"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার তোলা শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। তবে আজকের ফটোগ্রাফি গুলো হচ্ছে একটু অন্যরকম কারণ সবগুলোই ফুলের ফটোগ্রাফি আর সবগুলোই হচ্ছে শীতকালীন ফুল। আমার বাংলা ব্লগে সব সময় প্রতিযোগিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবারের প্রতিযোগিতাটি ছিল শীতকালীন ফুলের ফটোগ্রাফি নিয়ে। তাই আমিও ভাবলাম শীতকালীন কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমিও শেয়ার করি।

1000119488.jpg

আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। আসলে স্টিমিট প্ল্যাটফর্মে যখন থেকেই কাজ করা শুরু করলাম তখন থেকেই ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ টা অনেক বেশি বেড়ে গেল। কারণ সব সময় যেখানেই যাওয়া হয় ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করা হয়। আর ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি আমার কাছে ভালো লাগে। আর এভাবেই আস্তে আস্তে ফটোগ্রাফির প্রতি ভালোবাসাটা আরো বেশি গাঢ় হয়ে যায়। বর্তমানে যেখানেই চলাফেরা করি যেখানেই যাই যদি ভালো কিছু চোখে পড়ে সেটা ফটোগ্রাফি তো করতেই হয়। তার মধ্যে ফুল দেখলে তো কোন কথাই নেই।

এবারে শীতকালীন ফুলের প্রতিযোগিতা দেখে ভাবলাম এই ফুলের প্রতিযোগিতায় তো আমাকে অবশ্যই জয়েন করতে হবে। যদিও অনেকদিন প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় না সময়ের কারণে কিন্তু এবারে ফুলের প্রতিযোগিতা দেখে ভাবলাম অবশ্যই জয়েন করতে হবে। কারণ ফুলের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি আর ফুলের ফটোগ্রাফির প্রতিযোগিতায় যদি জয়েন না করি তাহলে কি আর হয়। আসলে ফটোগ্রাফি করতে করতে অনেক কিছুই শিখেছি আমি। এত এত ফুল যে রয়েছে এত সুন্দর সৃষ্টি যে রয়েছে সেটা যদি ফটোগ্রাফি না করতাম তাহলে জানতেই পারতাম না।

প্রথম প্রথম তো ফটোগ্রাফি করতাম কিন্তু সবগুলো ফুলের নাম জানতাম না। ফটোগ্রাফি করতে করতে আস্তে আস্তে অনেক নতুন ফুলের সাথেও পরিচিত হলাম। আবার নতুন নতুন ফুলের নামও জানতে পারলাম। যদিও এবারের প্রতিযোগিতায় ও যে ফুলগুলোর ফটোগ্রাফি শেয়ার করেছিলাম প্রথমে এই ফুলগুলো নাম আমার জানা ছিল না। পরবর্তীতে আমি নেট থেকে সার্চ করে এই ফুলের নাম গুলো জেনে নিলাম। আসলে এই ফুলের প্রতিযোগিতার মাধ্যমেও শীতকালীন ফুলগুলোকে চিনতে পারলাম। শীতকালীন ফুলগুলো যে এত এত সুন্দর হয় সেটা এই প্রতিযোগিতায় জয়েন করার না হলে জানা হতো না। আমার কাছে মনে হয় আমার বাংলা ব্লগের প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে শুধু পুরস্কার পাই তা না। প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারি।

যেমন এই প্রতিযোগিতায় শীতকালীন ফুল কোনগুলো সেগুলো জানতে পারলাম শিখলাম এবং আপনাদের মাঝেও শেয়ার করলাম। অনেক অনেক ফুলের ও নাম জানলাম। এই ফটোগ্রাফিতে শেয়ার করা বেশিরভাগ ফুলেরই ফটোগ্রাফি আমি করেছিলাম ডিসি পার্ক থেকে। ডিসি পার্কে গত কয়েক বছর ধরে ফুলের মেলা হয় শীতের সময়। এক মাস ব্যাপী এই ফুলের মেলা হয় যেখানে অনেক অনেক শীতকালীন ফুল রয়েছে। আমি গত কয়েক সপ্তাহ আগে এ বছরের ফুলের মেলায় গিয়েছিলাম। সেই ফুলের মেলা থেকেই এই শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম। আমি আপনাদের মাঝে সেই শীতকালীন ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। চেষ্টা করেছি ফুল গুলো এবং ফুলের বর্ণনা সবকিছুই আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার। প্রথমে বলে নিই আজকে আমি শীতকালীন ফুল গুলোর মধ্যে কোন কোন ফুল গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। গাঁদা, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, ডায়ান্থাস, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, অ্যাস্টার, জিনিয়া, ভারবেনা, গাজানিয়া, সূর্যমুখী, লিলিয়াম, ডেইজি, ফ্লক্স, প্যানজি, ন্যাস্টরশিয়াম ফুল ইত্যাদি। চেষ্টা করেছি এই ফুলগুলো সবগুলো রঙ এবং সবগুলো জাত আপনাদের মাঝে শেয়ার করার।

