পোস্টার কালার এর সাহায্যে একটি পাহাড়ি প্রাকৃতিক-দৃশ্য অংকন | |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য পোস্টার কালার দিয়ে একটি পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছি। পোস্টার কালার দিয়ে পেইন্টিং করতে আমার সবসময়ই খুব ভালো লাগে। আর পেইন্টিং করতে বসলে আমার মনটাও খুব ভালো হয়ে যায়। আর এই স্বতঃস্ফূর্ত মনের মাধুরী মিশিয়ে পোস্টার কালার দিয়ে পেইন্টিং করে নিলাম আমার কল্পনার রাজ্যের একটি খুবই সুন্দর পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য। আশা করি, পেইন্টিং টি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG20220410112224.jpg

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং:-

উপকরণ সমূহ:

১. আর্ট পেপার
২. পোস্টার কালার
৩. কসটেপ
৪. রং করার তুলি

ধাপ-০১

IMG_20220410_144738.jpg

প্রথমে একটি আর্ট পেপারের উপর কালো পোস্টার কালার দিয়ে একটি পাহাড়ে এঁকে নিয়েছি।

ধাপ- ০২

IMG_20220410_144749.jpg

এরপর পাহাড়ের উপর সবুজ রং দিয়ে ছোট ছোট উদ্ভিদ ও ঘাস এঁকে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220410_144905.jpg

এরপর নীল রঙের পোস্টার কালার দিয়ে পাহাড় এঁকে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20220410_144917.jpg

এরপর সাদা ও বেগুনি রং দিয়ে ঝর্নার স্রোত এঁকে নিয়েছি।

ধাপ-০৫

IMG20220410105847.jpg

এরপর গোলাপি রং দিয়ে আকাশ রং করে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20220410_145000.jpg

এরপর কালো পোস্টার কালার দিয়ে পাহাড়ের মাঝ বরাবর একটি গাছ এঁকে নিয়েছি।

ধাপ-০৭

IMG20220410110703.jpg

IMG_20220410_145038.jpg

এরপর সবুজ ও হলুদ রং দিয়ে গাছের পাতা এঁকে নিয়েছি। এভাবে আমি পোস্টার কালার এর সাহায্যে একটি পাহাড়ি প্রাকৃতিক-দৃশ্য-অংকন করে নিয়েছি।

ফলাফল

IMG20220410112641.jpg

IMG_20220410_145122.jpg

IMG20220410112815.jpg

IMG20220410112249.jpg

IMG_20220410_145658.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

IMG_20220406_130949.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago (edited)

ভাইয়া আপনার কল্পনা রাজ্যের একটি খুবই সুন্দর পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য অংকন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। পাহাড়টি দেখতে অনেক কালারফুল হয়েছে, এরকম কালারফুল পাহাড় আমি আগে কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে এত সুন্দর একটি পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আমার দৃশ্য অংকন দেখে আপনার অনেক অনেক ভাল লেগেছে এরকম দৃশ্য অংকন আপনি কখনো দেখেননি এটাই প্রথম দেখেছেন জেনে খুশি হলাম, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

বিশেষ দ্রষ্টব্য: আমি তো আপু না, আমি মোঃ: আলামিন ইসলাম।

 2 years ago 

ভাইয়া আন্তরিক ভাবে দুঃখিত। তবে আপনার পোস্টটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং পেইন্টিং সবটাই আমার দেখতে খুব ভালো লাগে। পোস্টার কালার দিয়ে খুব চমৎকার করে আপনি পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। বিষয়টি আমার কাছে অসাধারণ লেগেছে। প্রথমদিকে পেইন্টিংটি দেখে আমি ভেবেছিলাম এটা কোন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। ঠিক সেরকমই সুন্দর হয়েছে আপনার অংকনটি। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই কাজের মাধ্যমে আপনাদের থেকে সুন্দর সুন্দর উৎসাহমূলক মন্তব্যের পেতে অনেক অনেক ভালো লাগে, আমার পেইন্টিং দেখে আপনি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ভেবেছেন জেনে খুশি হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

পোস্টার রং দিয়ে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে। গাছ, পাহাড়, পানির স্রোত সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। যেন খুবই নিরিবিলি স্বচ্ছ পরিবেশ। খুবই সুন্দর লেগেছে আপনার কাকার দৃশ্যটি। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আপু আপনার সুন্দরতম মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

পোস্টার কালার দিয়ে অসাধারণ একটি পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এরকম চিত্র গুলো দেখতে অনেক ভালো লাগে। এছাড়া আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago (edited)

ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে সুন্দরতর মন্তব্য পেতে উৎসাহমূলক মন্তব্যের প্রতি অনেক অনেক ভালো লাগে, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

পোস্টার কালার দিয়ে খুবই সুন্দর পাহাড়ের চিত্র অংকন করেন। আপনার চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আমার অংকন এর মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পেরেছি এটা জেনে খুবই খুশি ও সার্থক হলাম, আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

পোস্টার রং দিয়ে খুব সুন্দর করে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আসলেই ভাইয়া এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় যেটা আপনার মধ্যে আছে। আমার কাছে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, কাজের মাধ্যমে আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মন্তব্য ও উৎসাহ মূলক বাক্য পেতে খুবই ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

অসম্ভব সুন্দর হয়েছে। পাহাড় আমার খুব প্রিয়। সময় পেলেই পাহাড়ে ঘুরতে যাই। আপনার আকা পাহাড় এবং প্রকৃতি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

পাহাড় আপনার খুবই প্রিয় জেনে খুশি হলাম সেই সাথে আপনি মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে যান। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

পোস্টার কালারের সাহায্যে একটি পাহাড়ি প্রাকৃতিক-দৃশ্য অংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। পাহাড় গুলো দেখতে আমার কাছে বেশী ভালো লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য আপনার এই পেইন্টিং এর মাঝে তুলে ধরেছেন। দারুণভাবে এই পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো। আশা করছি দারুন দারুন পেইন্টিং আবার আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনার কাছ থেকে সুন্দর সুন্দর মন্তব্য পেতে আমার অনেক অনেক ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

পাহাড় কিনতে চাই একটি নদীর বদলে। রঙ গুলো বেশ জোরালো চোখে লাগার মত। কল্পনাশক্তি এবং রং দুইটার মিশ্রণে হয়েছে এই চিত্র। ভালোই তো আকুঁন না আরো অনেক অনেক।

 2 years ago 

পাহাড় কিনতে চাই কি নদীর বদলে, কিন্তু কে বিক্রি করবে সেই পাহাড়চূড়া টি, কবিতার মাধ্যমে খুবই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

পাহাড়ি প্রাকৃতিক-দৃশ্য দারুন এঁকেছেন ❣️
সত্যি বলতে এধরনের প্রাকৃতিক দৃশ্য আমার দারুন লাগে। ছবিটি সুন্দর দেখাচ্ছে।
খুব ভালো এগিয়ে যান দোয়া রইল 🥀

 2 years ago 

জি ভাই আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত, প্রাকৃতিক দৃশ্য একেবারে মন ছুয়ে যাওয়ার মত কাজ করে আমার অনেক অনেক ভালো লাগে, আপনারও ভালো লাগে জেনে খুশি হলাম, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58119.97
ETH 3054.21
USDT 1.00
SBD 2.26