নদীর সৌন্দর্য্য কখনো ম্লান হয় না || ফটোগ্রাফি পর্ব-১||
হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।
বরাবরই আমি এখানে সন্ধ্যার কিছুটা আগে আসার চেষ্টা করি। কারণ এই সময়টা নদীর পাড়ে বসে থাকতে অন্যরকম একটা ফিল আসে। শেষ বিকালে নদীর পাড়ে ঘুরে বেড়াতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি। আসলে এই সময় লোকেশনটা খুব চমৎকার থাকে। এত সুন্দর পরিবেশে কিছুটা সময় অতিবাহিত করতে কার না ভালো লাগবে বলেন। আজকে আমি ব্রিজ পার হয়ে নদীর অপর প্রান্তে চলে গিয়েছিলাম। এই পাশের লোকেশনটা সবচেয়ে বেশি ভালো। এখানে এসে অবশ্য এক জায়গায় বসে থাকেনি বাঁধের উপর থেকে নেমে সোজা ব্রীজের নিচে চলে গিয়েছিলাম।
সেতু পার হয়ে নদীর ওপর পাশে চলে আসলাম। এদিকে নদী শাসনের যে বাঁধ আছে সেটা খুব সুন্দর করে সাজানো। সবসময় লোকজন এদিকেই ভির করে। তার যথেষ্ট কারন কিন্তু আছে। এখান থেকে সূর্যাস্তের সময় আলাদা একটা সৌন্দর্য্য উপভোগ করা যায়। আমি প্রথমেই বাঁধের উপর থেকে ব্রিজের একটা ফটোগ্রাফি নিয়েছিলাম। তারপর বাঁধ থেকে একদম নদীর কিনারায় নেমে আরেকটি ফটোগ্রাফি নেই। আজকে এখানে অন্যরকম এক অনুভূতি কাজ করছে সৌন্দর্য্যটাই আলাদা।
নদীর পাড়ের ফুলের বাগান এসব বাগানে কোন পরিচর্যা লাগে না। অবহেলিত ভাবে পুকুর পাড়ে, নদীর পাড়ে এবং রাস্তার ধারে জন্মাতে দেখা যায়। কিন্তু এইসব গাছের ফুলগুলো বেশ আকর্ষণীয়। এর ভেতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম ভালই লাগছিল নদীর পাড়ে এই ফুলের বাগানে হাঁটতে না না জঙ্গলে।
নদীর কিনার ধরে হাঁটতে হাঁটতে সূর্য্য প্রায় অস্ত যাচ্ছিল। শেষ বিকালে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পরে তখন অন্যরকম এক দৃশ্যের অবতারণা হয়। বিশেষ করে এই জায়গায় দাড়িয়ে থেকে দেখতে খুব ভালো লাগে। একদিকে ডুবন্ত সূর্য আর অন্যদিকে সূর্যের বাঁকা রশ্মি সেতুর উপর পড়ছে। আহ্ কি পাগল করা দৃশ্য।
সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসলো আমিও সময়ের সেরা মুহূর্তে চলে এসেছি। এই মুহূর্তটি আসলেই অনেক ভালো লাগার মত। এই সময়টাতে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে কি যে ভালো লাগে তা আর বলে বোঝাতে পারছি না। সূর্যের লাল আভা নদীর উপর পড়ে অন্য রকমের সৌন্দর্যের সৃষ্টি করেছে। সূর্যের রক্তিম বর্ণ প্রকৃতির সাথে সাথে নদীর পানি গুলোকেও রাঙ্গিয়ে দিয়েছে। আসলেই এ এক চোখ জুড়ানো দৃশ্য। কিছুতেই চোখ যেন সরাতে পারছি না। আমি মুগ্ধ হয়ে অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম। পরবর্তীতে শেয়ার করবো ইনশাআল্লাহ।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি A-10 |
---|---|
ফটো | @mayedul |
লোকেশন | w3w location |
নদীটি কি সুন্দর! সূর্যের শেষ আভা পড়ছে এটাই ছবিগুলো আরো চমৎকার হয়ে উঠেছে, সাথে বেশ কিছু ফুলের ছবি দিয়েছেন যা সত্যই মনোমুগ্ধকর । বেশ ভালো লাগলো আজকের আপনার পোস্ট।
সূর্যের লাল আবহাওয়া যখন নদীর উপর প্রতিফলিত হচ্ছে তখন অন্যরকম এক সৌন্দর্যের সৃষ্টি করেছিল।
