আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
এখন যেহেতু গরমকাল আর এই গরমকালে মনে হচ্ছে সূর্যটা আমাদের মাথার একটু উপর থেকেই তাপ দিচ্ছে। যার কারণে গরমে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছে, আর এই তৃষ্ণা মেটাতে আমরা জুস বা শরবত খেয়ে থাকি। তারপরেও এখন রমজান মাস। আর এই রমজান মাসে ইফতারের সময় শরবত বা জুস প্রধান খাদ্য তালিকার মধ্যে থাকে। আর এই প্রধান খাদ্য তালিকায় শরবত বা জুস ইফতারের সময় খেলে তৃষ্ণা মিটে যায়। তাই আমরা প্রত্যেকেই প্রতিদিন নানা রকমের শরবত বা জুস তৈরি করে থাকি। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটি সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। জুস বা শরবতের তৈরির রেসিপি। তাই আজকে আমি সুস্বাদু স্পেশাল জুস বা শরবতের রেসিপি তৈরি করেছি।আমি আপেল, কলা এবং খেজুর সাথে ঘোল দিয়ে স্পেশাল জুস রেসিপি তৈরি করলাম।তাই আমার জুস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
🍹 সুস্বাদু স্পেশাল জুস রেসিপি👇
🍹প্রয়োজনীয় উপকরণ
উপাদান | পরিমাণ |
১)আপেল | ১ট। |
২) কলা | ১টি । |
৩) খেজুর | ৪ টি। |
৪) ঘোল | ১ কাপ। |
৫) চিনি | ১ কাপ। |
৬) লেবু | ১ টি। |
৭)ঠান্ডা পানি | ৫০০ গ্রাম । |
৮) ব্লেন্ডার মেশিন | ১টি। |
সকল উপকরণ নিয়ে আমি আপেল,কলা ও খেজুরের সুস্বাদু জুস রেসিপি তৈরি করা শুরু করে দিলাম,যেভাবে তৈরি করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি। |
আপেল কলা এবং খেজুর দিয়ে স্পেশাল জুস রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি আপেল এবং কলা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে কলা, আপেল, খেজুর ও খোসাসহ লেবুর অংশ আমি ব্লালেন্ডার মেশিন এর পাত্রের মধ্যে ঢেলে নিলাম।
তারপরে আমি পাত্রের মধ্যে পরিমাণমতো চিনি ঢেলে দিলাম। চিনি ঢেলে নেওয়ার পরে আমি এক কাপ ঘোল এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ঘোল দিয়ে ফলের জুস আসলেই অনেক সুস্বাদু হয়।
চিনি এবং ঘোল ঢেলে দেওয়ার পরে আমি ফ্রিজ থেকে ঠাণ্ডা পানি নিলাম এবং আমি এক কাপ ঠান্ডা পানি ঢেলে দিলাম। আসলে ঠান্ডা পানি দিয়ে জুস তৈরি করলে সেই জুস খেতে অনেক তৃপ্তি হয়। তাই আমি এক কাপ ঠান্ডা পানি দিলাম।
এখন আমি এই ফলগুলো ব্ললেন্ডার মেশিন এর সাহায্যে জুস তৈরি করব। তাই ব্ললেন্ডার মেশিনটি আমি ভালো করে লাগিয়ে। ব্ললেন্ডার মেশিন চালু করে দিয়ে জুস বানাতে লাগলাম।
৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ব্ললেন্ডার মেশিনের সাহায্যে আমি জুস তৈরি করে নিলাম। আসলে ফলগুলো একদম জুসে পরিণত হয়েছে। আমি ঢাকনা খুলে দেখতে পেলাম আমার জুস তৈরি করা হয়ে গেছে।
অবশেষে স্পেশাল জুস তৈরি করার রেসিপি শেষের ধাপে সে পৌঁছে গেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আসলে ঘোল এবং ফল দিয়ে এই জুস রেসিপি তৈরি করার কারণে এটি স্পেশাল ফলের জুস রেসিপি হয়েছে।তারপর জুস আমি গ্লাসে ঢেলে নিলাম এবং আমি একটি লেবু কেটে গ্লাসের উপরে দিয়ে দিলাম।
