" ডিমের মজাদার পরোটা " || ১০ % বেনিফিসিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ৭ ভাদ্র -১৪২৯ বঙ্গাব্দ-রোজ সোমবার - ২২ আগস্ট |
---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
---|
সম্পূর্ণ তৈরি রেসিপি
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি শেয়ার করবো। আজ আমি অল্প সময়ে তৈরি ডিম পরোটা রেসিপি উপস্থাপন করবো। ডিম পরোটা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার কাছে এভাবে পরোটা তৈরি করে খেতে অনেক ভালো লাগে। আমার ছোট ভাই এই পরোটা খেতে অনেক পছন্দ করে। আশা করি আমার তৈরি রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ডিম পরোটা মজাদার রেসিপি। |
---|
প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১. | আটা | পরিমাণ মতো |
২. | ডিম | ২ টি |
৩. | তেল | পরিমাণ মতো |
৪. | লবণ | স্বাদমতো |
পরোটা তৈরি প্রক্রিয়া
পরোটা তৈরি প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথমে দুটি ডিম একটি পাত্রে মধ্যে নিয়ে নেই । এরপর কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেই। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নেই।
ধাপ ২
ধাপ ২
ডিমের মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে নেই এরপর ভালোভাবে মিশিয়ে নেই। ভালো ভাবে মিশিয়ে নিয়ে ছবিতে দেখার মতো করে বানিয়ে নেই।
ধাপ ৩
ধাপ ৩
ছোট করে এভাবে লেচি বানিয়ে নেই। এরপর গোল করে একটি রুটি বানিয়ে নিয়ে চিত্রে দেখার মতো করে দু ভাজ করে নেই।
ধাপ ৪
ধাপ ৪
রুটি টিকে আবার উপর নিচে ভাঁজ করে নেই। এরপর চিত্রে দেখার মতো করে বেলে নেই।
ধাপ ৫
ধাপ ৫
কড়াই এর মধ্যে পরিমান মতো তেল দিয়ে নেই। তেল গরম করে নিয়ে পরোটা এর মধ্যে দিয়ে নেই। ভালো ভাবে হয়ে এলে নামিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো ডিমের পরোটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
রেসিপি | ডিমের পরোটা |
---|---|
ছবি তোলার মাধ্যম | Realme c1 |
ফটোগ্রাফার | @bobitabobi |
লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
ওয়াও ডিমের পরোটা দেখে যেন জিভে পানি চলে আসলো। আপনার রেসিপি দেখেই বোঝা আছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছে।
এই পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে।দেখেই খুব খেতে ইচ্ছে করছে। আপনি খুব লোভনীয় ভাবে এই পরোটা তৈরি করেছেন। আমিও একদিন এভাবে তৈরি করবো। সকাল বা বিকালের নাস্তা হিসেবে এই পরোটা খেতে খুবই ভালো লাগবে।ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
এই পরোটা খেতে অনেক সুস্বাদু হয়েছে আপু। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল
ডিমের মজাদার পরোটা দেখে মনে হচ্ছে অনেকটা মচমচে হয়েছে।এ ধরনের পরোটা গুলো সকালে অথবা বিকেলের নাস্তা খেতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু সুন্দর পরোটা বানানোর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
জি আপু সকালের ও বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে।
ডিমের পরোটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আমরা আগে বেশিরভাগ সময় ডিম পরোটা খেয়ে থাকতাম। এটি খুবই সুস্বাদু হয়ে থাকে। যা খেতে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও মাঝে মাঝে এই রেসিপি তৈরি করি ভাইয়া খেতে অনেক মজা লাগে।
এত অল্প সময়ের মধ্যে ডিম পরোটা তৈরি করা যায় এটা তো আমার জানা ছিল না।
আজকে আপনি আমাদের মাঝে ডিম দিয়ে পরোটা তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি শেয়ার করেছেন আপু। আপনি এই রেসিপিটি দেবার ফলে আমার অনেক উপকার হয়েছে এখন থেকে এই ধরনের রেসিপি তৈরি করে খেতে পারব খুব সহজেই।
জি ভাইয়া খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবে
আমি কখনোই এমন ডিম পরোটা খাইনি। তবে দেখে মনে হচ্ছে এই ধরনের পরোটা খেতে ভীষণ মজাদার হবে। এমনি খেতেই অনেক ভালো লাগবে এটার সাথে আর কোন কিছুর তেমন একটা প্রয়োজন হবে না। অবশ্যই আমি এভাবে ডিম পরোটা তৈরি করে খেয়ে দেখব। কারণ এই রেসিপিটি আমার কাছে খুব লোভনীয় লাগছে।
জি আপু এটা খেতে অনেক মজাদার এর সাথে অন্য কিছুর আর কোন প্রয়োজন হয় না।
ওয়াও অসাধারণ ডিমের মজাদার পরোটা রেসিপি বানিয়েছেন। খুব লোভনীয় পোস্ট। আপনি খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
যখন স্কুলে পড়তাম তখন আম্মু এই রকম ভাবে ডিমের পরোটা বানিয়ে দিতো। সেই দিনগুলো এখনো মিস করি। আপনি খুব সুন্দর ভাবে পরোটা তৈরির কৌশল দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমিও যখন স্কুলে পড়তাম তখন আমার আম্মু এই পরোটা তৈরি করে দিতো। সত্যি ভাইয়া আগের দিনগুলো এখনো মিস করি।
আজকে বাজারে শুনলাম ডিমের দাম বেড়ে গেছে, ডিম পাওয়া যাচ্ছেনা। তাই যত ইচ্ছে পারেন এভাবে রেসিপি করে খেয়ে নিন। পরে ডিম টাও বাজারে পাওয়া না গেলে আরো সমস্যা। তবে বলব রেসিপিটা বেশ লোভনীয় করে তৈরি করেছেন। বেশ ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য
আপনার তৈরি করা ডিমের মজাদার পরোটা রেসিপি দেখে লোভে পড়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য