আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শীতকাল মানেই প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর।
শীতকাল মানেই সবুজের সমাহার।
শীতকাল মানেই কনকনে শীতে একাকার।
তো বন্ধুরা আমি আজকে শীতকালীন কিছু প্রাকৃতিক দৃশ্য এবং শীতকালের যে রূপ বৈচিত্র্য সেগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হলাম।আজকে আমি অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব যেখানে শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান।আসলে অনেক জায়গা পরিদর্শন করে এই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।
আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন ফটোগ্রাফি।
১নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
প্রথমেই দেখতে পাচ্ছেন মুলার ফুলের ওপরে একটি মাছি বসে রয়েছে।শীতকালে মুলা বেশ জনপ্রিয় একটি সবজি আর এই মূলার ফুলগুলোও বেশ চমৎকার হয়ে থাকে। বিশেষ করে মুলার মধ্যেও কয়েকটি কালারের ফুল দেখতে পাওয়া যায়।ফুলের উপরে পোকাটি খুব চমৎকারভাবে বসে রয়েছে। আর এই অবস্থায় ফটোগ্রাফিটি করা।যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।
২নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন ভিন্ন কালার ও ভিন্ন প্রজাতির গোলাপ ফুল। আসলে গোলাপ ফুল এমনিতে আমার ভালো লাগে আর গোলাপ ফুলের উপরে যদি কুয়াশার ফোটা পড়ে থাকে তখন এর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। মাঝে মাঝে নার্সারিতে গেলে গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে পারি। সত্যি বলতে এই ধরনের গোলাপ ফুল সব জায়গাতে দেখতে পাওয়া যায় না।তবে গোলাপ ফুলের মধ্যে আমার জানামতে ২৬৩ টি জাত রয়েছে। আর সেই জাতগুলোর মধ্যে এটি একটি ।
৩নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন ধানের মেশিনে ধান দেওয়া হয়েছে। আর এই ধান গুলো মেশিনে ভাঙার পর চাল বের হবে। এ ধরনের মেশিন বাড়ি বাড়ি গিয়ে ধান ভেঙ্গে দিয়ে আসে। যদিও এখন উন্নত ব্যবস্থা রয়েছে বাজারে গেলে ধানের মেশিন পাওয়া যায় যেগুলো অনেক সহজে বং অল্প সময়ে অনেক ধান ভেঙ্গে দিতে পারে। তবুও গ্রাম অঞ্চলে এই ছোট মেশিনেরও এখনো চাহিদা অনেক রয়েছে
৪নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন সরিষার ফুলের ফটোগ্রাফি। আসলে এখন শীতকাল চারদিকে সরিষার বাগান আর ফুলে ফুলে ভরা। সরিষার ফুল ফোটার আগে যেমন সবুজের সমারোহ থাকে, তেমনি ফুল ফোটার পরে হলুদের সমারোহ দেখতে পাওয়া যায়।মনে হয় যেন হলুদ চাদরে ঘেরা একটা অংশ ।মাঠে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি গুলো করে নিলাম।আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য জানাবেন।
৫নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন শীতের একদম পরিচিত একটি দৃশ্য।শীতকাল এলেই ধান কাটা এবং সেগুলোকে বেঁধে মাঠে রাখা এই ধরনের দৃশ্য চোখে ভাসে। এরপর সেগুলোকে আবার মাথায় করে বা গাড়ি করে তাদের বাড়িতে নিয়ে ধানগুলো সংগ্রহ করে।যদিও এই বছর আমাদের এলাকায় বন্যা হওয়ার কারণে ধান রোপন করা যায়নি। তবে এগুলো আমার আগে ফটোগ্রাফি করা ।
৬নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
শীতকাল মানেই অন্যরকম ভালোলাগা। আর ভালোলাগার অন্যতম এক মাধ্যম হচ্ছে ব্যাডমিন্টন খেলা।এই ব্যাডমিন্টন খেলা আমার অনেক প্রিয় যদিও এখন তেমন একটা খেলা হয় না।একটা সময় অনেক রাত পর্যন্ত বাইরে থাকতাম শুধু ব্যাডমিন্টন খেলার জন্য।এই খেলাটি এই শীতকালের জনপ্রিয় খেলা এবং শীতকাল ব্যাতিরেকে এই খেলা খুব কম খেলা হয়। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে।
৭নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি ক্যারেটের মধ্যে অনেকগুলো চারা গাছ। সত্যি বলতে শীতকালে মানুষ সব দিকেই চারা গাছ রোপন করে এবং সে চারা গাছকে পরিচর্যা করে ভালো ফসল ফলায়। আর সেগুলো বাজারে বিক্রি করে নিজেদের জীবনযাপনে ব্যয় করে। টলি করে এই চারা গুলো বিভিন্ন বাড়ি বাড়িতে নিয়ে বিক্রি করা হয় ।আর দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো।যখন টমেটো অনেক বেশি বাজারে আসে তখন এভাবে বিক্রি করে ।
