বাসায় তৈরি মজাদার খইয়ের পায়েস !! @shy-fox 10% beneficiary
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।
ধাপ-1. |
---|
ধাপ-2. |
---|
ধাপ-3. |
---|
ধাপ-4. |
---|
ধাপ-5. |
---|
ধাপ-6. |
---|
ধাপ-7. |
---|
ধাপ-8. |
---|
ধাপ-9. |
---|
ধাপ-10. |
---|
ধাপ-11. |
---|
ধাপ-12. |
---|
ধাপ-13. |
---|
ধাপ-14. |
---|
ধাপ-15. |
---|
ধাপ-16. |
---|
ধাপ-17. |
---|
আমার আজকের বাসায় তৈরি মজাদার খইয়ের পায়েস তৈরি টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে
অনেক ধরনের পায়েস খেয়েছি তবে এখন পর্যন্ত খইয়ের পায়েস খাওয়া হয়নাই। আপনার পায়েসের রেসিপি দেখে আমার জিভে জল চলে আসলো। নতুন ধরনের কি পায়েস এর রেসিপি দেখলাম। দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আবার আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি নতুন ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আগে কখনো না খেয়ে থাকলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। ভালো লাগবে।
খইয়ের পায়েস কখনো দেখা হয় নাই। আপনার তৈরি খইয়ের পায়েস থেকে অনেক ভালো লাগলো। আনকমন একটা রেসিপি দেখা হলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আগে কখনো দেখেননি , তবে এখন আমার পোস্টের মাধ্যমে দেখে নিয়েছেন।
বাসায় তৈরি মজাদার খইয়ের পায়েস দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে পায়েস আমার খুবই পছন্দের। আমি মাঝে মধ্যে পায়েস তৈরি করি। ছোটবেলা থেকেই আমি পায়েস খেতে পছন্দ করি। আপনার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করেছেন ,ধন্যবাদ আপনাকে।
খইয়ের পায়েস কখনো খাওয়া হয়নি।এই প্রথম আমি শুনলাম। মনে হচ্ছে, বেশ স্বাদের হয়েছে।কালারটাও লোভনীয়।আপু আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
আপু বাসায় বানিয়ে একদিন খেয়ে দেখবেন ভালো লাগবে।
আজকে প্রথম দেখলাম খই দিয়ে পায়েস তৈরি করার রেসিপি। অবশ্য আপনার কাছে নতুন নতুন রেসিপি গুলো প্রতিনিয়ত দেখতে পাই। যা খুবই ভালো লাগে। ইউনিক ভাবে প্রতিটি রেসিপি তৈরি করেন ।আজকের এই খইয়ের পায়েস এর রেসিপিটা অসাধারণ হয়েছে আপু।
জি আপু আমি সবসময়ই নতুন এবং ইউনিক কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। খইয়ের পায়েস রেসিপির নাম এর আগে কখনো শুনিনি খাওয়া তো দূরের কথা। দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু এটি। আমি অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখব। আপনি সব সময় নতুন নতুন রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হন। অসংখ্য ধন্যবাদ আপু এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি আপু বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে।
পায়েস খেতে বরাবরই আমি খুব ভালোবাসি আপনি মুড়ি দিয়ে খুব সুন্দর ভাবে পায়েস এর রেসিপি প্রস্তুত করেছেন দেখেই লোভ হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে এতে কোন সন্দেহ নেই ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপু
ভাইয়া এটা মুড়ি ছিল না, এটা খই ছিল। ধন্যবাদ আপনাকে।
মজাদার খইয়ের পায়েস দারুন হয়েছে আপু। অনেক দিন হলো খাওয়া হয়না। আজকে আপনার রেসিপি দেখে শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে
ইউনিক এক রেসিপি দেখা যায়। পায়েস খেয়েছি অনেক আগে। তবে খই এর পায়েস খাইনি কখনো। দেখে তো মজাদার লাগছে। খাইতেও খুব মজাদার হবে আশা করি। ইফতারিতে সেই হবে। শুভেচ্ছা রইলো আপু।
আমি এমন কিছু খাবার তৈরি করি যে গুলো আপনারা কেউ আগে খাননি।
আসলেই আপু যা গরম পড়ছে ফ্যানের বাতাস অনেক আগুনের মতো মনে হচ্ছে। আসলে পেটেও সমস্যা। আপনার মাধ্যমে দারুন কিছু জানতে পারলাম। আশা করি এটি উপকারে আসবে এবং বাড়িতে চেষ্টা করব। আপনি দারুণভাবে খইয়ের পায়েস তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। বরাবরই আপনার বর্ণনা আমাকে মুগ্ধ করে। শুভকামনা রইল আপু
এই গরমে খইয়ের পায়েস পেটের জন্য বেশ উপকারী হবে।