মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসুন ডিজিটাল ওয়েল বিং সেটিং এর মাধ্যমে

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG_20241110_113844.jpg

আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপুর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে এলাম।আমাদের মধ্যে অনেকেই আছে যারা মোবাইলে আসক্ত নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহার থেকে।ডিজিটাল মিডিয়া গুলো আমাদের ব্রেন হ্যাক করে নিচ্ছে দিনে দিনে। একজন মানুষ মোবাইলের উপর নির্ভরশীল হয়ে পড়ছে।যার জন্য তার দৈনন্দিন কাজকর্ম গুলোতে ব্যাপক ব্যাঘাত ঘটছে।আমি জানিনা আপনারা ফোনের এই গুরুত্বপুর্ণ সেটিংস সম্পর্কে অবগত আছেন কিনা।যারা বিষয়টি জানেন তারা তো জানেন ,আর যারা না জানেন আমার আজকের ব্লগটি তাদের জন্য । ফোনের এই বিশের সেটিং এর মাধ্যমে আপনারা খুব সহজেই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন ।অনিয়ন্ত্রিত ফোন ব্যবহার আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত করে। বর্তমান প্রতিযোগিতার যুগে মোবাইলফোন মানুষের সময়কে খুবই সংক্ষিপ্ত করে তুলছে। বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য খুবই উপকারে আসবে আজকের এই ব্লগটি।

IMG_20241110_115114.jpg

আমি এর আগে ফোনের এই সেটিংসটি জানতাম না ।এজন্য প্লে স্টোর থেকে ডিজিটাল ওয়েল বিং অ্যাপস ডাউনলোড করেছিলাম। আর অ্যাপস টির রিভিউ আপনাদের সাথে অনেকদিন আগে শেয়ার করেছিলাম। কিন্তু ওই অ্যাপসটি থেকে আমার মনে হয়েছে যে এই সেটিংসটি বেশি কার্যকর। এই সেটিংস টি সবার ফোনে নাও থাকতে পারে ।তবে আমার ফোন যেহেতু চার বছর আগে কেনা হয়েছিল, আমার মোবাইলে সেটিংসটি রয়েছে। তাই আশা করছি খুব বেশি পুরোনো মোবাইল না হলে সেটিংস টি পাবেন।

IMG_20241110_113729.jpg

এই সেটিংস এ সবচেয়ে মজার ব্যাপার এটা যে আপনি অ্যাপসগুলোতে লিমিট সেট করে দিতে পারবেন। আর তাতে আর লিমিট সেট করলে যে উপকারটি হবে আপনি যদি মনে করেন আপনি এক ঘন্টা ফেসবুক ইউজ করবেন তো ওই সময় পর্যন্তই আপনি ফেসবুক ইউজ করতে পারবেন ।তারপর আপনার ফোন অ্যাপসটি হাইড হয়ে যাবে। তবে আপনার যখন জরুরী প্রয়োজন পড়বে তখন আপনি অ্যাপসটির লিমিট বাড়িয়ে নিতে পারবেন। যেহেতু লিমিটেড সিস্টেম রয়েছে আপনি কোন কোন অ্যাপসে আসক্ত সেই অ্যাপসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই।উপরের স্ক্রিনশট গুলো আপনাদের বোঝার সুবিধার্থে শেয়ার করেছি। আশা করছি খুব সহজেই এখন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।

সবগুলো স্ক্রিনশট রিয়েলমি ফাইভ আই মোবাইল থেকে নেওয়া হয়েছে


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ দুই বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -10th November,2024


Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Sort:  
 5 days ago 
 5 days ago 

বেশ চমৎকার apps তো। এ সম্পর্কিত আমার কোন ধারনাই ছিল না। এই অ্যাপটি আমার খুবই দরকারি। বিশেষ করে ফেসবুকের জন্য লিমিট খুবই কম সেট করে রাখতে হবে। সেটিংস ও মোটামুটি সহজ মনে হল। আপনিও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ নতুন কিছু জানানোর জন্য।

 5 days ago 

আপু এইটা সেটিং অপশনে পেয়ে যাবেন, অ্যাপস ডাউনলোড এর দরকার নেই।

 5 days ago 

ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্টাল কন্ট্রোলস সেটিংসটি খুবই কার্যকরী। এটি আমি প্রায় ৫ মাস থেকে ব্যবহার করতেছি। আমার কাছে ভীষণ ভালো লাগে কেননা অ্যাপসগুলোকে লিমিটের মধ্যে রেখে দিয়েছি আমি লিমিট শেষ হয়ে গেলে এমনিতেই হাইব হয়ে যায় বেশ দারুন ব্যাপার কিন্তু। তবে আপনি যে অ্যাপস এর কথা বললেন ওটা আমি ইউজ করিনি। যাই হোক আপনার এই পোস্টটি সকলের জন্য অনেক বেশি উপকারী হবে বলে মনে করছি আমি। সময়োপযোগী উপকারী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

জি এইটা উপকারী সেটিং ফোনের,ধন্যবাদ।

 5 days ago 

দারুন একটি কাজের পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন তো আপু। এই অ্যাপটি সম্বন্ধে আমারও জানা ছিল না। শিশু-কিশোরদের মোবাইলে এটি লোড করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। দারুন সুন্দর একটি অ্যাপ৷ সব থেকে ভালো জিনিস হল আইকনগুলি হাইড হয়ে যাবে। এই অ্যাপ কিশোরদের মোবাইল ব্যবহারের উপর একটি নিয়ন্ত্রণ আনতে পারবে বলেই আমার বিশ্বাস।

 5 days ago 

এইটা সেটিং অপশনে পেয়ে যাবেন ,ভাইয়া আলাদা অ্যাপস ডাউনলোড এর দরকার নেই।

 5 days ago 

বাহ খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করেছেন। যে বিষয়টা আমাদের প্রত্যেকের জানা খুবই জরুরী। এভাবে যদি কেউ মোবাইল ইউজ করে তাহলে অতিরিক্ত সময় নষ্ট হবে না। আশা করি এই ব্লগটি আমাদের প্রত্যেকের খুব কাজে আসবে। ধন্যবাদ।

 4 days ago 

জি জরুরি সেটিংস এটি,ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.033
BTC 88099.99
ETH 3066.40
USDT 1.00
SBD 2.73