৮নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
শীতকাল এলেই হাঁসের পার্টি হবেই হবে। প্রতি শীতেই হাঁস অনেক বেশি খাওয়া হয়। বিশেষ করে শীতের সময় রুটি অথবা পরোটা দিয়ে হাঁসের মাংস বেশ মজাদার।হাঁস এমনিতেই আমার ভালো লাগে, আর শীতকালে একটু বেশি খাওয়া হয়। কারো লোভ লেগে গেলে আমি দায়ী নয়। যাইহোক শীতকালের এই হাঁসের পার্টির ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
৯নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
২৬৩ যাদের গোলাপের বাইরেও আরো কিছু গোলাপ থাকতে পারে তবে এই সব গোলাপের ফটোগ্রাফি সব সময় করা সম্ভব হয়ে ওঠে না। কারণ গোলাপ ফুলের বেশি জাত দেখতে পাওয়া যায় না।তবে মাঝে মাঝে কিছু নার্সারিতে ভিন্ন রকম কিছু জাত দেখতে পাওয়া যায়। যাই হোক সৌভাগ্যক্রমে এই আনকমন কিছু জাতের ফটোগ্রাফি উপস্থাপন করলাম। আসলে সুন্দর কিছু চোখের সামনে পড়লে ফটোগ্রাফি করতে ভালো লাগে, তাই আর দেরি না করেই ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করে ফেলি।
১০নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
বর্ষা শেষে নদীর পানি যখন থমকে যায় তখন নদীতে অসংখ্য ফেনা বাসা বাদে। ঐরকমই শান্ত নদীতে বাসা বাঁধা অনেকগুলো ফেনার একটি দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম।এই সময় কোন স্রোত থাকে না তাই ফেনাগুলো এক জায়গায় আবদ্ধ হয়ে থাকে এবং দেখতে মনে হয় এটি একটি সবুজ গালিচা। আশা করছি আপনাদের এই দৃশ্যটি পছন্দ হবে।
১১নং -ফটোগ্রাফি
শীতকালে খিরার চাষ অনেক বেশি হয়। গ্রামে গঞ্জে খিরার অনেক বড় বড় ক্ষেত দেখতে পাওয়া যায়। তবে এখন সেটি কমে যাচ্ছে কারণ মানুষ দিন দিন অলস হয়ে যাচ্ছে।আর এই কারণে মূলত খিরা বলুন বা অন্যান্য শাকসবজি বলুন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অনেকদূর হেঁটে গিয়েও আপনি একটি খিরার ক্ষেত দেখতে পাবেন না বর্তমানে এই অবস্থা। যাইহোক একটি খিরার ক্ষেত নিজের চোখের সামনে দেখলাম। তাই সেটার ফটোগ্রাফি করলাম। আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম।
১২নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
গত বছর ঘরের আঙ্গিনায় মুলো চাষ করেছিলাম।তবে মুলো চাষ বললে ভুল হবে শাকের জন্য কিছু মুলার বীজ ফেলেছিলাম। সেখান থেকে কিছু মুলা বড় হয়েছে।প্রথমত শাকগুলো তুলে খাওয়া হয়েছে,তবে যেগুলো বড় রয়েছে সেগুলো পরে দেখতে পেলাম মুলায় পরিণত হলো।তবে বাড়ির আঙিনায় এ ধরনের শাকসবজি করলে নিজের জন্য অনেক বেশি উপকার। ফরমালিনমুক্ত ভালো তরতাজা শাকসবজি খাওয়া যায়।
১৩নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন মটর শুটির ফটোগ্রাফি। বাজার করতে গিয়ে দেখলাম বাজারে মটরশুটি এসেছে। সত্যি বলতে এই সময় মটর শুটি আশা করিনি। তবে এই মটরশুটি ও শীতকালীন একটি জনপ্রিয় খাবার। বাজারে যাওয়াতে এই মটরশুঁটি দেখতে পেলাম ১ কেজি ৩০০ টাকা দরে বিক্রি করছে। যেহেতু সিজনের প্রথম এই মটর শুটির তাই বাজারে দামটা একটু বেশি। সেগুলো আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১৪নং -ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন সুসজ্জিত একটি নার্সারি যেখানে অনেকগুলো পিটুনিয়ার জাত রয়েছে। সারি সারি বাঁশ বেঁধে রেখেছে আর সেই বাঁশের উপরে খুব সুন্দর ভাবে টবগুলো একসাথে বেঁধে রাখাতে অনেক বেশি চমৎকার লাগছে। নার্সারিটি বেশ চমৎকার আমাদের বাজার থেকে এক বাজার পরেই এই নার্সারিটি রয়েছে। যেখানে মাঝে মাঝে ফটোগ্রাফি করার জন্য যাই।আশা করছি দৃশ্যটি আপনাদের মন কেড়ে নেবে।
