লেভেল ৩ হতে আমার অর্জন।। By-@rabbirs
আসসালামুয়ালাইকুম
🌺"সবাইকে শুভেচ্ছা"🌺 সকলেই কেমন আছেন। আশা করি সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি।
প্রিয় বন্ধুরা"আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে এসেছি। @abb-school লেভেল ৩ ক্লাস থেকে আমি কি কি অর্জন করতে পেরেছি।তা নিয়ে আজ আমি লিখিত পরীক্ষা দিতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।
প্রশ্ন: মার্কডাউন কি।
কোন পোষ্টের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে। এবং দৃষ্টিনন্দন করতে কিছু কোড ব্যবহার করতে হয় সেগুলোকে মার্কডাউন বলে।
প্রশ্ন: মার্কডাউন কোড এর ব্যবহার কেন গুরুত্বপূর্ণ।
মার্কডাউন কোডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লেখাকে সুন্দরভাবে উপস্থাপন লেখার মধ্যে নির্দিষ্ট পয়েন্ট হাইলাইট লেখাকে বোল্ড ইতালিক লেখার হেডিং ছোট বড় টেবিল তৈরি ইত্যাদি করতে মার্কডাউন কোড ব্যবহার করা হয়।
প্রশ্ন: পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়।
লেখার শুরুতেই চারটি স্পেস ব্যবহার করলে পোষ্টের মার্কডাউন দৃশ্যমান করে দেখানো যায়।
প্রশ্ন: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে এবং তার মার্কডাউন কোড গুলো উল্লেখ করুন।
User | Post | Steem power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 900 |
মার্কডাউন কোডগুলো হল।
|User | Post| Steem power|
|----|----|----|
|User-1| 10| 500|
User-2| 20| 900|
প্রশ্ন: সোর্স উল্লেখ করার নিয়ম কি।
উত্তর: সোর্স লিংক
সোর্স
প্রশ্ন: বৃহত্তর হতে ক্ষুদ্রতর ক্রমিকভাবে ১ থেকে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
লেখার শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে স্পেস ব্যবহার করলে লেখাটা ছোট থেকে বড় করা সম্ভব। যেমন:
১ টা হ্যাশ দিলে অনেক বড় সাইজ
২ টা হ্যাশ দিলে বড় সাইজ
৩ টা হ্যাশ দিলে মাঝারি সাইজ
৪ টা হ্যাশ দিলে ছোট সাইজ
৫ টা হ্যাশ দিলে অনেক ছোট সাইজ
৬ টা হ্যাশ দিলে টিনি সাইজ
যেমন আমি লেখাটাকে বড় থেকে ছোট করে দেখাচ্ছি।
অনেক বড় সাইজ
বড় সাইজ
মাঝারি সাইজ
ছোট সাইজ
অনেক ছোট সাইজ
টিনি সাইজ
প্রশ্ন: টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।
পোষ্টের লেখাগুলো কে সুন্দর ভাবে গুছিয়ে তোলার জন্য টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড ব্যবহার করা হয়। জাস্টিফাই মার্কডাউন কোডটি হলো:
<div class ="text-justify"> text </div >
প্রশ্ন: কনটেন্ট এর টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।
কনটেন্ট এর টপিক নির্বাচনে যে বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত তা হল:
১: জ্ঞান
২: অভিজ্ঞতা ও
৩: সৃজনশীলতা
প্রশ্ন: কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর জ্ঞান থাকা জরুরি কেন।
কোনো একটি বিষয়ে ব্লগ লিখতে চাইলে সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হয়। তাছাড়া সেই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা যায় না এবং অন্যদের কাছে ও সেটা ভালো লাগবে না। তাই সেই টপিকস এ জ্ঞান থাকা জরুরি।
প্রশ্ন: ধরুন প্রতি Steem কয়েনের মূল্য $ 0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন।
আমি যদি কোন পোস্টে $7 এর ভোট দেই সেখান থেকে আমি কিউরেটর হিসাবে $3.5 [USD] কিউরেশন রেওয়ার্ড পাবো।
প্রশ্ন: সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি।
সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল হলো:
কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট দেওয়া।
পোস্ট করার ৫ মিনিট থেকে ৬ দিন ১২ ঘণ্টার মধ্যে ভোট দেওয়া।
ট্রেন্ডিং পোস্টে ভোট দেওয়া।
পোস্ট করার প্রথম পাঁচ মিনিট এবং সাত দিনের শেষ ১২ ঘণ্টার মধ্যে ভোট দেওয়া থেকে বিরত থাকা।
প্রশ্ন: নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে নাকি @heroism ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।
@heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। যদি আমাদের স্টিম পাওয়ার এর নির্দিষ্ট একটি অংশ @heroism এ ডেলিগেশন করি এবং @heroism থেকে কোনো পোস্ট এ ভোট দেওয়া হয় তাহলে বেশি আর্ন হবে।
@alsarzilsiam সহ.....
আপনি টেবিলটি তৈরি করেছেন কিন্তু মার্কডাউনটি সঠিক ভাবে লিখতে পারেন নি। ঠিক করে নিবেন
উদাহরন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক করে দিয়েছি।
আপনাকে ও ধন্যবাদ।
প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি level3 থেকে অনেক শিক্ষণীয় বিষয় শিখেছেন তা দেখে অনেক ভালো লাগলো। তবে সিয়াম ভাইয়া যে বিষয়টি বলেছে তাই একটু সংশোধন করে নিবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে
ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।
আপনি লেভেল 3 এর পরীক্ষা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা দেখে আসলে খুব ভালো লাগছে। বোঝাই যাচ্ছে ভালো কিছু শিখতে পেরেছেন অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
খুবই চমৎকার করে একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমি সব সময় একটা কথা বলে থাকি, সেটি হচ্ছে অর্জিত কোন কিছু হয়না বর্জন।আপনার অর্জন আপনার জন্যই থেকে যাবে। তাই নিঃসন্দেহে অর্জন করতে থাকুন ভালো কিছু হবে ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
আশা করি খুব শীঘ্রই সবগুলো লেভেল অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন ভাই।❤️❤️❤️
level3 হতে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন ভাই। আমি নিজেও লেবেলগুলো করে আজ ভেরিফাইড হয়েছি। ক্লাসগুলো করলে অনেক কিছুই শিখা যায়। আপনার উপস্থাপনা টাও বেশ ভালো ছিল ভাই। এভাবে অনেক দূর এগিয়ে যান শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
ছোটখাটো ভুলত্রুটি বাদে প্রায় সবকিছু ভালোভাবে পরীক্ষা দিয়েছেন আপনি। আশা করছি ছোটখাটো ভুল গুলো ঠিক করে নেবেন। এভাবে সবগুলো লেভেল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।
খুবই চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
♥♥
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও আপনার জন্য শুভকামনা রইল।