একটা ফুলের মধ্যে অনেক অনেক ধরনের জাত রয়েছে। ভিন্ন ধরনের অনেক রকম ফুল রয়েছে একটা ফুলের মধ্যে অনেকগুলো রং রয়েছে। আমি চেষ্টা করেছি যে ফুলটি আপনাদের মাঝে শেয়ার করেছি সেই ফুলের বিভিন্ন ধরনের জাতগুলো একসাথে শেয়ার করার এবং বিভিন্ন রঙের যে ফুলগুলো রয়েছে সেগুলো শেয়ার করার। আসলে ভাবলেই অবাক লাগে একটি ফুলের মধ্যে এত এত রংয়ের ফুল রয়েছে। ভিন্ন ভিন্ন রং রয়েছে এত এত ফুলে সৌন্দর্য উপভোগ করতে পেরে এবং ফটোগ্রাফি করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুলের সৌন্দর্যের মোহ মায়ায় পড়ে গেলাম আসলে এত এত জাত এত এত রংয়ের ফুল দেখে আমি। আর ফুলের মোহ মায়া পড়ে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। সবাই অনেক বেশি ফুল পছন্দ করে। যাইহোক আর বেশি কথা বলবো না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার ফটোগ্রাফি করা কিছু শীতকালীন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি। আশা করছি আমার এই শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

গাঁদা ফুল

আমার শীতকালীন ফুলের ফটোগ্রাফি তালিকায় প্রথমে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল মূলত একটি শীতকালীন ফুল। তবে এই ফুলকে অনেকেই বর্তমানে গ্রীষ্মকালেও চাষ করে। যার কারণে বর্তমানে সারা বছর এই গাঁদা ফুল দেখা যায়। গাঁদা ফুলের মধ্যে অনেকগুলো রং রয়েছে। হলুদ রং, কমলা রং খয়েরি রং। তাছাড়া দুটো রঙের কম্বিনেশনেও গাঁদা ফুল রয়েছে। তার মধ্যে কিছু কিছু গাঁদা ফুল অনেক বড় হয়ে থাকে আর কিছু কিছু গাঁদা ফুল ছোট হয়ে থাকে। এই গাঁদা ফুলের ফটোগ্রাফি টা আমি করেছিলাম আমাদের এলাকার পাশেই একটা পার্ক থেকে। সে পার্কের মধ্যে বিভিন্ন জাতের গাঁদা ফুলের গাছ ছিল আর চারিদিকে গাঁদা ফুলে সুবাস অনেক ভালো লেগেছিল।

1000052764.jpg

1000052763.jpg

1000052097.jpg

ডালিয়া ফুল

এই ফটোগ্রাফিটি হচ্ছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। শীতকালীন ফুলের মধ্যে সবথেকে বড় জাতের ফুল হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুলের মধ্যে ৪২ টি প্রজাতি রয়েছে। তার মধ্যে একটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার শেয়ার করা ডালিয়া ফুলটির রং হচ্ছে গোলাপি রং। অনেকগুলো পাপড়ি আর মাঝখানে হলুদ রং। এই ডালিয়া ফুলটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি আমি করেছিলাম সীতাকুণ্ড ডিসি পার্ক থেকে। আরো বিভিন্ন রকমের ডালিয়া ফুল রয়েছে লাল, হলুদ ইত্যাদি। শীতকালীন ফুলের তালিকায় ডালিয়া ফুলটি কে আমি সামিল করলাম কারণ শীতকালীন ফুলের অন্যতম একটি ফুল হচ্ছে ডালিয়া ফুল।