নদীর সৌন্দর্য্য কখনো ম্লান হয় না। আপনি একদম ঠিক কথা বলেছেন আর আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিশেষ করে নদীর মাঝখানে ব্রিজের ফটোগ্রাফিটি আমার দৃষ্টি কেড়েছে। অসাধারণ ছিল প্রতিটি ফটোগ্রাফি শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
আসলেই ভাই অসাধারণ মুহূর্ত কাটিয়েছি।
মাশাআল্লাহ ভাইয়া চমৎকার কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামের বাড়িতে গেলে মনটা খারাপ হয়ে গেলে নদীর তীরে চলে যায়। আপনি ঠিক কথা বলেছেন নদীর পাড়ের সময় কিভাবে যে কেটে যায় সেটা কোন ভাবেই বোঝার উপায় নেই।ডুবন্ত সূর্য আর অন্যদিকে সূর্যের বাঁকা রশ্মি সেতুর উপর পড়ার কারণে দৃশ্যটা বেশি ভালো লেগেছে।সূর্যের লাল আভা নদীর উপর পড়লে অন্য রকমের সৌন্দর্যের সৃষ্টি হয়।এই দৃশ্য গুলো দেখলে যত খারাপ মন থাকুক ভালো হতে বাধ্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। দোয়া এবং ভালোবাসা রইলো আপনার জন্য।
একদম ঠিক সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা নদীর কাছে বসে থাকলেই বেশি ভোগ করা যায়।
বেশ চমৎকার সুন্দর নদীর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ চমৎকার ছিল সব গুলো ছবি, আপনার প্রত্যেকটি ছবি ছিল প্রাণবন্ত আমার খুবই পছন্দ হয়েছে শুভকামনা আপনার জন্য।
খুব ভালো লাগলো ভাই।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।
আপনি তো দেখছি মনোমুগ্ধকর কিছু আকাশের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে তো এইরকম ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এই ফটোগ্রাফি। তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
নদীকে ঘিরেই তো সেই সৌন্দর্য ফুটে উঠেছে।
ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ।। নদীর পাড়ে সময় কাটাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমিও আজ নদীতে ঘুরাঘুরির মুহূর্তটা শেয়ার করেছি ।।আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।।
কাকতালীয়ভাবে মিলে গেল সত্যি।
খুব ভালো লাগলো জেনে ধন্যবাদ আপনাকে।
নদীর সৌন্দর্য কতটুকু সেটা বলে বোঝানোর মত না। আমার যখনই মন খারাপ থাকে তখন আমি ছুটে যাই নদীর পাড়ে আর নদীর পাড়ে গেলেই আমার নিমিষেই মন ভালো হয়ে যায়। আপনি খুবই সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই আমাদের মনের সব দুঃখ কষ্ট নদী কি আপন মনে সব নিজের মধ্যে টেনে নেয়।
নদীর দৃশ্য পটভূমির দারুন ফটোগ্রাফি করেছেন। সত্যি দেখে অনেক ভালো লাগলো। নদীতে ঘুরাঘুরি করতে আমার খুব ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।
সেই ভালোলাগা থেকেই বারবার নদীর কাছে ছুটে যাই।
নদীর সৌন্দর্য কোন সময় কমে যায় না অবশ্য সৌন্দর্যের পরিবর্তন লক্ষ্য করা যায় সময় ভেদে। আজকে আপনি আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। সূর্য অস্ত যাবার ফটোগ্রাফি এবং নদীর পাড়ে ফুটে থাকা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
একদম ঠিক বলেছেন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের কিছুটা পরিবর্তন হয়। কিন্তু নদীতে সূর্যাস্তের দৃশ্য দেখতে সব সময় ভালো লাগে।