অবশেষে আমার বাংলা ব্লগ কমিউনিটির জুস এবং শরবত রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে।তাই আপেল,কলা, খেজুর এবং ঘোল দিয়ে স্পেশাল জুস রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার স্পেশাল জুস রেসিপি আপনাদের কাছে ভাল লেগেছে। আসলে ইফতারের সময় আমি আমার স্পেশাল জুস রেসিপি দিয়ে ইফতার করেছি,সত্যি আমার বানানো স্পেশাল ফলের এই জুস খেতে খুবই সুস্বাদু হয়েছিল।🍹🍸🍹 |
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
ধরণ | 🍹 সুস্বাদু স্পেশাল জুস রেসিপি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আপেল, কলা, খেজুর দিয়ে স্পেশাল জুস আসলে এটা স্পেশাল এর মতই ছিল ভাইয়া। আমি কখনো এই তিনটা একসাথে দিয়ে জুস খাই নাই। আপনার মাধ্যমে শিখতে পারলাম এবং অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করব। আপনি দারুণভাবে চেষ্টা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আশা করি খুব ভালো একটি পজিশনে থাকবেন। শুভেচ্ছা রইল
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।দোয়া করবেন ভাইয়া।
এই কনটেস্টে আপনার অংশগ্রহণ দেখে আমার খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি আপনার রেসিপি কার্যক্রম সমাপ্ত করেছেন।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে,
আপেল,কলা ও খেজুর দিয়ে সুস্বাদু স্পেশাল জুস রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক মজাদার একটি জুস রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, আপেল কলা ও খেজুর দিয়ে এ ধরনের জুস রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে যদিও আমি এর আগে কখনো খাইনি তবে আপনার এই জুস রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।
আপেল,কলা ও খেজুর দিয়ে সুস্বাদু স্পেশাল জুস রে সিপি দেখে প্রাণটা জুড়িয়ে গেল। মনে হল নতুন করে এনার্জি ফিরে পেলাম।প্রাণটা বুঝি শীতল হয়ে গেল।♥♥
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
ভাই আপনি অনেক সুন্দর করে ভিন্ন রকমের ফল দিয়ে জুস তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমিও এরকম ফলের জুস খেতে খুবেই ভালোবাসি। ভাইয়া আপনি জুস টা ইফতারির জন্য তৈরি করেছিলেন। দেখে বুঝা যাইতেছে জুস খেতে খুবেই সুস্বাদু হয়েছিল। বিভিন্ন রকমই ফল দিয়ে জুস তৈরি করে আমাদের মাঝে শেয়ার বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
আপেল কলা ও খেজুর দিয়ে বানানো আপনার জুস টা আসলেই অনেক স্পেশাল। আপনার বানানো জুস অনেক পুষ্টিসম্মত হবে কারণ এর প্রত্যেকটা উপাদানই অনেক পুষ্টিগুণসম্পন্ন। আপনার স্পেশাল জুস রেসিপি দেখে মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।জি ভাই খেতে খুব সুস্বাদু হয়ে ছিল।
ভাইয়া আমি কলা ও খেজুর দিয়ে জুস বানিয়ে খেয়েছি কিন্তু সাথে আপেল দিয়ে খাওয়া হয়নি। যেহেতু কলা ও খেজুরের জুস খেতে অনেক ভালো লেগেছে তারমানে আপেল দিয়েও মনে হয় অনেক সুস্বাদু হবে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
আপেল,কলা ও খেজুর দিয়ে সুস্বাদু স্পেশাল জুস ঠিক ইফতারের সময় দরকার 🤗
হা হা ❣️
দারুন জুস তৈরি করেছেন।
এটা সত্যিই সুস্বাদু হবে আমি জানি।
ভালো উপস্থাপনা ছিল।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।জি ভাই অনেক সুস্বাদু হয়েছিল।