1000051260.jpg

1000051262.jpg

গোলাপ ফুল

গোলাপ হচ্ছে আরো একটি শীতকালীন ফুল। যদিও গোলাপ ফুল সারা বছরই পাওয়া যায় তার মধ্যে শীতকালে আরও বিভিন্ন ধরনের গোলাপ ফুল ফুটে। গোলাপ ফুলের মধ্যে অনেক অনেক ধরনের জাত রয়েছে। আজকে আমি বেশ কয়েকটি গোলাপ ফুল আপনাদের মাঝে শেয়ার করলাম। তার মধ্যে লাল, হলুদ ,সাদা, গোলাপি ইত্যাদি ইত্যাদি রঙের গোলাপ ফুল আজকে শেয়ার করেছি আপনাদের মাঝে। এই গোলাপ ফুল গুলো ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম নার্সারি থেকে। নিচে শেয়ার করা প্রত্যেকটা গোলাপ ফুলেরই একটি বৈজ্ঞানিক নাম রয়েছে। নিচে আমি ছয়টি ছয় রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

1000052168.jpg

1000052169.jpg

1000052154.jpg

1000052157.jpg

1000052159.jpg

1000052160.jpg

চন্দ্রমল্লিকা ফুল

নিচের ফটোগ্রাফিতে আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলের গুলোর নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। শীতের আরো একটি অন্যতম ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। এই ফুলটি ফোটা শুরু করে অক্টোবর থেকে। আর শীতকাল শেষ পর্যন্ত স্থায়ী থাকে। যদি এই ফুলটি বাণিজ্যিকভাবে সারা বছরই চাষাবাদ করা হয়ে থাকে। এই ফুলের মধ্যে বিভিন্ন জাতের ফুল রয়েছে। আজকে আমি আপনাদের মাঝে বেশ কয়েক রকমের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তার মধ্যে হলুদ রং গোলাপি রং, সাদা রং, হালকা গোলাপি রঙ, সাদা ও হলুদ রঙের সমন্বয় চন্দ্রমল্লিকা ফলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল বেশিরভাগ ফুলদানিতে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এ ফুলের মালা আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে।

1000052113.jpg

1000052127.jpg

1000052148.jpg

1000052174.jpg

1000051267.jpg

কসমস ফুল

নিচে আরও একটি শীতকালীন ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটির নাম হচ্ছে কসমস ফুল। কসমস হচ্ছে শীতের খুবই জনপ্রিয় একটি ফুল। কসমস ফুলের আরেকটি নাম হচ্ছে মেক্সিকান এষ্টার। কসমস ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফুলের মধ্যে বিভিন্ন রঙের ফুল রয়েছে এবং বিভিন্ন জাতের ফুল রয়েছে। সব মিলিয়ে কসমস ফুলের মধ্যে ২০ ধরনের জাত রয়েছে। তার মধ্যে আমি আপনাদের মাঝে পাঁচ রকমের কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এক রঙে সমন্বয়ে যেরকম কসমস ফুল রয়েছে ঠিক সেরকমই দুই রঙের সমন্বয়ও কসমস ফুল রয়েছে। আমি আপনাদের মাঝে গোলাপি, হালকা গোলাপি, দুই জাতের সাদা, হলুদ রঙের কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই কসমস ফুলের ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম ডিসি পার্ক থেকে।

1000051216.jpg

1000051219.jpg

1000051225.jpg

1000051227.jpg

1000051229.jpg

ডায়ান্থাস ফুল

এটি হচ্ছে ডায়ান্থাস ফুল। ডায়ান্থাস হলো একটি শীতকালীন ফুল। এই ফুলের পুরো নাম হচ্ছে ডায়ান্থাস চিনেনসিস। এটা ডায়ান্থাস ফুলের মধ্যেও বিভিন্ন ধরনের জাত রয়েছে। তবে এই ফুল গুলো সাধারণত খুবই ছোট আকৃতির হয়ে থাকে। প্রাচীনকালে এই ফুলগুলো কে বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হতো। এজন্যই ফুলকে বিশেষ করে রোমানিয়া সংস্কৃতিতে এই ফুলকে ঔষধি ফুল বলা হয়। তাছাড়া এটা ভিক্টোরিয়ান সময়ে প্রেম ও স্নেহের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। নিচে আমি কয়েকটি ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ডায়ান্থাস ফুলের মধ্যেই সাদা, গোলাপি, লাল রঙের ফুল রয়েছে। এটা ডায়ান্থাস ফুল গুলোর মধ্যে বেশিরভাগই দুটো রঙের সমন্বয় বিশেষ করে সাদা ও গোলাপি রঙের সমন্বয়।

