ভ্রমণ পোস্ট || গৌরীপুর ভ্রমণ করার অনুভূতি।
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আসসালামু আলাইকুম। আমি @nazmul01 বাংলাদেশ থেকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো গৌরীপুর ভ্রমণ করার অনুভূতি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত বুধবার আমার একটি পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার কেন্দ্র নির্বাচিত হয় গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজে। যেহেতু আমি ময়মনসিংহ সদরে থাকি, তাই আমার জন্য অনেকটা দূরে হয়ে গিয়েছে, তার জন্য আমি চিন্তা করি এবং ট্রেনে করে যাওয়া সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু ট্রেন সকাল ১১ টায় ছেড়ে যাবে তার জন্য আমি ১০ টায়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে চলে আসি। এসে দেখি ট্রেনে এখনো আসেনি।
ট্রেন দশ মিনিট লেট করে আসে। তার পর আমি ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠার পর দেখতে পেলাম বেশ কিছু সিট ফাঁকা রয়েছে। তারপর আমি একটি ফাঁকা সিটে বসে পড়লাম। ট্রেন জার্নি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর ট্রেন চলতে শুরু করে।
আমার ট্রেনে করে গৌরীপুর আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। তারপর আমি গৌরীপুর স্টেশনে নেমে পড়ি এবং পকেট থেকে ফোন বের করে কিছু ফটোগ্রাফি করি। গৌরীপুর স্টেশন অনেক পুরোনো। ট্রেন এখানে দশ মিনিট অপেক্ষা করবে। তারপর আবার চলে যাবে। আমি পরীক্ষার উদ্দেশ্যে কলেজের দিকে রওনা করলাম।
কলেজের সামনে একটি গোল চত্বর রয়েছে। দেখে আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য আমি কিছু ফটোগ্রাফি করি। গোল চত্বরের সামনে একটি ভাস্কর্য দেখতে পেলাম। এই লোকটি মুক্তিযোদ্ধা ছিল। তাকে সম্মান জানানোর জন্য এ ভাস্কর্য তৈরি করা হয়েছে। পরীক্ষা দেওয়ার জন্য আমি কলেজের ভিতরে ঢুকে পড়ি। গিয়ে দেখতে পেলাম আমার কিছু পরিচিত বন্ধুরা পরীক্ষা দিতে চলে এসেছে। তাদের সাথে একটি সেলফি নিলাম। এবং অনেক মজার মুহূর্ত কাটালাম।
পরীক্ষা শেষ করে চলে আসলাম গৌরীপুর স্টেশনে। স্টেশনে এসে দেখি বিজয় এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। তাড়াতিড়া করে ট্রেনের উপর উঠে বসলাম। এই ট্রেনের সিট গুলো অনেক ভাল ছিল। তারপর ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করলাম। আমার সাথে আমার বন্ধুরাও ছিল। তাদের বাসাও ময়মনসিংহে সদরে।
অবশেষে আমি এবং আমার বন্ধুরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নেমে পড়ি। বিজয় এক্সপ্রেস ট্রেনটি দিয়ে আসতে আমাদের ৪০ মিনিটের মতো সময় লেগেছে। ট্রেন জার্নি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সাথে আমার বন্ধুরা থাকায় আরোও অনেক আনন্দ হয়েছে। আমি ট্রেন জার্নি কারার সময় ছোট একটি ভিডিও করি।
নিচে ভিডিও লিংক শেয়ার করেছি। তারপর বন্ধুদের সাথে একটি সেলফি নিয়ে আমি বাসায় চলে আসলাম। গৌরীপুর ভ্রমণ করার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছি । আশাকরি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | ভ্রমণ। |
---|---|
ডিভাইজ | শাওমি রেডমি ৯ |
বিষয় | গৌরীপুর ভ্রমণ করার অনুভূতি। |
লোকেশন | গৌরীপুর, ময়মনসিংহ , বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01 |
https://twitter.com/nazmulhasanbd01/status/1763370116203630945?t=SKKZl5XLEZep8nAszP7RCQ&s=19
ট্রেন জার্নি আমার কাছে ভীষণ ভালো লাগে। গৌরীপুর গিয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন। পরিক্ষা দিতে গিয়েছিলেন বাহ্ দারুন। আশাকরি ভালো পরিক্ষা দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
জি ভাই আপনাদের দুয়ায় পরীক্ষা ভালো হয়েছে। আপনার ট্রেন জার্নি করতে ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার জন্যও শুভকামনা রইল ভাই।
ভ্রমণের সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছে। যেখানে ট্রেন ভ্রমণের ভিডিও পাশাপাশি বন্ধুদের সাথে চলাচলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। অবশ্য গৌরীপুর আমি চিনি না, তবে বেশ কিছু জানতে পারলাম এই পোষ্টের মধ্যে। মাঝেমধ্যে বাইরে কোথাও ভ্রমন করতে যাওয়ার মজাই আলাদা।
আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। জি ভাই আপনি ঠিক বলছেন বাইরে কোথাও ভ্রমণ করতে যাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ ভাই আপনাকে।
ট্রেনে ভ্রমন কিন্তু ভালোই লাগে ৷ তবে সেটা যদি অনেক দুরের ভ্রমন হয় ৷ যা হোক আপনার পরীক্ষার সেন্টার গৌরিপুর মহিলা কলেজে হওয়ার জন্য ট্রেন যোগে গিয়েছেন ৷ সেই সাথে ফটোগ্রাফি অনেক সুন্দর অনুভুতি প্রকাশ করেছেন ৷ ভালো লাগলো ভাই তোমার পরীক্ষা ভালো হোক শুভকামনা রইল অবিরাম ৷
ভালো মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভ্রমণ করতে আমার যেরকম ভালো লাগে তেমনি ভ্রমণের পোস্টগুলো দেখতেও আমার অনেক ভালো লাগে৷ আজকে আপনি যেভাবে গৌরীপুর ভ্রমণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো। এই স্থানে কখনো যাওয়া হয়নি৷ তবে এই স্থানের নাম অনেক শুনেছি৷ চেষ্টা করব অবশ্যই এই স্থানে গিয়ে ঘুরে আসার৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার পোস্ট ভিজিট করার জন্য।
আপনার এই পোস্ট ভিজিট করে আমি অনেক আনন্দিত হলাম। অনেক কিছু ছিল আপনার এই পোস্টে।
ট্রেনে জার্নি করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে ট্রেনের ভিতর থেকে গ্ৰাম অঞ্চলের প্রকৃতির দৃশ্য গুলো দেখতে দারুন লাগে। আপনি ময়মনসিংহ থেকে গোরীপুর পরিক্ষা দিয়ে গিয়ে বন্ধুদের সাথে হয়েছে। তারপর সবাই মিলে বেশ ভালো সময় অতিবাহিত করেছেন। জেনে ভালো লাগলো। আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।
আসলে এরকম মুহূর্ত বন্ধুদের সাথে কাটাতে পারলে ভালই লাগে। বিশেষ করে ট্রেন ভ্রমণ যেটা সবার কাছে খুবই প্রিয়। বন্ধুদের সাথে ট্রেনে ভ্রমণ সবচেয়ে বেস্ট। আপনি গৌরীপুর খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন যেটা আমাদের সাথে শেয়ার করলেন। আমরাও উপভোগ করলাম সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমার পোস্ট ভিজিট কারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।