আমার শখের এক্যুরিয়াম। || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
আমি @rahimakhatun
from Bangladesh
২২ আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ ।
|
---|
|
---|
Device- Galaxy A13
এই যেমন ইনডোর গাছ দিয়ে ঘর সাজানো ,তারপর রঙিন মাছ। তবে আমার বড় একুরিয়াম নাই ,আমার ছোট একটা জার আসে ,বেশ কিউট লাগে। একটা বড় জার ছিল ,কিন্তু ধুতে গিয়ে ভেঙে ফেলেছি আমি বেশ গুণবতী তো তাই ,🤣🤣.পরে আর কি টাকা জমিয়ে আবার একটা কিনে এনেছি। বেশ কিছু মাছ ও এনেছিলাম ,কিন্তু আমার গুণদর ছেলে একুরিয়ামে লোশন ঢেলেছে ,পরে আর কি মাছ গুলা মরে গিয়াছে। আবার সেই দিন কিনে আনলাম। এখন দেখাবো কিভাবে আমি পরিষ্কার করে মাছগুলা জারে রাখলাম।
প্রথমে মাছগুলা প্যাকেট থেকে খুলে আমি একটা মগে রাখলাম।
আস্তে আস্তে সবগুলা পরিষ্কার করবো।
প্রথমে আমি পাথর গুলাকে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
জারটাও পরিষ্কার করে নিয়েছি।
জারে পরিষ্কার পাথর রেখে ,তাতে পরিষ্কার পানি দিয়ে দিব।
৪টা মেডিসিন দিয়ে দিব।
মাছগুলা দিয়ে দিব।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F | |||
---|---|---|---|---|
Location | Dhaka | |||
Photograpy | fish |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ছোটবেলা থেকেই এই একুরিয়ামের প্রতি আমার দুর্বলতা কাজ করে। একুরিয়াম প্রচন্ড ভালো লাগে আমার কাছে। আপনার একুরিয়ামটি সত্যিই দারুণ আপু। বড়টার থেকেও ছোটটা খুব বেশি কিউট লাগে। বড়টা ভেঙেছেন ভালোই করেছেন 🤭। এই জার টাই খুব কিউট লাগছে। ইনডোর গাছ এবং পাথরগুলো সব মিলিয়ে চমৎকার লাগছে।
হা হা বড়টা ভেঙেছি ভালো করেছি😉আমার কাছেও ছোট ছোট একুরিয়াম বেশ কিউট লাগে।আপনাকে অনেক ধন্যবাদ আপু
Big ass bass!🎣
একুরিয়ামে মাছ পালন করতে আপনি ভালোবাসেন এটা জেনে আমার খুবই ভালো লাগলো। কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই আপনি যে চারটি মেডিসিন এর চিত্র আমাদের কে দেখিয়েছেন আমি মনে করি এই মেডিসিন গুলো একুরিয়ামের মাছ পালন করার ক্ষেত্রে কোন প্রয়োজন নেই। কেননা আমি একুরিয়ামের মাছ খামার হিসাবে তৈরি করে থাকি। এই মাছের সকল বিষয় সম্পর্কে আমার খুবই ভালো ধারণা রয়েছে আপনি চাইলে আমার সাথে পরামর্শ নিতে পারেন।
কিন্তু আমাকে যে দোকানী দিলো,বললো না দিলে নাকি মাচ মারা যাবে।আসলে আমার তেমন ধারনা নাই তো
এক একটা মানুষের একেক রকম শখ থেকে থাকে। ঠিক তেমনি আপনার একটা শখ একু্রিয়াম করা। বেশ ভালো লাগলো আপনার আজকের এই এক্যুরিয়াম বিষয়ক পোস্ট দেখে। আসলে অ্যাকোরিয়ামের মধ্যে অনেক ধরনের ছোট মাছ পোষা সম্ভব।
একুরিয়াম আর ইনডোর প্লান্ট এই দুইটা জিনিস আমার বেশ ভালো লাগে।আপনাকে ধন্যবাদ
জি আপু ডিমের দাম প্রচুর বেড়ে গিয়েছিল। আরো কমবে কারণ এটা পচনশীল তাই তারা দাম কমাতে করতে বাধ্য হবে। মানুষ তো কিনাই বন্ধ করে দিয়েছে। আপু একুরিয়াম আমার খুব পছন্দের একটা জিনিস। খুবই সুন্দর লাগে কৃত্রিম এই মাছ রাখার জিনিসটি। বড় বড় একুরিয়াম থেকে আমার ছোট ছোট একুরিয়াম গুলো একটু বেশি ভালো লাগে।
সব কিছুর দাম হো হো করে বাড়ছে আপু।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
সত্যিই আপু মানুষ চাইলে সবকিছুই বোধহয় পারে। যেকোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আমরা বেশ পটু। জানেন তো একুরিয়ামে মাছ দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু যত্ন করার ভয়ে নিজের বাড়িতে কখনো একুরিয়াম নিয়ে আসিনি। আর আপনার ছেলের লোশন ঢালার কান্ড টা পড়ে বেশ হাসি পেল 🤪। ছোট বাচ্চাদের এমন দুষ্টুমি না থাকলে মজাই হয় না। যাইহোক আশা করি এইবারে সব মাছগুলো অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে।
আর বলিয়েন না ওর যন্ত্রনায় আমি অতিষ্ঠ। ও মাঝে মাঝে আকাজ করে🤪।
আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনি খুব সুন্দর রঙিন মাছকে এক্যুরিয়ামে রেখেছেন। সত্যি এরকম এক্যুরিয়ামে রঙিন মাছ দেখতে এক কথায় অসাধারণ লাগে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে তুলে ধরেছেন এই পোস্ট। তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমারও বেশ শখের জিনিস এই একুরিয়াম।তবে কেন জানি মাছগুলো বেশিদিন টিকে না😭
একুরিয়ামে মাছ পালন করতে আমার বেশ ভালো লাগে। আমার একটা একুরিয়াম ছিল ছোট এরকম। যদিও এখন আর ওই ভাবে মাছ পালন করা হয় না। মাছের প্রতি আলাদা একটা নেশা আছে আমার। যাইহোক একুরিয়ামের মাছের কিছু ফটোগ্রাফি এবং অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জেনে ভালো লাগলো আপনারও একুরিয়াম আছে,মাছ এনে রাখবেন😀
এক্যুরিয়ামে মাছ রাখলে খুবই সুন্দর লাগে দেখতে। আমার একটা ছিলো তবে আমার ভাগনে এতো দুষ্টু যে আমাদের বাসায় এসেই ভেঙে ফেলছে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।
ভাগনে ভেঙ্গেছে তাতে কি আবার আনবেন।🤪🤪পুরোনো ভাঙ্গলেই তো নতুন আসবে হাহা
আসলে এক্যুরিয়ামে মাছ চাষ করতে সবাই অনেক পছন্দ করে। রঙিন মাছ মানুষ শখের বসে বাড়িতে কিছু চাষ করে থাকে। আসলে আপনার এক্যুরিয়ামে এবং মাছগুলো দেখে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি তো আর চাষ করি না,তবে মাছ এনে এনে রাখি মাঝে মাঝে মাছ মরেও যায়,তখন বেশ খারাপ লাগে