"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮| চলুন শীতকালীন ফুলের রাজ্যে হারিয়ে যায়।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের শীতকালীন ফুলের ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিবারের মতোন এবারও খুবই দুর্দান্ত সুন্দর শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারের শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এতো সুন্দর সময়োপযোগী প্রতিযোগিতার আয়োজন করায় শ্রদ্ধেয় দাদাসহ সকল এডমিন মডারেটরদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
প্রত্যেক মানুষ ফুলকে খুব বেশি ভালোবাসে। বলা যেতে পারে ফুল আমাদের জীবনে অংশ। যে কোনো উৎসব, অনুষ্ঠান, পূজা, বিয়ে, ভালোবাসা এবং আন্তরিকতা আদান প্রদান, সম্মান বা, অব্যর্থনা জানানো, এবং প্রিয়জনের শেষ বিদায়ের ক্ষেত্রেও ফুল ব্যবহার করা হয়। ফুল আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। ফুল দেখলে হৃদয়ের মাঝে প্রশান্তি আসে । ফুল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের অন্যতম উৎস। ফুল হচ্ছে আনন্দ উপভোগের মাধ্যম। আসলে ফুল ছাড়া প্রাকৃতিক সৌন্দর্য কল্পনা করা যায় না।
আমি শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলোকে দুই ভাগে ভাগ করেছি:- প্রথমত হলো শীতকালীন বাগান ফুল। আর দ্বিতীয়ত হলো শীতকালে শাকসবজি ফুল। আমি চেষ্টা করেছি শীতকালীন প্রায় প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য। আমার শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
Device :- realme C55
ডালিয়া ফুল আমাদের সকলের খুব পরিচিত ফুল। শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া ফুল অন্যতম। ডালিয়া হচ্ছে গুল্মজাতীয়, কন্দযুক্ত, সপুষ্পক ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। ডালিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে। সাধারণত ডালিয়া ফুল লাল, সাদা, হলুদ, খয়েরী, গোলাপি, বেগুনি, কমলা এবং মিক্স রঙের হয়ে থাকে। ডালিয়া ফুল অনেক জাতের হয়ে থাকে। ডালিয়া ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ । ফুল গুলো পাপড়ির গঠন বৈশিষ্ট্য দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়।
বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবাই নিকট ব্যাপক জনপ্রিয়। ডালিয়া ফুলের সৌন্দর্য সত্যি খুব অসাধারণ হয়ে থাকে। ডালিয়া ফুল বাংলাদেশের খুবই জনপ্রিয় ফুল। শীতকালে আমাদের দেশে সর্বত্র ডালিয়া ফুল দেখতে পাওয়া যায়। এই ফুল গুলোর প্রতিটি চারা নার্সারিতে ৪০ টাকা ৫০ টাকা বিক্রি হয়ে থাকে।
শীতকাল মানে সব দিকে গাঁদা ফুলের ছড়াছড়ি। শীতকালে সকালে বাসা বাড়িতে গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। গাঁদা ফুলকে গন্ধা বা,গেন্ধা বলে থাকে। গাঁদা ফুল দেখতে খুবই সুন্দর। গাঁদা ফুলের গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। গাঁদা ফুলের সাধারণত দুই জাত রয়েছে। শীতকালে ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম। গাঁদা ফুল উজ্জল হলুদ, লাল ও গাঢ় খয়েরী রঙের হয়ে থাকে।
আমাদের দেশে বাণিজ্যিক ভাবে গাঁদা ফুল চাষ করা হয়ে থাকে। গাঁদা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন উৎসব,অনুষ্ঠান, বিয়ে, পূজা এবং গৃহ সজ্জায় গাঁদা ফুল ব্যাপক ব্যবহার ব্যবহার করা হয়। বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য গাঁদা ফুল বেশ জনপ্রিয়। গাদা ফুল গাছের ভেষজ গুণাবলি রয়েছে। কাঁটা স্থানে গাঁদা ফুল গাছের রস লাগালে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়।
অ্যাস্টার ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পাওয়া যায় না। এই ফুলগুলো সৌন্দর্য সত্যি খুবই অসাধারণ হয়ে থাকে। ফুলগুলো সৌন্দর্য একবার দেখলে বারবার দেখতে খুব ইচ্ছে করে। অ্যাস্টার ফুল অনেক রঙের হয়ে থাকে। বৈচিত্র্যময় ফুল গুলো সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এই ফুল গুলো আমাদের সকলের খুব পরিচিত। নানা রকমের অ্যাস্টার ফুলের সৌন্দর্য দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল গুলো বাসার বারান্দায় এবং ছাদে টবের মধ্যে লাগানো যায়। অ্যাস্টার ফুল গুলোর অসাধারণ নান্দনিক সৌন্দর্যের কারণে সবার নিকট বেশ জনপ্রিয়। এই ফুল গুলো আকর্ষণীয় সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে।
চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য খুবই অসাধারণ। শীতকালীন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা ফুল অন্যতম। শীতকালের ফুলের কথা মনে হলে আমাদের সর্বপ্রথম চন্দ্রমল্লিকা ফুলের কথা মনে হয়। চন্দ্রমল্লিকা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে । আমাদের দেশে চন্দ্রমল্লিকা ফুল বাণিজ্যিক ভাবে চাষ করা হয়ে থাকে। চন্দ্রমল্লিকা ফুলের অনেক গুলো প্রজাতি রয়েছে। চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে খুবই সুন্দর। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করা হয়ে থাকে।
সিলভিয়া ফুল আমরা সবাই বেশ চিনে থাকি। সিলভিয়ার অপর নাম সিলভিয়া রেড। টকটকে লাল রঙের ফুল দেখতে খুবই সুন্দর। আমাদের দেশে এই ফুলগুলো প্রায় দেখা যায়। সিলভিয়া হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে। তবে আমাদের দেশে লাল রঙ্গের সিলভিয়া ফুল বেশি দেখা যায়।
পিটুনিয়া ফুল যতো বার দেখি ততো বার মুগ্ধ হয়ে যায়। বাহারি রঙের এই ফুল গুলো সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। এই ফুল গুলো অনেক রঙের দেখা যায়। পিটুনিয়া ফুল সবার খুব পছন্দের এবং জনপ্রিয় ফুল। পিটুনিয়া ফুল বাসা বাড়িতে ছাদে এবং বারান্দায় টবের মধ্যে খুব সহজে লাগানো যেতে পারে। ফুলের অসাধারণ সৌন্দর্য চারদিকে মুগ্ধতা ছড়ায়। আমাদের দেশে জনপ্রিয় ফুল গুলোর মধ্যে পিটুনিয়া ফুল অন্যতম। শীতকালে এই ফুল গুলো বেশি ফুটে থাকে। এই ফুলের অনেক কালারের খুব সুন্দর লাগে।
সাধারণত পিটুনিয়া ফুল লাল, সাদা, হলুদ, গোলাপি, বেগুনি, কমলা এবং একাধিক মিশ্রের দেখতে পাওয়া যায়। বৈচিত্রময় রঙ্গের জন্য ফুল গুলো দেখতে খুবই সুন্দর। আমাদের দেশে এই ফুলগুলো সর্বত্র দেখতে পাওয়া যায়। পিটুনিয়া ফুল হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। এই ফুল গুলো অনেক প্রজাতির রয়েছে। জাত ভেদে ফুল গুলোর আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। এই ফুল গুলো ছায়াযুক্ত স্থানে বেশ ভালো হয় না।
আমার সবচেয়ে পছন্দের ফুল গুলোর মধ্যে কসমস ফুল অন্যতম। এই ফুল গুলো সৌন্দর্য খুবই দারুণ। কসমস ফুল দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে। কসম ফুল অনেক রঙের হয়ে থাকে। শীতকালে এই ফুল গুলো ফুটে থাকে। কসমস ফুল গুলো লাল, সাদা, হলুদ, গোলাপি এবং খয়রি রঙ্গের দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো অনেক জাতের রয়েছে। কসমস ফুল সূর্যালোকে কিছুটা ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়।
পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো নাম হচ্ছে ভারবেনা। ভারবেনা ফুল আমাদের দেশে কম দেখতে পাওয়া যায়। ভারবেনা হচ্ছে শীতকালীন ফুল। এই ফুল গুলো লাল, সাদা, গোলাপি, হালকা গোলাপি এবং খয়রি রঙ্গের দেখতে পাওয়া যায়। ভারবেনা ফুল ছোট হয়ে থাকে। এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো সবার নিকট বেশ জনপ্রিয় হচ্ছে।
ডায়ান্থাস ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। আসলে শীতকাল মানেই হলো বৈচিত্র্যময় ডায়ান্থাস ফুলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করা। এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে। বৈচিত্র্যময় রঙ্গের জন্য ফুলগুলো সবাই নিকট ব্যাপক জনপ্রিয়। এই ফুল গুলো বেশ উজ্জ্বল রঙের হয়ে থাকে। ডায়ান্থাস ফুল গুলো অনেক প্রজাতির রয়েছে।
বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ডায়ান্থাস ফুল সবার খুব পছন্দের। এই ফুলগুলো দামে অনেক কম। প্রতিটি ফুল গাছ ২০ টাকা ১৫ টাকা দামে পাওয়া যায় নার্সারিতে। এই ফুলগুলো তেমন বেশি বড় হয় না । ডায়ান্থাস ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। বিশেষ করে ফুল বাগিচায়, অফিস আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায়।
ক্যালেন্ডুলা ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো দেখতে অনেকটা চন্দ্রমল্লিকা ফুলের মতোন। এই ফুলগুলো সাধারণত হলুদ রঙের হয়ে থাকে। ফুলের নান্দনিক সৌন্দর্য সত্যি খুব দারুণ। ক্যালেন্ডুলা ফুল ফুল শীতকালে ফুটে থাকে। অনেকে এই ফুল গুলোকে গাঁদা ফুল বলে থাকে। ক্যালেন্ডুলা ফুল গুলো ভেষজ গুণাবলী অনেক। দাঁতের ব্যথার জন্য ক্যালেন্ডুলা ফুল ব্যবহার করা হয়।
ফুল গুলোর নাম হচ্ছে পেন্টাস ল্যান্সোলাটা । দেখতে অনেকটা আমাদের দেশীয় রঙ্গন ফুলের মতো। এই ফুলগুলো আমাদের দেশীয় ফুল নয়। আমার দেশে ফুলগুলো কম দেখতে পাওয়া যায়। সাধারণত এই ফুল গুলোকে মিশরীয় স্টারক্লাস্টার নামে পরিচিত।
শীতকালীন ফুল বললেই চন্দ্রমল্লিকা ফুল ছাড়া কল্পনা করা যায় না। চন্দ্রমল্লিকা আমাদের নিকট অতি পরিচিত ফুল। কারণ শীতকালীন ফুলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে। বাহারি রঙের জন্য চন্দ্রমল্লিকা ফুল ব্যাপক জনপ্রিয় সবার নিকট। আমাদের দেশে সর্বত্র চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাওয়া যায়। ফুলের বাহারি রঙের জন্য এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর।
গোলাপ ফুল আমাদের সকলের অতি পরিচিত ফুল । আসলে গোলাপ ফুল সম্পর্কে আমরা সবাই জানি। এই পৃথিবীতে যে কয়েকটি ফুল সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে তার মধ্যে গোলাপ অন্যতম। গোলাপের শতাধিক প্রজাতি এবং কয়েক হাজার জাত রয়েছে। গোলাপ হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। গোলাপের ডালে তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। গোলাপের ভেষজ গুণাবলী অনেক। গোলাপের সুঘ্রাণ হৃদয় ছুঁয়ে যায়। গোলাপ অনেক রঙের হয়ে থাকে।
বাগান বিলাস ফুল আমাদের সকলের খুবই পরিচিত ফুল। আমাদের দেশে সর্বত্র বাগান বিলাস ফুল দেখতে পাওয়া যায়। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস আদালতের প্রবেশ পথের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগান বিলাস ফুল লাগানো হয়ে থাকে। বাগান বিলাস ফুল বিশেষ করে গেটের পাশে লাগানো হয়ে থাকে। বাগান বিলাস ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ। বাগান বিলাস ফুল অনেক রঙের হয়ে থাকে।
নয়ন তারা ফুল আমাদের সকলের খুব পরিচিত। নয়ন তারা সারা বছর ধরে ফুটে থাকে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর তবে ফুলের কোন গন্ধ নেই। ফুলগুলো বৈচিত্র্যময় রঙের হয়ে থাকে। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ।
শীতকালে সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয়ে থাকে। শীতকালে বাহারি রকমের শাকসবজি আমরা বাজারে দেখতে পাই। আসলে শীতকালে শাকসবজি খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে। আমরা যারা শহরে বসবাস করি তারা বাজারে নানা রকম শাকসবজি দেখে থাকে । কিন্তু শাকসবজির বৈচিত্রময় ফুল দেখতে পাই না। শীতকালে শাকসবজি ফুলের সৌন্দর্য খুবই অসাধারণ। ফুলগুলো সৌন্দর্য খুবই দারুণ। কিছু কিছু ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে দেয়।
নানা রকমের ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। শীতকালীন ফুলের কথা মনে পড়লে আমারা হলুদের রাজ্যে হারিয়ে যায়। সরিষা ফুলের সৌন্দর্য শীতকালে উপভোগ করতে ইচ্ছে করে না আসলে এমন মানুষ পাওয়া যায় না। কুয়াশা ভেজা সকালে বা, পড়ন্ত বিকেলে সরিষা ফুলের সাথে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে না আসলে এমন মানুষ পাওয়া বেশ কষ্টকর। কারণ ফুলকে সবাই খুব বেশি ভালোবাসে। সত্যি খুব দারুন ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। তাছাড়া আরো বিভিন্ন রকম শাকসবজি শীতকালে উৎপন্ন হয়ে থাকে।
শীতকালে লাউ, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, টমেটো, বরবটি, শিম, মুলা, সরিষা, মসুরের ডাল, বুটের ডাল খেসারির ডাল, শসা, খিরা, গাজর, ধনিয়া পাতা ইত্যাদি উৎপাদন হয়ে থাকে। এসব শাকসবজির ফুলগুলো দেখতে খুবই সুন্দর। প্রত্যেকটি ফুলের আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। ফুলগুলো দেখতে খুব নান্দনিক মনে হয়। ফুলের গঠন বৈশিষ্ট্য খুবই আলাদা হয়ে থাকে।
ফুল গুলো দেখতে খুব ভালো লাগে। যারা শহরে থাকেন তারা শীতকালে গ্রামে আসলে এসব শাকসবজির ফুল এর সৌন্দর্য উপভোগ করে চমৎকার ভাবে। শাকসবজি ফুলের সৌন্দর্য তাদের কাছে খুবই ভালো লাগে। এসব ফুল ফুলগুলো নান্দনিক সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে যায় । আসলে বলতে গেলে ফুল দেখলে হৃদয় প্রশান্তি চলে আসে। ফুল মানুষকে আনন্দ দিয়ে থাকে। ফুল প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস।
গ্রামাঞ্চলে প্রত্যেক জায়গায় বিভিন্ন রকমের শাকসবজির ফুল দেখতে পাওয়া যায়। কিছু কিছু ফুলের সৌন্দর্য এতোটাই বেশি যে যা হৃদয় ছুঁয়ে যায়।আমি এই শাকসবজি ফুলের ফটোগ্রাফি গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। নিশ্চয় আপনাদের দেখে বেশ ভালো লাগছে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
অনেক অভিনন্দন জানাই ভাইয়া আপনাকে। আপনি চমৎকার ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি ই দারুন ছিল।শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ আপু শীতকালীন ফুলের ফটোগ্রাফি দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে অনেকক্ষণ তাকিয়েই ছিলাম চোখ সরাতে পারছিলাম না। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আজকে আপনার মাধ্যমে নতুন কিছু ফুলের সাথে পরিচিত হতে পারলাম। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি।
শীতকালীন ফুলের ফটোগ্রাফি দেখে অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
https://x.com/MdAgim17/status/1882018264383156319?t=Km31CHz07hqwvtd3n3iz_w&s=19
শীতকালীন অসাধারণ দেখতে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আজকের ব্লগে শেয়ার করেছেন, আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। প্রতিটা ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত ছিল। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে।
শীতকালীন ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া এই প্রতিযোগিতা এত সুন্দর সুন্দর ফুল নিয়ে অংশগ্রহণ করার জন্য। শীত নানা রঙের ও ডিজাইনের ফুলের বৈচিত্র। শীতের মধ্যে নানা রকম ফুল চারিপাশে দেখতে পাওয়া যায়। আপনার প্রতিটা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর আপনাদের সবার ফটোগ্রাফির মাঝে অনেক নতুন নতুন ফুল দেখতে পেলাম।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাই। আপনার পোষ্টের মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফি দেখতে পেলাম। নাম না জানা অনেক ফুলের নাম জানতে পারলাম। আমি সত্যি শীতকালীন ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। সবগুলো ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল। আশাকরি আপনি বিচারকদের মন জয় করতে পারবেন।
ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর ভাবে এই কনটেস্টে অংশগ্রহণ করতে দেখে খুবই ভালো লেগেছে আমার। বেশি দারুণভাবে আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি নিয়ে। বেশ দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দারুন ভাবে অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগছে। প্রচুর ফুলের ছবি আপনি তুলে একত্রিত করে পোষ্টের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রত্যেকটি ছবি দুর্দান্ত ছিল এবং আমার ভীষণ ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে আপনার ক্যামেরার ফোকাসটি। ফুলের ছবিটিতে সিঙ্গেল প্রকাশ হয় প্রত্যেকটি ছবি দেখতে দুর্দান্ত লাগছে।
ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।
এই প্রতিযোগিতার আয়োজন করা না হলে বুঝতাম না এত ভালো ভালো ফটোগ্রাফার আমাদের কমিউনিটি আছে। সত্যি আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত চমৎকার ভাবে আপনি ফটোগ্রাফি গুলো করলেন। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করলেন যা আমার চোখ জড়িয়ে গেল। ভীষণ ভালো লেগেছে প্রতিটি ফটোগ্রাফি।
আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।