1000052189.jpg

1000051205.jpg

1000051199.jpg

ক্যালেন্ডুলা ফুল

এটি হচ্ছে ক্যালেন্ডুলা ফুল। ক্যালেন্ডুলা ফুল শীতকালীন মৌসুমী ফুল।ক্যালেন্ডুলা ফুলের মধ্যে বেশ অনেক ধরনের জাত হয়ে থাকে। বিশেষ করে ভিন্ন ভিন্ন রংয়ের ক্যালেন্ডুলা ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। ক্যালেন্ডার ফুল দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মত যার কারণে এই দুটো ফুলের মধ্যে অনেকে আবার গুলিয়ে ফেলে। এই ফুল সাধারণত অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে হয়ে থাকে। বলতে গেলে পুরো শীতকালে শুরু থেকে শেষ পর্যন্ত এই ফুল ফুটে। এই ফুলের উচ্চতা দুই ফুটের মত হয়। হালকা হলুদ হলুদ রঙের দুটো ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

1000052386.jpg

1000052372.jpg

পিটুনিয়া ফুল

এটি হচ্ছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। বর্তমানে খুবই জনপ্রিয় একটি ফুল ল হচ্ছে পিটুনিয়া ফুল। এই পিটুনিয়া ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পিটুনিয়া ফুলের মধ্যে অনেকগুলো জাত এবং অনেকগুলো রঙের পিটুনিয়া ফুল রয়েছে। তবে বিশেষ করে লাল, হলুদ, সাদা, গোলাপি ইত্যাদির মধ্যে রয়েছে। আর দুটো রঙের সমন্বয় এ পিটুনিয়া ফুল অনেক দেখতে পাওয়া যায় যা দেখতে খুবই সুন্দর লাগে। সব মিলিয়ে 35 প্রজাতির পিটুনিয়া ফুল পাওয়া যায়। আমার কাছে পিটুনিয়া অনেক বেশি ভালো লাগে। পিটুনিয়া ফুল ও একটি শীতকালীন ফুল। আমি নিচে আপনাদের মাঝে বেশ কয়েক রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

1000052310.jpg

1000052316.jpg

1000052364.jpg

অ্যাস্টার ফুল

অ্যাস্টার ফুল শীতকালীন একটি ফুল। এই ফুলের মধ্যেই বেশ অনেক রকমের প্রজাতি। বলা হয়ে থাকে অ্যাস্টার ফুলের ১৭০ প্রজাতি রয়েছে। এই ফুলের মধ্যে বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর। নিচে আমি বেশ কয়েক ধরনের এই অ্যাস্টার ফুল ফটোগ্রাফি শেয়ার করলাম আপনাদের মাঝে। অ্যাস্টার ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাস্টার ফুল সাথে আমি নতুন পরিচিত হলাম। আমি আপনাদের মাঝে সাদা, হালকা বেগুনি, গাঢ় বেগুনি, গোলাপি রঙের ফুল শেয়ার করলাম।

1000052210.jpg

1000052211.jpg

1000052212.jpg

1000052151.jpg

জিনিয়া ফুল

জিনিয়া ফুলও হচ্ছে শীতকালীন ফুল। শীতকালে বেশ নানান প্রজাতির জিনিয়া ফুল দেখতে পাওয়া যায়। অনেক রকমের জিনিয়া ফুল রয়েছে সাদা, হলুদ, গোলাপী ,কমলা, লাল ইত্যাদি ইত্যাদি। জিনিয়া ফুলের পাতাগুলো হয় ধূসর সবুজ রঙের। ২০ প্রজাতির জিনিয়া ফুল বর্তমানে পরিচিত। তার মধ্যে আমি কয়েক ধরনের জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি গোলাপি, হলুদ, হালকা গোলাপি রং এর জিনিয়া ফুলের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছি। জিনিয়া ফুল শীতকালীন ফুল হলেও বাণিজ্যিকভাবে এটাকে সারা বছর চাষবাদ করা হয়। আমার কাছে জিনিয়া ফুল অনেক বেশি ভালো লাগে।

