সৃজনী শিল্পগ্রাম (শান্তিনিকেতন) ।। দ্বিতীয় পর্ব ।। ১০% shy-fox এবং ৫% abb-school এর জন্য বরাদ্দ।

"নিকোবর দ্বীপপুঞ্জ"

কেমন আছেন আপনারা সবাই...…? আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও অনেক ভালো আছি। সৃজনী শিল্পগ্রামকে নিয়ে লেখা আজ আমার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের জীবনযাত্রা এবং তাদের কিছু ব্যবহার্য জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরব। তবে ততটাই তুলে ধরব যতটা সৃজনী শিল্পগ্রামে ডিসপ্লে করা ছিল। কারণ শুধু নিকোবর দ্বীপপুঞ্জকে নিয়েই লিখতে গেলে কয়েকটা পর্ব কেটে যেতে পারে।

নিকোবর দ্বীপপুঞ্জ কে নিয়ে লেখা বিস্তারিত কোন কিছু ওখানে দেওয়া ছিল না তাই যতটা দেওয়া ছিল তার উপর ভিত্তি করেই আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের পর্ব। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের পর্ব শুরু করা যাক।

InShot_20220616_123727863.jpg
স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের প্রধান বৈশিষ্ট্য হল তারা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা থাকার চেষ্টা করে। এবং তাদের নিজেদের তৈরি জিনিসপত্র তারা বেশি ব্যবহার করে। এই ফটোর মাধ্যমে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি গাছ কেটে নৌকা বানানোর চেষ্টা করছে। এই ডঙ্গা জাতীয় নৌকাগুলো সাধারণত শিকার করা এবং মাছ ধরার কাজে ব্যবহার হয়ে থাকে। তবে বিশেষ প্রয়োজনে এটি যাতায়াতের মাধ্যম হিসেবেও কাজ করে।

InShot_20220616_123756993.jpg
স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

কাঠের তৈরি মূর্তিটির মাধ্যমে দেখানো হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের মানুষ কতটা সঙ্গীত প্রেমিক এবং কাজের ফাঁকে ফাঁকে তারা নিয়মিত সংগীত চর্চা করে থাকে। এবং তাদের নিজেদের তৈরি বাদ্যযন্ত্র ব্যবহার করে।

InShot_20220616_123856138.jpg
স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

পাটি হাউস হলো এক ধরনের ঘর যেটা সমুদ্রের তীরে তৈরি করা হয় এবং নিকোবর দ্বীপপুঞ্জের মানুষ অবসর সময় এখানে তাদের ভালো সময়গুলো অতিবাহিত করে।

হার্প হলো নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের নিজেদের তৈরি এক ধরনের বাদ্যযন্ত্র। অবসর সময় তারা এ বাদ্যযন্ত্রের মাধ্যমে সঙ্গীত চর্চা করে এবং তাদের সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করে।

InShot_20220616_123643839.jpg
স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

শিকার করতে যাওয়ার পূর্ব প্রস্তুতিতে এক নিকোবর আদিবাসী। সাধারণত তারা শিকার করতে যাওয়ার আগে কিছুটা হইহুল্লোড় করে থাকে। এই কাঠের তৈরি মূর্তিটি দ্বারা কিছুটা এরকমই বোঝানোর চেষ্টা করা হয়েছে।

InShot_20220616_123814485.jpg
স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এটি মাছ ধরার জন্য ব্যবহৃত একটি গিয়ার। সাধারণত বড় মাছ ধরার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষ পশু শিকারও করা হয়।

InShot_20220616_123707600.jpg
স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এই মূর্তিটি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি কারণ ওখানে কিছু লেখাই ছিল না। সুতরাং তেমন কিছু বলতে পারলাম না।

InShot_20220616_123917629.jpg
স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

বিশেষ কোন অনুষ্ঠানে বা বড় ধরনের কোনো শিকার পেলে তারা আনন্দে মেতে ওঠে। ঐরকম একটা মুহূর্ত এই কাঠের তৈরি মূর্তিটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

InShot_20220616_123937241.jpg

স্থান: সৃজনী শিল্পগ্রাম(শান্তিনিকেতন), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আজকের পর্ব এপর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভাল লেগেছে। আর ভাল লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন করে ভালো কিছু লেখার উৎসাহ জোগায়।

🙏ধন্যবাদ সবাইকে 🙏

Sort:  
 2 years ago 

মাছ ধরার গিআর টি দেখতে আধুনিক হারপুন এর মতো। আপনার এই পোষ্টের মাধ্যমে নিকোবর দ্বীপপুঞ্জের লোকজনের সম্বন্ধে কিছুটা ধারনা পেলাম। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার অতি মূল্যবান মন্তব্যের জন্য। আশাকরি বাকি পর্বগুলোতে ঠিক এই ভাবে কমেন্ট করে উৎসাহ দেবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে জানতে পেরে বেশ ভাল লাগল। ফটোগুলোর সাথে বর্ণনা খুব সুন্দর ভাবে করেছেন। মোটের উপর বলতে গেলে খুবই চমৎকার একটি ব্লগ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58269.26
ETH 3067.65
USDT 1.00
SBD 2.25