আয়োজিত কনটেস্টের নিয়মাবলি সংক্রান্ত ভুল।
এই সপ্তাহে আবার পোস্টের নিচে ব্যবহৃত হ্যাশট্যাগের ভুল চোখে পড়েছে। অবশ্য সেটাকে ভুল কম, বরং অসচেতনতা বলাই শ্রেয় হবে। আসলে ইউজার একই সঙ্গে দুটো হ্যাশট্যাগ যুক্ত অবস্থায় লিখেছেন। এটা অজানা বা ইচ্ছাকৃত ভুল নয়, এটা অনিচ্ছাকৃত ও অসচেতনতার প্রতিফলন।
যদিও কমেন্টের মাধ্যমে আমি বিষয়টি অবগত করলে, তিনি সেটি পুনরায় ঠিক করে দিয়েছেন। ভেরিফিকেশন করতে গেলে এই বিষয়গুলিকে আসলে ভালোভাবে যাচাই-করণ করতে হয়।
"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
প্রায় দুই থেকে তিন সপ্তাহ বাদে গত সপ্তাহে আমি প্রতিদিন আপনাদের সকলের সাথে নিজের লেখা পোস্ট শেয়ার করতে পেরেছিলাম। সপ্তাহে প্রতিদিন পোস্ট না শেয়ার করতে পারলে আমার নিজের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। কারণ সারাদিন সাংসারিক সমস্ত দায়িত্ব পালন করতে পারলে পোস্ট লেখার জন্য সময় বের করতে না পারাটা আসলেই লজ্জার।
তবে মাঝের সপ্তাহ গুলোতে অনেক চেষ্টা করেও হয়ে ওঠেনি, তার কারণ অবশ্য আপনাদের সকলের জানা। তবে এই সপ্তাহে সেটা সম্ভব হয়েছে দেখে আমার নিজের ভিতরেই ভালো লাগা কাজ করছে। চলুন দেখে নেওয়া যাক গত সপ্তাহে আমি কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
যাইহোক এই ছিলো এই সপ্তাহের কার্যক্রম। এর পাশাপাশি ডিসকর্ডে পূর্বের তুলনায় বেশি একটিভ থাকার চেষ্টা করি, যাতে ইউজারদের কোনো সমস্যা হলে তারা সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সবকিছু মিলিয়ে গোটা সপ্তাহ বেশ ভালোভাবে পার হয়েছে। সকলকে ধন্যবাদ কমিউনিটির সাথে যুক্ত থাকার জন্যে। ভালো থাকবেন। শুভ রাত্রি।
আপনার সাপ্তাহিক কার্যক্রমের সুন্দর উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়! কমিউনিটির উন্নতির জন্য আপনার নিষ্ঠা ও পরিশ্রম অনন্য। ভবিষ্যতেও এভাবে দায়িত্ব পালন করবেন, শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে আমার সবকটি পোস্টের মতোই এই পোস্টটা পড়ে এমন উৎসাহমূলক মন্তব্য করার জন্যে। পরিশ্রম কতটা করতে পারি জানিনা, তবে নিষ্ঠার সাথে কাজ করি। আর ভবিষ্যতেও এই নিষ্ঠা অব্যাহত থাকবে একথা দিতে পারি। ভালো থাকবেন।
আমি মনে করি শুধুমাত্র এই প্লাটফর্মে নয়। আপনার দৈনন্দিন জীবনেও আপনি যদি আপনার সময়ের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন। দিনশেষে আপনার আর কাজের বোঝা অনেক বড় মনে হয় না। আমরা যদি আমাদের কাজগুলোকে জমিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক বড় পরিমাণে দেখা যায়।
এই প্লাটফর্মে কাজ করতে গেলে এংগেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম। আমাদের এংগেজমেন্ট যত ভালো হবে, আমরা কিন্তু এই প্লাটফর্মে মানুষের কাছে তত পরিচিতি লাভ করতে পারব। তাই আমি সবাইকেই অনুরোধ করবো, নিজেদের এনগেজমেন্ট সঠিকভাবে বৃদ্ধি করুন এবং এই প্লাটফর্মে নিজের একটা অবস্থান তৈরি করুন। আপনি চমৎকার ভাবেই আপনার গত সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভালো থাকবেন।
একথা একদমই সঠিক যে, দিনের কাজ দিনে না করে পরের দিন শেষ করার পরিকল্পনা করলে, তা কখনোই শেষ করা সম্ভব হয় না। একথা পড়াশোনা করাকালীন মাও বহুবার বলতো। সত্যিই এই প্লাটফর্মে এনগেজমেন্টর গুরুত্ব অপরিসীম, আর যারা সেটা জানেন তারা অবশ্যই সেদিকে নিজেদের চেষ্টা অব্যাহত রাখেন। অসংখ্য ধন্যবাদ আমার কার্যক্রম সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।