1000052713.jpg

1000052727.jpg

1000052730.jpg

ভারবেনা ফুল

এই ফুলটির নাম হচ্ছে বার ভারবেনা ফুল। ভারবেনা ফুল হচ্ছে একটি শীতকালীন ফুল। এই ফুল বিশেষত শীতকালেই দেখা যায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফুল ফুটে থাকে।বলতে গেলে পুরো শীতের মৌসুমে এই ফুল ফুটে থাকে।এই ফুলের বিভিন্ন রং রয়েছে।লাল, হলুদ, নীল, গোলাপি,সাদা ইত্যাদি।আমি নীচে তিন রংয়ের ভারবেনা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।লাল, গোলাপি ও সাদা রঙের ভারবেনা ফুল।এই ফুল আকারের ছোট হয় তবে সব গুলো ফুল এক গুচ্ছ হয়ে থাকে।এই ফুল গাছের পাতা ও ছোট আকৃতির হয়ে থাকে।আমার কাছে এই ফুল দেখে বেশ ভালো লেগেছে।

1000052204.jpg

1000052691.jpg

1000052653.jpg

গাজানিয়া ফুল

এই ফুলের নাম হচ্ছে গাজানিয়া রিজেনস। এই গাজানিয়া ফুল হচ্ছে ডেইজি ফুলের একটি প্রজাতি। এর আকার আকৃতি সেই রকমই। গাজানিয়া ফুলের মধ্যে অনেক প্রজাতির ফুল রয়েছে। বিশেষ করে গাজানিয়া ফুলের কালার গুলো অনেক বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে। আমি বেশ কয়েক রকমের গাজানিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি তার মধ্যে হলুদ, গোলাপি, সাদা ও লাল রং। এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা একটি ফুল। আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম ডিসি পার্ক থেকে। এই ফুলের সাথে আমি প্রথমে পরিচিত হলাম। আমার কাছে এই ফুল বেশ ভালো লেগেছে।

1000052298.jpg

1000052304.jpg

1000052305.jpg

1000052306.jpg

সূর্যমুখী ফুল

এই ফুলের সাথে আমরা সকলেই পরিচিত। এটি হচ্ছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। সূর্যমুখী ফুল শীতকালীন ফুল। তবে আমাদের দেশে সূর্যমুখী ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। ১৯৭৫ সাল থেকে আমাদের দেশে সূর্যমুখী ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল বের করা হয়। আর সেই তেল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। সূর্যমুখী ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সূর্যমুখী ফুল দেখতে অনেক সুন্দর বিশেষ করে ফুলটি হলুদ রঙের হওয়াতে দেখতে আরো বেশি ভালো লাগে। হলুদ রঙের ফুল হলো আমার বরাবরই সবথেকে বেশি পছন্দের।

1000052200.jpg

1000052201.jpg

লিলিয়াম ফুল

নিচের ফটোগ্রাফিতে ফুলগুলো হলো লিলিয়াম। লিলিয়াম ফুলের বিভিন্ন ধরনের রং রয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে লিলিয়াম ফুল।লিলিয়াম ফুল শীত প্রধান দেশের ফুল। এই ফুলগুলো বেশ বড় আকৃতির হয়ে থাকে। এই ফুলগুলো অনেক বেশি সুন্দর আগে আমাদের দেশে লিলিয়াম ফুল চাহিদা অনেক বেশি ছিল। সেজন্য বরফের দেশগুলোতে থেকে এগুলো আমদানি করা হতো। তবে বর্তমানে আমাদের দেশ হয়ে ফুলগুলো চাষ করা হয়ে থাকে। আমি নিচে দুটো লিলিয়াম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ফটোগ্রাফি করা হচ্ছে একটি লাল রং আর একটি হলুদ রং।

1000052207.jpg

1000052208.jpg

ফ্লক্স ফুল

শীতকালীন ফুল গুলোর মধ্যে ফুল সব থেকে অন্যতম একটি শীতকালীন ফ্লক্স ফুল। ফ্লক্স ফুলের সাথে আমি প্রথমবার পরিচিত হলাম। ফ্লক্স ফুল আকারে অনেক ছোট হয়ে থাকে এবং পাতাগুলো চিকন হয়ে থাকে। এই ফুলগুলোর অনেকগুলো রং রয়েছে। ফ্লক্স ফুল মধ্যে পাঁচটি পাপড়ি হয়েছে। এই ফুলগুলো বাড়িতে রোপন করা যায় বেশ ভালোভাবেই বেটে উঠে। আমি দুই ধরনের ফ্লক্স ফুল ফটোগ্রাফি করেছি। একটা হচ্ছে গোলাপি রঙের আরেকটি হচ্ছে সাদা রঙের।

