গানের আড্ডা:)- বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য আড্ডা।
💐 "বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" 💐 |
---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গানের আড্ডা:)- বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য আড্ডা।
আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
আজকে আমি ভিন্ন রকম একটি পোস্ট করতে চলেছি। আশাকরি আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন। গতকাল ছিলো বৃহস্পতিবার আর দুপুর পর্যন্ত অফিস চলে। হঠাৎ করে দুপুরের পর অফিস এর কারেন্ট এর সমস্যা হয়। এর পরে আমাদের অফিস ছুটি দিয়ে দেয়। এর পরে আমরা বেশি কয়েক জন মিলে বলতেছি। সামনে তো রোজা এবং ঈদ তেমন আর হয়তো অফিসে থেকে ছুটি পাওয়া যাবে না। এর পরে @asadul-islam কে আমি বললাম চলো তাহলে সবাই মিলে নদীর পাড়ে থেকে ঘুরে আসি। তাহলে সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা ও দেওয়া যাবে। যেই কথা সেই কাজ। এর পরে সবাই মিলে চলতে থাকলাম নদীর পাড়ের দিকে। আমাদের অফিস থেকে হেঁটে গেলে নদীর পাড়ে যেতে ৫ মিনিট সময় লাগে। এর পরে সবাই মিলে গেলাম নদীর পাড়ে।
প্রথমেই সবাই ঘুরে ঘুরে দেখলাম। এর পরে সবাই এক জায়গায় বসে গল্প করতে থাকলাম। হঠাৎ করে আমি বললাম তাহলে চলো সবাই মিলে জমিয়ে গানের আড্ডা দেই। এর পরে আমাদের মাঝে আমাদের এক বন্ধু জমিস সে ফোনের মধ্যে কিবোর্ড বাজাতে থাকে। আর আমরা সবাই মিলে গান ধরলাম। বেশ কয়েকটি সবাই মিলে গান গাইলাম। সবাই মিলে অনেক বেশি ইনজয় করেছি। আশাকরি আপনারা নিচে দেওয়া ভিডিও লিংক দেখেই বুঝতে পারবেন। বিনোদন হচ্ছে মনের খোরাক বটে। এমন সময় উপভোগ করতে সব থেকে বেশি ভালো লাগে। আশাকরি অবশ্যই ভিডিও দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সুন্দর মন্তব্যের অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | গানের আড্ডা:)- |
---|---|
ডিভাইজ | realme 9 |
বিষয় | বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য আড্ডা। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @limon88 |
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা৷ বন্ধুদের সাথে যখন সময় কাটানো হয় তখন একটি অসাধারণ সময় অতিবাহিত হয়৷ আপনার বন্ধুদের সাথে আপনি গানের আড্ডায় মেতে ছিলেন দেখে খুব ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে সকলে মিলে গান উপভোগ করেছেন৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷
ভালোলাগা সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আজকে। বন্ধুরা একত্রিত হতে পারলে বেশ ভালো লাগে আর পাশাপাশি গান আড্ডা দেওয়ার মজাই আলাদা। খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। পাশাপাশি বেশ সুন্দর গায়ছেন দেখছি। এভাবে একসাথে গান করা মজাই আলাদা।
ওয়াও অসাধারণ বেশ জমিয়ে আড্ডা দিয়েছেন ৷ আসলে ব্যস্ততার মাঝেও এমন আড্ডা বিনোদন প্রয়োজন ৷ তবে মন মানসিকতা ভালো থাকে ৷ যা হোক সবাই নদীর ধারে আড্ডা সেই দারুন একটি গান ৷ সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ৷
অনেক ভালো লাগলো আপনার গানের আড্ডার ভিডিও টি দেখে ৷
আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার অফিস দুপুরে ছিল। কারেন্ট না থাকার কারণে আপনার অফিস ছুটি দিয়ে দেয়। তার পর আপনারা সব বন্ধু মিলে জমিয়ে আড্ড দিয়েছেন। এবং সবাই মিলে গানের ছলে আনন্দ করেছে। দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাধের লাউ এই গানটি আমার অনেক পছন্দের। এবং আপনার উপস্থাপনা খুবই ভালো ছিল। ধন্যবাদ ভাই আপনাকে।
আপনাকেও ধন্যবাদ ভাই। পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।
সেদিন নদীর পারে গিয়ে আসলেই অনেক মজা করেছিলাম। এভাবে প্রাকৃতিকর মাঝে গানের আডডা দিতে বেশ ভালোই লাগে। জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। সময় সুযোগ হলে আবারও একদিন যাবো। অনেক সুন্দর ভাবে পোস্টটি গুছিয়ে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ❣️
হুম সেদিন সবাই ইনজয় করেছিলাম। অবশ্যই একদিন যাবো।
https://twitter.com/HouqeLimon/status/1763378163000975598?t=JaOq3XnDpce5sSrB50R6nw&s=19
সবাই একসাথে মিলে নদীর পাড়ে গিয়ে দেখছি গানের আড্ডাটা বেশ ভালোই জমিয়েছিলেন। সবাই মিলে প্রথমে ঘুরাঘুরি করেছিলেন, তারপর গানের আড্ডা জমিয়েছিলেন দেখে ভালো লেগেছে। সবাই এক তালে গান গাওয়ার কারণে সত্যি খুবই ভালো লাগছিল গানটা শুনতে। আমি আপনাদের গাওয়া পুরো গানটা শুনেছি বেশ মনোযোগ দিয়ে। নিশ্চয়ই আপনারা আরো অনেকগুলো গান গেয়েছিলেন। আর সেগুলোর যদি ভিডিও কভার এরকমভাবে করেন, আশা করছি সবার মাঝে শেয়ার করবেন।
চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
এরকম মুহূর্ত গুলো সত্যিই জীবনে সেরা মুহূর্ত। যেটা আমরা উপভোগ করেছি অনেকবার । সকল বন্ধু একত্রিত হয়ে এভাবে গানের আড্ডায় মেতে উঠতাম। আমার অনেক বন্ধু আছে তারা খুব সুন্দর গান বলে। এরকম সুন্দর মুহূর্ত আবার আপনার জীবনে ফিরে আসুক সেটাই প্রত্যাশা করি। গানটি অনেক সুন্দর ছিল আপনারা সবাই একত্রিত হয়ে গানটি খুব সুন্দর ভাবে গেয়েছেন ভালো লেগেছে।
অফিস দ্রুত ছুটি দেওয়ার কারণে আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কিছুটা সময় ঘুরাঘুরি করবেন। মাঝে মাঝে ঘুরাঘুরি করতে আসলেই অনেক বেশি ভালো লাগে আর সাথে যদি প্রিয় মানুষগুলো থাকে তাহলে তো আর কোন কথাই নেই। গানের আড্ডা দিয়েছিলেন দেখেই বোঝা যাচ্ছে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। ধন্যবাদ সুন্দর গান গাওয়ার পাশাপাশি দারুণ মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভীষণ ইনজয় করেছিলাম ধন্যবাদ আপনাকে ভাই।