Achievement -1 স্টিমিট প্ল্যাটফর্মে আমার পরিচয়।

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার পরিচয় মূলক পোস্ট শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। এবং নিজের কিছু ভুলের কথা শেয়ার করার জন্য আপনাদের মাঝে আমি।

1000057830.jpg

আমি বাংলাদেশের মানুষ আমার রাজধানী ঢাকা, বিভাগ খুলনা, জেলা সাতক্ষীরা, থানা কলারোয়া, আমি একটি ছোট্ট গ্রামে বসবাস করি। যেখানে আমার পরিবার স্ত্রী সন্তান মা ভাই বোনদের নিয়ে আছি। কিন্তু আমি বর্তমানে বাংলাদেশে নেই। আমি এখন মালয়েশিয়াতে অবস্থিত আমি একজন প্রবাসী। আমি স্টিম একাউন্ট করেছিলাম ২০২৩ সালে। কিন্তু আমার কিছু ভুলের জন্য আমি আমার অ্যাকাউন্টটি হারিয়ে ফেলেছি।

আমার আগের আইডির সব পাসওয়ার্ড গুলো ফোন থেকে হারিয়ে গিয়েছে। আমি হয়তোবা আমার সেই অ্যাকাউন্ট থেকে আর পোস্ট করতে পারবো না। আমি অবশ্যই আমার ওই অ্যাকাউন্টের লিংক আপনাদের মাঝে শেয়ার করছি। আমি কথা দিলাম এই অ্যাকাউন্ট আজ থেকে বন্ধ থাকবে। কারণ এটা আর লগইন আমার দিয়ে হবে না।

1000057833.jpg

যাইহোক বন্ধুরা আমি ২০২৩ সালে এই প্লাটফর্ম সম্পর্কে জেনেছিলাম আমার ছোট ভাইয়ের মাধ্যমে। @aburihan1 এই ভাইটি দীর্ঘদিন ধরে স্টিম প্ল্যাটফর্মে কাজ করছে। এবং আমিও ইস্টিমে কাজ করে কিছুটা নিজের অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। তবে এটি আমার নতুন একাউন্ট বলে আমি আবারো আপনাদের মাঝে কাজ করতে চাই। এবং আমার সাথে একটি দুর্ঘটনার জন্য আমার ফোন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

1000057826.jpg

আমার নতুন মোবাইল থেকে আমি কাজ করতে আপনাদের মাঝে চাই। আমার পরিচয় মূলক পোষ্টের মাধ্যমে জানাচ্ছি। আমার ইউজার নাম @kabirul4922 আমার দুটি সন্তান আছে। আমার মা এবং ভাই-বোনদের নিয়ে আমি বাংলাদেশে অনেক সুখে আছি। যেহেতু দীর্ঘদিন ধরে তাদের সাথে আমার দেখা নেই। তবে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমি কিছুটা নিজের কষ্ট গুলো ভাগ করতে পেরেছি।

এবং আপনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যি আমার অনেক আনন্দের বিষয়। আমি স্টিম প্লাটফর্মে কাজ করতে পেরে সত্যি আনন্দিত। এবং আমি আশা করি আপনাদের সাথে কাজ করে দীর্ঘ পথ চলতে পারব। যেহেতু আমার ওই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গিয়েছে। আমার কিছু দুর্ঘটনার জন্য তাই আপনাদের বলবো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে এমন ধরনের সমস্যায় আমি আর জড়াতে চাই না। আমি আপনাদের মাঝে নিজে সচেতন হয়ে কাজ করতে চাই।

1000057774.jpg

এবং আমরা ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে থাকি। এটি আমার জীবনের একটি শিক্ষা ছিলো যা হয়তোবা আমার সারা জীবন মনে থাকবে। আমি সব সময় আপনাদের মাঝে খেলাধুলা বা ফটোগ্রাফি বা লাইফ স্টাইল শেয়ার করতে পছন্দ করব। কারণ এগুলো আমার অনেক পছন্দ। এবং নিজের পরিবার সম্পর্কেও মাঝে মধ্যে আপনাদের মাঝে আমি শেয়ার করব।

যেহেতু আমি এক জন প্রবাসী খুব বেশি সময় না দিতে পারলে ও। নিজের ছোট ছোট মুহূর্ত গুলো আপনাদের মাঝে শেয়ার করব। এবং আমি আশা করব আপনাদের কাছে সব সময় ভালো লাগবে। যাইহোক বন্ধুরা এই ছিলো আমার পরিচয় মূলক পোস্ট। অবশ্যই আপনারা আমার পাশে দাঁড়াবেন এবং পাশে থাকবেন।

এখানে আমার আগের steem একাউন্টের লিংক দেওয়া আছে। যদি কখনো এটা এক টিভ দেখেন তাহলে শাস্তি হিসেবে যা দিবেন মাথা পেতে নেবো। সবাই ভালো থাকবেন নিজের পরিবারের সাথে। সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন লেখা আপনাদের মাঝে আমি শেয়ার করব।

এখানে আমার ফেসবুক একাউন্টের লিংক দেওয়া আছে।

এখানে আমার ডিসকার্ড লিংক দেওয়া আছে।

এখানে আমার টুইটার লিংক দেওয়া আছে।

Sort:  
Loading...
 5 days ago 

ভুল থেকে সর্বদা প্রতিটা মানুষ শিক্ষার গ্রহণ করে তবে এখন থেকে সচেতন থাকবেন এটাই আশা করি এবং ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করবেন।

অবশ্যই মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমিও ভুল থেকে অনেক বড় একটি শিক্ষা গ্রহণ করেছি। এবং আমি সর্বদা চেষ্টা করব সততার সাথে কাজ করার জন্য। ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্ল্যাটফর্ম সম্পর্কে আমাকে জানানোর জন্য।

Hello, welcome to "Steemit", I wish you much success.👍👍👍

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

It's a pity to know that you lose your account. That should have teach you a on the current one, to secure your account and backup the keys. So tell me have you save the new account keys somewhere safe?

Secondly, you can also joined us on telegram to promote your post and get the updated information about steemit.
If you need more help or have questions, we have a support department, where all your questions will be answered. Please join the Steemit Support Telegram Chat by clicking here or scan the QR Code on the flyer below.

Please also join ChatSteemBot on Telegram through this link: https://t.me/SteemBot.

SS-TgCh-flyer.png
Steemit Support | Chat SteemBot on Telegram

Everyone can support this initiative by delegating some SP to @sbsupport. Thanks in advance.

50SP100SP200SP500SP1000SP2000SP5000SP

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 101632.17
ETH 3195.62
SBD 3.99