1000052248.jpg

1000052246.jpg

প্যানজি ফুল

শীতকালীন ফুলের মধ্যে আর একটি অন্যতম ফুল হচ্ছে প্যানজি ফুল। প্যানজি ফুল সাথে আমি প্রথমবার পরিচিত হলাম এর আগে কখনোই ফুল আমি দেখিনি। আমি যখন ডিসি পার্কে ফটোগ্রাফি করতে গিয়েছিলাম সেখানে এই ফুলের সাথে দেখা। প্যানজি ফুল দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটি ঠাণ্ডা আবহওয়ার একটি ফুল। এই ফুলের মধ্যে বেশ কয়েকটি রঙের সমন্বয় দেখতে পাওয়া যায়। বিশেষ করে বেগুনী হলুদ রং তা ছাড়া আরো বিভিন্ন রঙের সমন্বয় দেখতে পাওয়া যায়।

1000052457.jpg

1000052445.jpg

ন্যাস্টারশিয়াম ফুল

নিজেরই ভুলের নামটি হচ্ছে ন্যাস্টারশিয়াম ফুল। এটি একটি শীতকালীন ফুল। এই ফুলটির মধ্যে বিভিন্ন রঙের ফুল রয়েছে বিশেষ করে লাল, হলুদ, কমলা রঙের ফুল বেশি দেখা যায়। তাছাড়া অন্যান্য রঙে সমানভাবে ফুলগুলো রয়েছে। নিচে আমি এই ফুলের দুটো রঙের ফটোগ্রাফি শেয়ার করেছি। একটি হচ্ছে লাল রঙের একটি হচ্ছে কমলা রঙের। এই ফুলগুলোর মধ্যে ৮০ প্রজাতির ফুল রয়েছে। ন্যাস্টারশিয়াম ফুলের পাতা মাঝারি আকৃতির এবং ফুলের লতা অনেক চিকন। আমার কাছে এই ন্যাস্টারশিয়াম ফুল অনেক বেশি ভালো লেগেছে।

1000052566.jpg

1000052608.jpg

ডেইজি ফুল

নিচে আমি দুটো ডেজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ডিজি ফুলের মধ্যে শত শত জাত রয়েছে। তার মধ্যে আমি নিচে যে দুটো ডিজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম একটি নাম হচ্ছে বারবারটন ডেইজি ও আরেকটি হচ্ছে ট্রান্সভাল ডেইজি।এই ফুলটি দেখতে অনেক সুন্দর।এই ফুলের রং হচ্ছে হালকা সাদা ও গোলাপি। এটি একটি শীতকালীন ফুল। দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। ট্রান্সভাল ডেইজি ভুল হচ্ছে গোলাপি রঙের। এই ফুল গুলোর মধ্যে বিভিন্ন ধরনের রং রয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগে। ফুলগুলোর ফটোগ্রাফিও আমি ডিসি পার্ক থেকেই করেছিলাম।

বারবারটন ডেইজি

1000052143.jpg

1000052142.jpg

ট্রান্সভাল ডেইজি

1000052141.jpg

1000052140.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 4 days ago 

আজকে আপনার মাধ্যমে নতুন কিছু ফুলের সাথে পরিচিত হতে পারলাম। যদিও এই ফুল গুলোর নাম আগে শুনেছি লিলিয়াম, ফুলভারবেনা, ফুলক্যালেন্ডুলা, ফুলডায়ান্থাস ফুল, কিন্তু এর আগে কখনো দেখিনি। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার জন্য শুভকামনা রইলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

1000052795.jpg

 5 days ago 

অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। শীতকালীন এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

 4 days ago 

আসলে প্রতিযোগিতা যদি না থাকতো তাহলে আমরা এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি কখনোই দেখতে পেতাম না। আপনার প্রত্যেকটা ছবি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আপনার এই ফটোগ্রাফির মধ্যে আমি নতুন নতুন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম।

 5 days ago 

শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় আপনি শীতকালের বিভিন্ন রকমের অসাধারণ সব ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল দুর্দান্ত। বিশেষ করে অ্যাস্টার ফুলের আমাকে বেশি করে আকৃষ্ট করেছে।চোখ ধাঁধানো সব ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 days ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। বেশি দারুণভাবে বিভিন্ন রকম শীতকালীন ফুলের ফটোগ্রাফি সংরক্ষণ করেছেন এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফুলের ফটোগ্রাফিগুলো বেশ চমৎকার ছিল।

 4 days ago 

প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনি শীতের অপরুপ সৌন্দর্যের কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 4 days ago 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতা খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি সবগুলো অসাধারণ হয়েছে। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। তবে সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.037
BTC 101343.93
ETH 3182.69
SBD 4.79