১৫নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন লেটুস পাতার ফটোগ্রাফি। এটি আসলে ছাদের উপরে রোপন করা। আমার এক মামা তার ছাদের উপরে রোপন করেছিল। এই লেটুস পাতা অনেক বেশি দেখতে পাওয়া যায় আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এখন লেটুস পাতার চাষ মানুষ গ্রামেও করছে আমাদের এলাকায় এক বড় ভাই ও অনেক বড় এরিয়াজুড়ে লেটুস পাতার চাষ করছে।
১৬নং -ফটোগ্রাফি
এখন দেখতে পাচ্ছেন একটি প্রজাপতি পাতার উপরে বসে রয়েছে। এই প্রজাপতি আকারে ছোট তবে কুয়াশা পড়া পাতার উপরে এই সকালবেলা এই প্রজাপতি বসে রয়েছে দেখতে ভালো লাগছিল তাই ফটোগ্রাফি করে নিলাম, আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম।এরকম ফটোগ্রাফি মাঝে মাঝে করা হয়, কারণ এদিক ওদিক বের হলে এইরকম দৃশ্য চোখে পড়ে। আশা করছি আপনাদের পছন্দ হবে।
১৭নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
শীতকালে খেজুরের রস অনেক বেশি জনপ্রিয়। তবে আমাদের এরিয়াতে খেজুর গাছ থাকলেও কাটার মত লোক নেই।খেজুরের রস পাওয়াটা এখন দুষ্কর হয়ে পড়েছে।অনেক দূরে অর্ডার করে আনতে হয়। যাইহোক চর এলাহী যাওয়ার পথে এই ফটোগ্রাফিটি করলাম আর সেটাই তুলে ধরলাম। তো বন্ধুরা এই ছিলো আজকের ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
বাহ্ , বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা শীতকালীন এসব চমৎকার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে ৷ ফটোগ্রাফি গুলোর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ বিশেষ করে শীতকালীন বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শীতকালীন এমন চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
ভাই আপনি আজকে আমাদের মাঝে শীতকালীন বেশ দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। শীতকালে ব্যাডমিন্টন খেলা বেশ জনপ্রিয় একটি খেলা। আমাদের এলাকায় তরুণ যুবক ছেলেমেয়েরা প্রায় প্রতিনিয়ত এই খেলায় অংশগ্রহণ করে থাকে আমিও মাঝে মাঝে তাদের সাথে এখানে অংশগ্রহণ করি। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমেই বলবো, ফটোগ্রাফি গুলো দেখে সকাল সকাল মনটা একদম ভরে গেল।চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।ফটোগ্রাফি এগুলো যেন কথা বলছে।জীবন্ত সব ফটোগ্রাফি শেয়ার করেছে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনি আজকে আমাদের মাঝে দারুন দারুন কিছু ফটোগ্রাফি উপহার দিয়েছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে গোলাপ ফুল খেজুরের রস এই ফটোগুলো আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
https://x.com/Nevlu123/status/1869557624070615530
ভাই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি আজ অনেক দারুন দারুন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা শীতকালীন ফটোগ্রাফি গুলা দেখতে বেশ চমৎকার লাগছে। সবগুলো ফটোগ্রাফি অনেক দক্ষ তার সাথে আপনি করেছেন। তার সাথে অনেক সুন্দর করে বর্ণনাও করেছেন ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
মুলার ফুল আগে কখনো দেখা হয়নি। ফুল গুলো খুবই সুন্দর দেখতে আর উপরে মৌমাছিটা থাকার কারণে আরো বেশি ভালো লাগছে। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। নার্সারিতে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি এবং লেটুস পাতার ফটোগ্রাফিতে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসার যতই করবো ততই খুব কম হবে। আপনি প্রতি সপ্তাহে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। যেগুলো দেখলে একেবারে এক নজরে তাকিয়ে থাকি। প্রতিযোগিতার জন্য ও অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি করেছেন। অনেক ভালো লেগেছে এই ফটোগ্রাফি গুলো দেখতে।
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো।শীতকালীন ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ। গোলাপ ফুলের ফটোগ্রাফিটি দেখে বারবার দেখতেছি আমি। অসাধারণ শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি।