"সামুদ্রিক সোনালী ও মলা মাছের পকোড়া রেসিপি"

in আমার বাংলা ব্লগ13 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক তারপরও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

সামুদ্রিক সোনালী ও মলা মাছের পকোড়া রেসিপি:

IMG_20250318_082257.jpg

অনেকদিন পর একটি পকোড়া রেসিপি নিয়ে হাজির হলাম।আসলে বেশিরভাগ সময় তো বিভিন্ন সব্জির পকোড়া খাওয়া হয়।কিন্তু সবসময় সব্জির পকোড়া খাওয়ার প্রতি ইচ্ছেবোধ থাকে না। তাই মাঝে মাঝেই মাছের পকোড়া খেতে ভালোই লাগে।আমি এখানে সামুদ্রিক মলা মাছ ও ইয়া লম্বা এক সোনালী মাছ দিয়ে পকোড়া রেসিপি তৈরি করেছি।আসলে সোনালী মাছ কিনা ঠিকভাবে নাম জানি না,মলা মাছের ভিতরে ছিল তাই একজন নামটি বললো।যাইহোক মাছগুলোতে মাঝখানে একটি করে কাটা থাকে তাই পকোড়া করে খেতেও সুবিধা।যাইহোক এটা বেশ স্বাদের হয়েছিলো খেতে।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250318_082204.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গোটা সামুদ্রিক মলা মাছ- 7 পিচ
2.সোনালী মাছ- 5 পিচ
3.বেসন - 1 কাপ
4.লবণ- 1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.লাল মরিচ গুঁড়া-1.5 টেবিল চামচ
7.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
8.গরম মসলা গুঁড়া-1/3 টেবিল চামচ
9.জিরে গুঁড়া-1 টেবিল চামচ
10.সাদা তেল-1/2 কাপ
11.জল

IMG_20250318_080544.jpg

IMG_20250318_080521.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250318_080501.jpg
প্রথমে আমি মাছগুলোর আশ ছাড়িয়ে ধুয়ে পরিস্কার করে নিলুম।

ধাপঃ 2

IMG_20250318_080556.jpg
এরপর পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম।তারপর বেসনের মধ্যে পরিমাণ মতো সমস্ত গুঁড়া মসলা দিয়ে দেব।

ধাপঃ 3

IMG_20250318_080612.jpg
এখন বেসনের মধ্যে (লবণ, হলুদ, লাল মরিচ গুঁড়া, জিরে গুঁড়া ও গরম মসলা গুঁড়া) ইত্যাদি উপকরণ মিশিয়ে নিয়ে অল্প অল্প জল যুক্ত করবো।

ধাপঃ 4

IMG_20250318_080639.jpg
এবারে একটা গাড় ঘন বেটার তৈরি করে নেব।

ধাপঃ 5

IMG_20250318_080706.jpg
এখন একটি করে মাছের পিচ বেটারের মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 6

IMG_20250318_080735.jpg
এরপর একটি করে মাছের পিচ বেটারের মধ্যে ডুবিয়ে তুলে নেব।

ধাপঃ 7

IMG_20250318_080803.jpg
অন্যদিকে একটি পরিষ্কার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেটারে ডুবানো মাছের পিচটি।

ধাপঃ 8

IMG_20250318_080823.jpg
এরপর নেড়েচেড়ে উল্টেপাল্টে ভেজে নেব মাছের পকোড়াটি লাল রঙের করে।

শেষ ধাপঃ

IMG_20250318_082545.jpg
সবশেষে ফ্রাই করা পকোড়াগুলো একটি পাত্রে তুলে নিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার "সামুদ্রিক সোনালী ও মলা মাছের পকোড়া রেসিপি"

পরিবেশন:

IMG_20250318_082605.jpg

IMG_20250318_082650.jpg
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে এমনি কিংবা টমেটোর সস বা কাসুন্দি দিয়ে।আর খাওয়ার সময় ভিতরের কাঁটাটি খুব সহজেই গোটা বের করে ফেলে দেওয়া যায়, তাই এটি খুবই সুস্বাদু লাগে খেতে।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 13 days ago (edited)

টাস্ক প্রুফ:

IMG_20250318_221206.jpg

GridArt_20250319_010420996.jpg

 13 days ago 

সোনালি মাছ কখনো দেখিনি। তবে মলা মাছ প্রায় সময় খাওয়া হয়। আমরা আলু দিয়ে চচ্চড়ি করে খাই। তবে এভাবে পাকোড়া কখনো খাওয়া হয়নি। জানিনা এটার টেস্ট কেমন হবে। তবে ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ দিদি ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য।

 4 days ago 

আমিও এই প্রথম দেখলাম আপু সোনালী মাছ,ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

সামুদ্রিক মাছের দারুন সুন্দর পাকোড়া রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল দিদি। মাছের এরকম পাকোড়া রেসিপি খাওয়া হয়নি বললেই চলে। ঠিক বলেছেন, এসব মাছের কাঁটা ছাড়ানো সুবিধা। একটি মাত্র কাটা থাকে সেজন্য আর সমস্যা হয় না। দারুন রেসিপি তৈরি করেছেন দিদি। সম্পূর্ণ প্রসেস দেখে ভালো লাগলো।

 13 days ago 

এখন প্রসেসটা দেখে নিলেন,খুব সহজেই তৈরি করে খেতে পারবেন দিদি।ধন্যবাদ আপনাকে

 13 days ago 

মাছের পাকোড়া কখনো এভাবে তৈরি করে খাওয়া হয়নি। আর সামুদ্রিক মাছ খাওয়ার তো প্রশ্নই আসে না। কারণ আমাদের এখানে সামুদ্রিক মাছ খুবই কম পাওয়া যায়। তাই আপনার তৈরি সামুদ্রিক মাছের পাকোড়া রেসিপি দেখে বেশ ভালো লাগলো। খেতে নিশ্চয়ই অনেক মজার হবে। ধন্যবাদ আপু সামুদ্রিক মাছের পাকোড়া রেসিপি শেয়ার করার জন্য।

 4 days ago 

আসলেই আপু,আপনাদের ওখানে সামুদ্রিক মাছ কম পাওয়া যায় কিন্তু আমাদের এখানে সবজায়গায় প্রচুর পরিমানে পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

ঠিক বলেছেন আপু সব সময় সবজি দিয়ে পাকোড়া তৈরি করা হয়। কিন্তু কখনো এভাবে মাছ দিয়ে পাকোড়া তৈরি করা হয় না। আপনি আজকে দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। সব থেকে বেশি ভালো লাগলো সামুদ্রিক মাছের পাকোড়া দেখে। এটা আমার কাছে একদম নতুন রেসিপি। ধন্যবাদ আপু।

 4 days ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার রেসিপি তৈরি করা সার্থক আপু, ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

সবজির পকোড়া অনেক খাওয়া হয়েছে, তবে মাছের পকোড়া খাওয়া হয়নি আমার। কিন্তু সামুদ্রিক মাছ খেতে আমার খুব ভালো লাগে। আপনি দারুণভাবে মাছের পকোড়া তৈরি করেছেন আপু। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

তাহলে পরেরবার মাছের পাকোড়া অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

বিকালে টিফিনের সময় যদি এমন সামুদ্রিক সোনালী ও মলা মাছের পকোড়া পাওয়া যায় তাহলে সন্ধ্যার টিফিনটা ভালো জমে যাবে। আপনি অনেক সুন্দর করে এই মাছের পকোড়াটি তৈরি করেছেন।

 5 days ago 

একেবারেই দাদা,জলখাবার হিসেবে এটি খুবই ভালো জমবে।ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে।

 4 days ago 

ঠিক বলেছেন, মানুষ মাত্রই কোনো না কোনো খাবারের প্রতি আসক্ত।ধন্যবাদ ভাইয়া।

 13 days ago 

সামুদ্রিক মাছগুলো খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী।বেশ দারুন একটা রেসিপি তৈরি করেছেন আপু। এভাবে আসলে মলা মাছ দিয়ে চপ তৈরি করা যায় তা জানা ছিল না। আপনি খুব সুন্দর করে বিভিন্ন রকম মাছের সমন্বয়ে চপগুলো তৈরি করেছেন। আমার ইচ্ছে করছে এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে।

 4 days ago 

মলা মাছ দিয়ে খুব সুন্দর চপ তৈরি করা যায়, এখন জেনে গেলেন অবশ্যই ট্রাই করবেন কেমন আপু!

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 82115.76
ETH 1808.60
USDT 1.00
SBD 0.70